ETV Bharat / state

Governor Sought Report From CS : শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে পুলিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

author img

By

Published : May 15, 2022, 9:44 PM IST

Updated : May 16, 2022, 10:08 AM IST

শুভেন্দুর অভিযোগ, পূর্ব সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই তাঁর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ (Police action in MLA office of Suvendu Adhikari)

police in suvendu office
মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

কলকাতা, 15 মে : আগাম কোনও সূচনা না দিয়ে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ (Police action in MLA office of Suvendu Adhikari) ৷ রবিবার এমনই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Sought Report From CS) ৷

রবিবার সন্ধ্যায় এই বিষয়টি নিয়ে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে একটি ভিডিও পোস্ট করেন তিনি ৷ যেখানে শুভেন্দুর বিধায়ক কার্যালয়ের ভিতর পুলিশকে দেখা গিয়েছে ৷ এই টুইটে ধনকড় লেখেন, "রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে পুলিশ হানা দিয়েছে, বিষয়টি উদ্বেগের ৷ মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷" এরপরেই আরও একটি টুইটে রাজ্যপাল জানান, তিনি আজ (রবিবার) রাত 10টার মধ্যে মুখ্যসচিবকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছেন ৷ তাঁর কথায়, "গণতন্ত্রে বিরোধী দলনেতার বিধায়ক কার্যালয়ে পুলিশের এই হানা অত্যন্ত চিন্তার বিষয় " ৷

  • WB Guv

    In view of worrisome inputs from Leader of Opposition West Bengal Legislative Assembly @SuvenduWB that his MLA office of Nandigram has been attacked by police, sought an urgent report Chief Secretary @chief_west pic.twitter.com/g29oy7I97C

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ত্রিপুরায় পরাজয় ঠেকাতে পারবেন না 10 মাসের মুখ্যমন্ত্রী : রাজীব

এদিন শুভেন্দু অধিকারী টুইটে অভিযোগ করেন, কোনও পূর্ব সূচনা, সার্চ ওয়ারেন্ট ছাড়া ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতেই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করেছে পুলিশ ৷ তাঁর কথায়, "মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ ৷ "

  • কোনো পূর্ব সূচনা না দিয়ে, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে, আচমকা মমতা পুলিশ (পশ্চিমবঙ্গ পুলিশ) আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে।
    মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ। pic.twitter.com/AlMXs05uC5

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 15 মে : আগাম কোনও সূচনা না দিয়ে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ (Police action in MLA office of Suvendu Adhikari) ৷ রবিবার এমনই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Sought Report From CS) ৷

রবিবার সন্ধ্যায় এই বিষয়টি নিয়ে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে একটি ভিডিও পোস্ট করেন তিনি ৷ যেখানে শুভেন্দুর বিধায়ক কার্যালয়ের ভিতর পুলিশকে দেখা গিয়েছে ৷ এই টুইটে ধনকড় লেখেন, "রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে পুলিশ হানা দিয়েছে, বিষয়টি উদ্বেগের ৷ মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷" এরপরেই আরও একটি টুইটে রাজ্যপাল জানান, তিনি আজ (রবিবার) রাত 10টার মধ্যে মুখ্যসচিবকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছেন ৷ তাঁর কথায়, "গণতন্ত্রে বিরোধী দলনেতার বিধায়ক কার্যালয়ে পুলিশের এই হানা অত্যন্ত চিন্তার বিষয় " ৷

  • WB Guv

    In view of worrisome inputs from Leader of Opposition West Bengal Legislative Assembly @SuvenduWB that his MLA office of Nandigram has been attacked by police, sought an urgent report Chief Secretary @chief_west pic.twitter.com/g29oy7I97C

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ত্রিপুরায় পরাজয় ঠেকাতে পারবেন না 10 মাসের মুখ্যমন্ত্রী : রাজীব

এদিন শুভেন্দু অধিকারী টুইটে অভিযোগ করেন, কোনও পূর্ব সূচনা, সার্চ ওয়ারেন্ট ছাড়া ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতেই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করেছে পুলিশ ৷ তাঁর কথায়, "মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ ৷ "

  • কোনো পূর্ব সূচনা না দিয়ে, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে, আচমকা মমতা পুলিশ (পশ্চিমবঙ্গ পুলিশ) আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে।
    মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ। pic.twitter.com/AlMXs05uC5

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : May 16, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.