ETV Bharat / state

রাজ্যে নতুন রাজ্যপাল জগদীপ ধনকড় - bjp

কলকাতায় পৌঁছালেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

জগদীপ ধনকড়
author img

By

Published : Jul 29, 2019, 11:01 AM IST

কলকাতা, 29 জুলাই : আজ কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুরা । একই সঙ্গে CISF-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ।

গত সপ্তাহে মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ ফুরোয় । তার আগেই 19 জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠকে রাজ্যের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জয়পুর থেকে B.Sc. পাশের পর LL.B. পাশ করেন জগদীপ ধনকড় ৷ সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী আগে রাজস্থান হাইকোর্ট বার কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ ICC ইন্টারন্যাশানাল কোর্ট অফ আরবিটশনের সদস্যও ছিলেন তিনি ৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ হয়েছিলেন ৷ 1989-1991 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ 2003 সালে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন ৷

এদিকে গতকালই রাজ্য ছেড়েছেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷

কলকাতা, 29 জুলাই : আজ কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুরা । একই সঙ্গে CISF-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ।

গত সপ্তাহে মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ ফুরোয় । তার আগেই 19 জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠকে রাজ্যের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জয়পুর থেকে B.Sc. পাশের পর LL.B. পাশ করেন জগদীপ ধনকড় ৷ সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী আগে রাজস্থান হাইকোর্ট বার কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ ICC ইন্টারন্যাশানাল কোর্ট অফ আরবিটশনের সদস্যও ছিলেন তিনি ৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ হয়েছিলেন ৷ 1989-1991 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ 2003 সালে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন ৷

এদিকে গতকালই রাজ্য ছেড়েছেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.