কলকাতা, 31 ডিসেম্বর : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খুশি রাজ্যপাল । বৈঠকের পর টুইট করে একথা উল্লেখ করেন জগদীপ ধনকড় । পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা জানান । আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় । ফিরে যেতে হয় তাঁকে । আগামী ১৫দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য ডাকেন রাজ্যপাল । সেবিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান । 24 ঘন্টার মধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি চিঠিতে লেখেন, বিষয়টি উচ্চশিক্ষা সংক্রান্ত । উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন । মুখ্যমন্ত্রীকে চিঠি পেয়ে সন্তুষ্ট হয়ে গত ২৮ ডিসেম্বর তাঁর চিঠির ছবি সহ টুইট করেন রাজ্যপাল ।
-
.@MamataOfficial.@itspcofficial. Had extremely involved pleasant and cordial meeting with Dr Partho Chatterjee, Hon’ble Education Minister. Best wishes for 2020 to the Hon’ble Chief Minister and all the. members. pic.twitter.com/wq2Py0sYr1
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@MamataOfficial.@itspcofficial. Had extremely involved pleasant and cordial meeting with Dr Partho Chatterjee, Hon’ble Education Minister. Best wishes for 2020 to the Hon’ble Chief Minister and all the. members. pic.twitter.com/wq2Py0sYr1
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 31, 2019.@MamataOfficial.@itspcofficial. Had extremely involved pleasant and cordial meeting with Dr Partho Chatterjee, Hon’ble Education Minister. Best wishes for 2020 to the Hon’ble Chief Minister and all the. members. pic.twitter.com/wq2Py0sYr1
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 31, 2019
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিষয়ে বলেছিলেন, রাজ্যপাল যেদিন বলবেন তিনি সেদিন তাঁর সঙ্গে আলোচনা করবেন । রাজ্যপাল গতকাল জানান শিক্ষামন্ত্রী সময় চাইলে জরুরি ভিত্তিতে তাঁকে সেই সময় দেবেন । আজ রাজভবনে দুপুর 1টার সময় যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রায় দেড় ঘণ্টা তাঁদের বৈঠক করেন । বৈঠকে সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মচারীদের বিক্ষোভ সহ উচ্চশিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । যদিও পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি । আজ বিকেল পাঁচটায় টুইট করেন জগদীপ ধনকড় ।
টুইটে জগদীপ ধনকড় লেখেন, 'উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত মনোরম ও সৌজন্যমূলক আলোচনা হল । মুখ্যমন্ত্রী এবং সব সদস্যকে 2020 সালের শুভেচ্ছা জানাই ।' রাজ্যপালের টুইটের প্রেক্ষিত শিক্ষামন্ত্রী বলেন, ''সরকার এবং দলের তরফে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি । ভালো থাকুন, সুস্থ থাকুন ।''