ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত, ফের টুইট রাজ্যপালের - মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বললেন জগদীপ ধনকড়

গড়িয়া শ্মশানে টেনে হিঁচড়ে মৃতদেহ তোলার ভিডিয়ো নিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ রাজ্যপালের । মুখ্যমন্ত্রীকে ক্ষমাও চাইতে বলেন তিনি ।

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar
author img

By

Published : Jun 14, 2020, 12:20 PM IST

কলকাতা, 14 জুন: মৃতদেহ টেনে হিঁচড়ে গাড়িতে তোলার ঘটনা নিয়ে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ফের মৃতদেহ টেনে নিয়ে যাওয়াকে অকল্পনীয় ভয়াবহ দৃশ্য বলে বর্ণনা করেছেন তিনি ৷ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত বলেও টুইটে লেখেন তিনি ৷

গড়িয়া শ্মশানে মৃতদেহ গাড়িতে তোলার ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিষয়টি বর্বরতার সমান বলে টুইটে রাজ্যপাল লেখেন, "মৃতদেহগুলিকে এভাবে টেনে নিয়ে যাওয়ার অকল্পনীয় ভয়াবহ দৃশ্য আমাদের হতাশ করেছে ৷ এমন বর্বরতা মানবতার কলঙ্ক ৷ জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত ৷" যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছেন অনেকেই ৷ সেই নিয়েও টুইট করেন তিনি ৷ রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, "ভিডিয়োটিকে ভুয়ো বলে বর্ণনা করাটা অমার্জনীয় ভুল ৷ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভিডিয়োটিকে ভুয়ো বলছেন তাঁরা জানেন না সাধারণ মানুষের ক্রোধ কোথায় গিয়ে পৌঁছাতে পারে ৷ প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভাবুন ওই 14টি দেহের মধ্যে একজন যদি আপনার পরিবারের কেউ হত ?"

  • Horrendous unimaginable horror of dragging human bodies by pair of tongs would haunt us for long.

    PUBLIC APOLOGY @MamataOfficial by way of atonement is expected.

    This barbarity is indelible taint on humanity. Disposal of dead body is solemn act- dominated by spirituality.(1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে গতকাল এক শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । তারা জানিয়েছিল, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।

  • Calling videos as fake is inexcusable blunder -adding injury to shameless insult.

    Those orchestrating Remote controlled response @MamataOfficial have no idea of anger of people at enormity of this crime.

    Before reacting Reflect-if one of the 14 was part of your family! (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, প্রশাসন কোরোনায় মৃতদের দেহর প্রতি যথাযথ মর্যাদা বজায় রাখে । প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । যথাযথ তথ্য পরিবেশন থেকে শুরু করে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আত্মীয় পরিজনদের সুযোগ করে দেওয়া, দেহের যথাযথ সৎকার করা ইত্যাদি সবকিছুই করছে রাজ্য । সদ্য যে মৃতদেহ সরানোর চিত্রটি সামনে এসেছে, তা ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । যে ছবি সামনে এসেছে সেটি মূলত দুর্ঘটনায় মৃতদের দেহগুলি মর্গ থকে সরানো হচ্ছিল । এগুলির সঙ্গে কোরোনার কোনও যোগ নেই । রাজ্যের আধিকারিকদের ও রাজ্যপালকে এ-বিষয়ে জানানো হয়েছে ।

কলকাতা, 14 জুন: মৃতদেহ টেনে হিঁচড়ে গাড়িতে তোলার ঘটনা নিয়ে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ফের মৃতদেহ টেনে নিয়ে যাওয়াকে অকল্পনীয় ভয়াবহ দৃশ্য বলে বর্ণনা করেছেন তিনি ৷ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত বলেও টুইটে লেখেন তিনি ৷

গড়িয়া শ্মশানে মৃতদেহ গাড়িতে তোলার ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিষয়টি বর্বরতার সমান বলে টুইটে রাজ্যপাল লেখেন, "মৃতদেহগুলিকে এভাবে টেনে নিয়ে যাওয়ার অকল্পনীয় ভয়াবহ দৃশ্য আমাদের হতাশ করেছে ৷ এমন বর্বরতা মানবতার কলঙ্ক ৷ জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত ৷" যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছেন অনেকেই ৷ সেই নিয়েও টুইট করেন তিনি ৷ রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, "ভিডিয়োটিকে ভুয়ো বলে বর্ণনা করাটা অমার্জনীয় ভুল ৷ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভিডিয়োটিকে ভুয়ো বলছেন তাঁরা জানেন না সাধারণ মানুষের ক্রোধ কোথায় গিয়ে পৌঁছাতে পারে ৷ প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভাবুন ওই 14টি দেহের মধ্যে একজন যদি আপনার পরিবারের কেউ হত ?"

  • Horrendous unimaginable horror of dragging human bodies by pair of tongs would haunt us for long.

    PUBLIC APOLOGY @MamataOfficial by way of atonement is expected.

    This barbarity is indelible taint on humanity. Disposal of dead body is solemn act- dominated by spirituality.(1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে গতকাল এক শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । তারা জানিয়েছিল, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।

  • Calling videos as fake is inexcusable blunder -adding injury to shameless insult.

    Those orchestrating Remote controlled response @MamataOfficial have no idea of anger of people at enormity of this crime.

    Before reacting Reflect-if one of the 14 was part of your family! (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, প্রশাসন কোরোনায় মৃতদের দেহর প্রতি যথাযথ মর্যাদা বজায় রাখে । প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । যথাযথ তথ্য পরিবেশন থেকে শুরু করে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আত্মীয় পরিজনদের সুযোগ করে দেওয়া, দেহের যথাযথ সৎকার করা ইত্যাদি সবকিছুই করছে রাজ্য । সদ্য যে মৃতদেহ সরানোর চিত্রটি সামনে এসেছে, তা ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । যে ছবি সামনে এসেছে সেটি মূলত দুর্ঘটনায় মৃতদের দেহগুলি মর্গ থকে সরানো হচ্ছিল । এগুলির সঙ্গে কোরোনার কোনও যোগ নেই । রাজ্যের আধিকারিকদের ও রাজ্যপালকে এ-বিষয়ে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.