ETV Bharat / state

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি, টুইট বার্তা রাজ্যপালের

আজ রাজভবনে দুপুর 1টার সময় যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রায় দেড় ঘণ্টা তাঁদের বৈঠক করেন । বৈঠকে সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মচারীদের বিক্ষোভ সহ উচ্চশিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

author img

By

Published : Dec 31, 2019, 9:40 PM IST

Updated : Jan 1, 2020, 3:15 PM IST

governer
governer

কলকাতা, 31 ডিসেম্বর : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খুশি রাজ্যপাল । বৈঠকের পর টুইট করে একথা উল্লেখ করেন জগদীপ ধনকড় । পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা জানান । আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় । ফিরে যেতে হয় তাঁকে । আগামী ১৫দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য ডাকেন রাজ্যপাল । সেবিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান । 24 ঘন্টার মধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি চিঠিতে লেখেন, বিষয়টি উচ্চশিক্ষা সংক্রান্ত । উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন । মুখ্যমন্ত্রীকে চিঠি পেয়ে সন্তুষ্ট হয়ে গত ২৮ ডিসেম্বর তাঁর চিঠির ছবি সহ টুইট করেন রাজ্যপাল ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিষয়ে বলেছিলেন, রাজ্যপাল যেদিন বলবেন তিনি সেদিন তাঁর সঙ্গে আলোচনা করবেন । রাজ্যপাল গতকাল জানান শিক্ষামন্ত্রী সময় চাইলে জরুরি ভিত্তিতে তাঁকে সেই সময় দেবেন । আজ রাজভবনে দুপুর 1টার সময় যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রায় দেড় ঘণ্টা তাঁদের বৈঠক করেন । বৈঠকে সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মচারীদের বিক্ষোভ সহ উচ্চশিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । যদিও পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি । আজ বিকেল পাঁচটায় টুইট করেন জগদীপ ধনকড় ।

টুইটে জগদীপ ধনকড় লেখেন, 'উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত মনোরম ও সৌজন্যমূলক আলোচনা হল । মুখ্যমন্ত্রী এবং সব সদস্যকে 2020 সালের শুভেচ্ছা জানাই ।' রাজ্যপালের টুইটের প্রেক্ষিত শিক্ষামন্ত্রী বলেন, ''সরকার এবং দলের তরফে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি । ভালো থাকুন, সুস্থ থাকুন ।''

কলকাতা, 31 ডিসেম্বর : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খুশি রাজ্যপাল । বৈঠকের পর টুইট করে একথা উল্লেখ করেন জগদীপ ধনকড় । পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা জানান । আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় । ফিরে যেতে হয় তাঁকে । আগামী ১৫দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য ডাকেন রাজ্যপাল । সেবিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান । 24 ঘন্টার মধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি চিঠিতে লেখেন, বিষয়টি উচ্চশিক্ষা সংক্রান্ত । উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন । মুখ্যমন্ত্রীকে চিঠি পেয়ে সন্তুষ্ট হয়ে গত ২৮ ডিসেম্বর তাঁর চিঠির ছবি সহ টুইট করেন রাজ্যপাল ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিষয়ে বলেছিলেন, রাজ্যপাল যেদিন বলবেন তিনি সেদিন তাঁর সঙ্গে আলোচনা করবেন । রাজ্যপাল গতকাল জানান শিক্ষামন্ত্রী সময় চাইলে জরুরি ভিত্তিতে তাঁকে সেই সময় দেবেন । আজ রাজভবনে দুপুর 1টার সময় যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রায় দেড় ঘণ্টা তাঁদের বৈঠক করেন । বৈঠকে সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মচারীদের বিক্ষোভ সহ উচ্চশিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । যদিও পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি । আজ বিকেল পাঁচটায় টুইট করেন জগদীপ ধনকড় ।

টুইটে জগদীপ ধনকড় লেখেন, 'উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত মনোরম ও সৌজন্যমূলক আলোচনা হল । মুখ্যমন্ত্রী এবং সব সদস্যকে 2020 সালের শুভেচ্ছা জানাই ।' রাজ্যপালের টুইটের প্রেক্ষিত শিক্ষামন্ত্রী বলেন, ''সরকার এবং দলের তরফে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি । ভালো থাকুন, সুস্থ থাকুন ।''

Intro:কলকাতা, ৩১ ডিসেম্বর: অবশেষে আজ হল বহু প্রতীক্ষিত রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক। আজ দুপুর ১টা নাগাদ রাজভবনে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে সেই বৈঠক। তারপরে রাজভবন থেকে বেরিয়ে চলে যান শিক্ষামন্ত্রী। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী। তবে, বিকেল পাঁচটা নাগাদ একটি ট্যুইট করে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ছবি দিয়ে রাজ্যপাল জানান, আলোচনা মনোরম হয়েছে।
Body:গত 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাবন্ধুদের একাংশের বিক্ষোভের জেরে অংশগ্রহণ না করে ফিরে যেতে হয়েছিল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে। তারপরেই আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য ডাকেন রাজ্যপাল। সেই মর্মে চিঠিও দেন মুখ্যমন্ত্রীকে। চিঠি পাঠানোর 24 ঘন্টার মধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লেখেন, যেহেতু বিষয়টি উচ্চশিক্ষা সংক্রান্ত তাই উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীকে চিঠি পেয়ে সন্তুষ্ট হয়ে গত ২৮ ডিসেম্বর তাঁর চিঠির ছবি সহ ট্যুইট করেন রাজ্যপাল। কিন্তু, মুখ্যমন্ত্রীর চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় রাজ্যপালকে ট্যুইটেই উত্তর দেন শিক্ষামন্ত্রী। বলা যেতে পারে, খানিকটা ট্যুইট যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের মধ্যে।

উত্তর, পাল্টা উত্তরের মধ্যেই রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দুজনেই সময় বের করে বৈঠকে বসতে রাজি তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, রাজ্যপাল যেদিন বলবেন তিনি সেদিন তার সঙ্গে আলোচনা করতে যাবেন। রাজ্যপাল গতকাল বলেছিলেন, শিক্ষামন্ত্রী সময় চাইলে জরুরী ভিত্তিতে তাঁকে সেই সময় দেবেন। এর মধ্যেই আজ রাজভবনে পৌঁছে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় দেড় ঘন্টা ধরে দুজনের মধ্যে সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মচারীদের বিক্ষোভ সহ উচ্চশিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আলোচনা শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, আজকের বৈঠকের বিষয়ে প্রথমে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। তারপরেই জনসমক্ষে আজকের বৈঠক নিয়ে হয়তো তিনি কিছু বলবেন। তবে, শিক্ষামন্ত্রী না বললেও বৈঠক নিয়ে বিকেল পাঁচটা নাগাদ ট্যুইট করে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ছবি দিয়ে তিনি লিখেছেন, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত মনোরম ও সৌজন্যমূলক আলোচনা হল। শুধু বৈঠক নয়, মুখ্যমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর কাজটাও ওই ট্যুইটেই সেরে ফেলেছেন তিনি। লিখেছেন, সব সদস্য ও মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাই ২০২০ সালের।

আলোচনায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে, ট্যুইট করে রাজ্যপালের নতুন বছরের শুভেচ্ছার প্রেক্ষিতে তিনি বলেন, "আমরাও সরকার ও দলের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন।"
Conclusion:
Last Updated : Jan 1, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.