কলকাতা, 24 ডিসেম্বর : ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে খাঁচাবন্দী করে রাখতে চাইছে ৷ গণতন্ত্রকে বেঁধে ফেলা হয়েছে ৷ আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে ৷ সমাবর্তনে যোগ না দিতে পেরে ফেরার পথে এ'ভাবে কড়া ভাষাতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন জগদীপ ধনকড় ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে ছাত্রছাত্রীদের ক্ষোভ ছিলই ৷ এই ইশুতে তাঁদের সঙ্গে রাজ্যপালের অবস্থান পরস্পরবিরোধী ৷ ছাত্র নেতৃত্বের তরফে বলা হয়েছিল, আচার্যের হাত থেকে ডিগ্রির শংসাপত্র নিতে যেন অস্বীকার করেন পড়ুয়ারা ৷ তারই প্রতিফলন দেখা গেল আজ ৷ আচার্যকে ছাড়াই শুরু হল সমাবর্তন ৷ উপাচার্যের হাত থেকেই শংসাপত্র নিলেন পড়ুয়ারা ৷
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে ধনকড়ের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ চলে গো-ব্যাক স্লোগান ৷ দেখানো হয় কালো পতাকা ৷ পরিস্থিতি সামাল দিতে উপাচার্য সুরঞ্জন দাসের কোনও ভূমিকা না দেখতে পেয়ে ক্ষুব্ধ হন তিনি ৷ রাজ্য সরকার উপাচার্যকে চালিত করছে বলেই মনে করছেন তিনি ৷ বলেন, "রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে খাঁচাবন্দী করে রাখতে চাইছে ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিমোট দ্বারা পরিচালিত হয়ে এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন ৷ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ৷"
তবে, এই বিক্ষোভে পড়ুয়ারা অংশ নেয়নি বলেও দাবি করেন তিনি ৷ "সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি নেওয়ার জন্য আমাদের পড়ুয়ারা অপেক্ষা করছে ৷ আচার্য হিসেবে আমি গেটে দাঁড়িয়ে রয়েছি ৷ কয়েকজন গোটা ব্যবস্থাকে স্তব্ধ করে রেখেছে ৷ পড়ুয়ারা এখানে নেই ৷" ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ৷ জানিয়েছেন, "আচার্য হিসেবে আমি ছাত্রদের উপর এই পরিস্থিতির খারাপ প্রভাব পড়তে দিতে পারি না ৷ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ৷"
পরিস্থিতির দিকে নজর দিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি আবেদন জানান ৷ "আমার আবেদন, তাদের দেখান ৷ যারা আগুন নিয়ে খেলছে ৷ গণতন্ত্রকে নষ্ট করছে ৷ শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে ৷ ছাত্রদের ভবিষ্যত নষ্ট করছে ৷ আমি এই বিষয়ে কখনও অনুমতি দিতে পারি না ৷"
-
#WATCH: West Bengal Governor Jagdeep Dhankhar at Jadavpur University after being blocked outside by protesting students, says"It's a painful moment for me as a Chancellor&Governor.There's total collapse of rule of law in the state.The state Govt has put education in captivity." pic.twitter.com/GcayRcxqef
— ANI (@ANI) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: West Bengal Governor Jagdeep Dhankhar at Jadavpur University after being blocked outside by protesting students, says"It's a painful moment for me as a Chancellor&Governor.There's total collapse of rule of law in the state.The state Govt has put education in captivity." pic.twitter.com/GcayRcxqef
— ANI (@ANI) December 24, 2019#WATCH: West Bengal Governor Jagdeep Dhankhar at Jadavpur University after being blocked outside by protesting students, says"It's a painful moment for me as a Chancellor&Governor.There's total collapse of rule of law in the state.The state Govt has put education in captivity." pic.twitter.com/GcayRcxqef
— ANI (@ANI) December 24, 2019
বিশ্ববিদ্যালয়ের বাইরে গাড়িতে বসেই বিপর্যস্ত পরিস্থিতির কথা জানিয়ে পরপর অনেকগুলি টুইট করেন জগদীপ ধনকড় ৷ প্রথম টুইটেই লেখেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছি ৷ যাতে পড়ুয়ারা তাদের ডিগ্রি পায়, তাদের পরিশ্রমের ফল পায় এবং সমাজে তাদের অবদান রাখতে পারে ৷ দুর্ভাগ্যবশত, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার রাস্তা বন্ধ ৷ নীতি বিরুদ্ধ ৷ কর্তৃপক্ষ কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি ৷ দুর্ভাগ্যজনক পরিস্থিতি ৷"
-
At Jadavpur University so that the students may get their degrees and enjoy the fruits of their labour and contribute to society. Unfortunately the way to the venue in the University is blocked. Unwholesome. No affirmative role by concerned in sight. Worrisome situation.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At Jadavpur University so that the students may get their degrees and enjoy the fruits of their labour and contribute to society. Unfortunately the way to the venue in the University is blocked. Unwholesome. No affirmative role by concerned in sight. Worrisome situation.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019At Jadavpur University so that the students may get their degrees and enjoy the fruits of their labour and contribute to society. Unfortunately the way to the venue in the University is blocked. Unwholesome. No affirmative role by concerned in sight. Worrisome situation.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
এই টুইটের কিছুক্ষণ পর তিনি আবার টুইট করেন ৷ লেখেন, "প্রায় জনা পঞ্চাশেক পড়ুয়া রাস্তা আটকে রেখেছে ৷ সিস্টেমকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে ৷ এটি একটি বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করবে ৷ আইনের কোনও ব্যবস্থা দেখতে পাচ্ছি না ৷ সাংবিধানিক প্রধান হিসেবে আমি চিন্তিত ৷"
-
The number of those obstructing is only around fifty. System being held hostage and those enjoined with the task are oblivious of their obligations. A collapse that can only lead to unwholesome consequences. Rule of law is no where in sight. As constitutional head concerned.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The number of those obstructing is only around fifty. System being held hostage and those enjoined with the task are oblivious of their obligations. A collapse that can only lead to unwholesome consequences. Rule of law is no where in sight. As constitutional head concerned.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019The number of those obstructing is only around fifty. System being held hostage and those enjoined with the task are oblivious of their obligations. A collapse that can only lead to unwholesome consequences. Rule of law is no where in sight. As constitutional head concerned.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিপর্যস্ত পরিস্থিতি সংবাদমাধ্যমকে মানুষের কথা ভাবার দিকে নজর দিতে বললেন জগদীপ ধনকড় ৷ টুইটে লেখেন, "এই ধরনের পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে মানুষের ভালোর দিক চিন্তা করতে হবে ৷ ছাত্রদের স্বার্থ যাতে ঝুঁকিপূর্ণ না হয়, সেদিকে নজর ফেরাতে সংবাদমাধ্যমকেই ব্যবস্থা নিতে হবে ৷"
-
Media in such situations need to focus on public welfare as well and signal that student interests can’t be so put in jeopardy.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Media in such situations need to focus on public welfare as well and signal that student interests can’t be so put in jeopardy.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019Media in such situations need to focus on public welfare as well and signal that student interests can’t be so put in jeopardy.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
এরপর পরিস্থিতির কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তিনি লেখেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ৷ ইচ্ছাকৃতভাবেই বাধা তৈরি করা হয়েছে, যাতে পড়ুয়ারা তাদের পরিশ্রমের ফল না পায় ৷" সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কথাও জানালেন ধনকড় ৷ মমতাকে উল্লেখ করে তিনি আরও লেখেন, "উপাচার্যকে জানানোর পরও তিনি কোনও ব্যবস্থা নেননি দেখে আমি অবাক ৷ বাধ্য হয়ে আমি যাদবপুর ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি ৷"
-
.@MamataOfficial. Am surprised that inspite of my directive to VC to go by rule book and abide by my direction as regards Convocation, the same has been started. In utter helplessness as of now I am leaving the Jadavpur University campus. Those concerned must soul search.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@MamataOfficial. Am surprised that inspite of my directive to VC to go by rule book and abide by my direction as regards Convocation, the same has been started. In utter helplessness as of now I am leaving the Jadavpur University campus. Those concerned must soul search.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019.@MamataOfficial. Am surprised that inspite of my directive to VC to go by rule book and abide by my direction as regards Convocation, the same has been started. In utter helplessness as of now I am leaving the Jadavpur University campus. Those concerned must soul search.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
-
.@MamataOfficial. Events that have unfolded as a result of politically motivated orchestration of obstruction of my entry to JU to preside over the Convocation so that students get fruits of their labour, leaves no manner of doubt that rule of law is severely compromised.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@MamataOfficial. Events that have unfolded as a result of politically motivated orchestration of obstruction of my entry to JU to preside over the Convocation so that students get fruits of their labour, leaves no manner of doubt that rule of law is severely compromised.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019.@MamataOfficial. Events that have unfolded as a result of politically motivated orchestration of obstruction of my entry to JU to preside over the Convocation so that students get fruits of their labour, leaves no manner of doubt that rule of law is severely compromised.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পাশাপাশি উপাচার্যকেও দায়ি করেছেন তিনি ৷ টুইটে লেখেন, "এটি অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইচ্ছাকৃতভাবে ছুতো খুঁজছেন ৷ বিশৃঙ্খল পরিস্থিতির নেতৃত্বে রয়েছেন তিনি ৷ ধ্বংসাত্বক পরিস্থিতি ৷" উপাচার্যকে উল্লেখ করে তিনি আরও টুইট করেন, "উপাচার্যের নীরব দর্শকের ভূমিকা পালন দেখে আমি অবাক ৷ উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয়ের তরফে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি ৷ বরং আমিই যোগাযোগ করেছি ৷ যারা এই পরিস্থিতির জন্য দায়ি, তাদের সঙ্গে কথা না বলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ব্যস্ত উপাচার্য ৷"
-
I am amazed that the Vice Chancellor is in passive mode and silent spectator to this unseemly spectacle that augurs painful sliding of our system. This action is orchestrated by the powers that be not knowing the damage it causes in short and long run on out education.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am amazed that the Vice Chancellor is in passive mode and silent spectator to this unseemly spectacle that augurs painful sliding of our system. This action is orchestrated by the powers that be not knowing the damage it causes in short and long run on out education.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019I am amazed that the Vice Chancellor is in passive mode and silent spectator to this unseemly spectacle that augurs painful sliding of our system. This action is orchestrated by the powers that be not knowing the damage it causes in short and long run on out education.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
-
A painful scenario that the Jadavpur University Vice Chancellor is oblivious deliberately of his obligations and looking for alibis. He is presiding total collapse of rule of law. Ruinous state of affairs.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A painful scenario that the Jadavpur University Vice Chancellor is oblivious deliberately of his obligations and looking for alibis. He is presiding total collapse of rule of law. Ruinous state of affairs.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019A painful scenario that the Jadavpur University Vice Chancellor is oblivious deliberately of his obligations and looking for alibis. He is presiding total collapse of rule of law. Ruinous state of affairs.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019