ETV Bharat / state

Jadavpur University : পড়ুয়াদের টিকা দিতে শিবিরের আয়োজন করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় - coming week

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী সপ্তাহ থেকে পড়ুয়াদের জন্য চালু হচ্ছে করোনা টিকার ব্যবস্থা । টিকা পাবেন অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্য কর্মীরাও ৷ এই বিষয়ে স্বাস্থ্য ভবনে একটি তালিকাও পাঠানো হয়েছে।

Jadavpur University Vaccine
আগামী সপ্তাহ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে টিকাকরণ অভিযান
author img

By

Published : Sep 26, 2021, 12:29 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: আগামী সপ্তাহ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য চালু হচ্ছে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা। ক্যাম্পাস খোলা ও ক্লাস চালু হওয়ার প্রস্তুতি হিসেবেই শুরু হচ্ছে এই টিকাকরণ অভিযান। যাদবপুরই রাজ্যের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে এই অভিযান চালানো হবে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও কলেজের বাকি কর্মীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। এবার সেইমতো প্রতিষেধক দেওয়া শুরু হবে। করোনা প্যানডেমিকের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। তবে এবার ক্লাস চালু করার দাবিতে বিক্ষোভ সংগঠিত হচ্ছে নানা শিক্ষা প্রতিষ্ঠানে। একইভাবে বিক্ষোভ সংগঠিত হচ্ছে যাদবপুরেও। পড়ুয়াদের দাবি করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তরাঁ খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনও খুলছে না কেন? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। তাদের মতে, স্কুল খোলার ন্যূনতম প্রস্তুতির কথাও কেউ বলছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা বেশ কিছুদিন ধরেই ক্লাস শুরুর দাবি জানাচ্ছে।

আরও পড়ুন: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

পড়ুয়াদের দাবি যে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের টিকা দিয়ে অবিলম্বে ক্যাম্পাস চালু করা হোক। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের আলোচনাও হয়েছে। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে টিকাকরণ শিবির। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে 30 সেপ্টেম্বর ও 1 অক্টোবর। দ্বিতীয় ডোজ দেওয়া হবে 4, 5, 7 ও 8 অক্টোবর।

কলকাতা, 26 সেপ্টেম্বর: আগামী সপ্তাহ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য চালু হচ্ছে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা। ক্যাম্পাস খোলা ও ক্লাস চালু হওয়ার প্রস্তুতি হিসেবেই শুরু হচ্ছে এই টিকাকরণ অভিযান। যাদবপুরই রাজ্যের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে এই অভিযান চালানো হবে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও কলেজের বাকি কর্মীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। এবার সেইমতো প্রতিষেধক দেওয়া শুরু হবে। করোনা প্যানডেমিকের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। তবে এবার ক্লাস চালু করার দাবিতে বিক্ষোভ সংগঠিত হচ্ছে নানা শিক্ষা প্রতিষ্ঠানে। একইভাবে বিক্ষোভ সংগঠিত হচ্ছে যাদবপুরেও। পড়ুয়াদের দাবি করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তরাঁ খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনও খুলছে না কেন? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। তাদের মতে, স্কুল খোলার ন্যূনতম প্রস্তুতির কথাও কেউ বলছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা বেশ কিছুদিন ধরেই ক্লাস শুরুর দাবি জানাচ্ছে।

আরও পড়ুন: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

পড়ুয়াদের দাবি যে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের টিকা দিয়ে অবিলম্বে ক্যাম্পাস চালু করা হোক। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের আলোচনাও হয়েছে। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে টিকাকরণ শিবির। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে 30 সেপ্টেম্বর ও 1 অক্টোবর। দ্বিতীয় ডোজ দেওয়া হবে 4, 5, 7 ও 8 অক্টোবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.