কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেজন্য তিনি চিন্তিত বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সর্বশক্তি নিয়োজিত করবেন ৷
বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তখনই SFI ও বেশ কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক" স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা ঘটনাস্থানে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ এর মাঝেই রাজ্যপালের কাছে পৌঁছান বাবুল সুপ্রিয় ৷ ওঠেন তাঁর গাড়িতে ৷ কিন্তু, বের হতে গেলে গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ ৷ পরে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায় তাঁদের গাড়ি ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, BJP-কে সাহায্য করতেই যাদবপুরে গিয়েছিলেন রাজ্যপাল ৷ আজ রাজভবন থেকে বিবৃতি জারি করে তৃণমূলের সেই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলা হয় ৷
এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে
এরপর আজ সন্ধ্যায় রাজভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আমি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ বাংলা অত্যন্ত সমৃদ্ধ জায়গা ৷ এখানে সবথেকে ভালো প্রতিভা রয়েছে ৷ এখানের সংস্কৃতি বিশ্বে তুলনাহীন ৷ বাংলার ঐতিহ্য রয়েছে ৷ এখানের মতো মহাপুরুষ কোথাও নেই ৷ " এরপরই রাজ্যের শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, "কিন্তু যখন আমি বর্তমান পরিস্থিতি দেখি, তখন আমি চিন্তিত হয়ে পড়ি ৷ এই পরিবেশ নিয়ে আমাদের কিছু করতে হবে ৷" রাজ্যের শিক্ষাব্যবস্থা হৃত গৌরব পুনরুদ্ধার করতেও তিনি বদ্ধপরিকর বলে জানান রাজ্যপাল ৷ বলেন, "আমি প্রতিজ্ঞা করেছি, নিজের সমস্ত শক্তি ব্যবহার করব ৷ কারণ এখানের শিক্ষাব্যবস্থার উন্নতি হলে বিশ্ববিদ্যালয়গুলি মন্দিরে পরিণত হবে ৷ বাংলা একেবারে ভিন্ন হবে ৷ বাংলাকে অবশ্যই নিজের ঐতিহ্য ও নাম পুনরুদ্ধার করতে হবে ৷ "
এই সংক্রান্ত আরও খবর : যাদবপুর ইশুতে তৃণমূলের বিবৃতি দুর্ভাগ্যজনক : রাজভবন