ETV Bharat / state

অধ্যাপককে ফোনে হুমকি, ছাত্রকে শোকজ় করল যাদবপুর - যাবদপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে ফোনে হুমকি

2019 সালের ডিসেম্বর মাসে সিজ়নাল মার্কশিটে ওই ছাত্র অনুপস্থিত উল্লেখ করে তা জেইউএমএস-এ আপলোড করা হয় । তারপরই সোমবার ওই ছাত্র ফোনে অধ্যাপককে হুমকি দেয় ৷ অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে শোকজ় করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

jadavpur
jadavpur
author img

By

Published : Dec 17, 2020, 9:14 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে ৷ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রের বিরুদ্ধে । অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে শোকজ় করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চিঠিতে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্কর লেখেন, ব্যাচেলর অফ কেমিকাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্র সোমবার আমায় ফোন করে হুমকি দেয় ৷ বলে, 'আমার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে'। কেন হঠাৎ ওই ছাত্র তাঁকে ফোন করে হুমকি দেয় সেবিষয়ে তরুণকান্তি নস্কর জানান, 2019-20 শিক্ষাবর্ষে তাঁর একটি ক্লাসে ওই ছাত্র ছিল । কিন্তু, সেই ক্লাসে কোনও দিন অংশগ্রহণ করেনি সে । তাই 2019 সালের ডিসেম্বর মাসে তাঁকে সিজ়নাল মার্কশিটে অনুপস্থিত উল্লেখ করে তা জেইউএমএস-এ আপলোড করা হয় । তারপরই সোমবার ওই ছাত্র ফোন করে অধ্যাপককে ৷ ফোনে সে দাবি জানায়, তাকে সিজ়নাল বিষয়ে পাশ করিয়ে দিতে । তরুণকান্তি নস্করের বক্তব্য, যেহেতু ওই ছাত্র কোনওদিন ক্লাস অ্যাটেন্ড করেনি তাই কোনও শিক্ষকের পক্ষে এই দাবি মানা সম্ভব নয় ।

আরও পড়ুন : জানুয়ারি থেকে খুলতে হবে ক্যাম্পাস, দাবি SFI-র

এই ঘটনায় কিছুটা ভীত বলেও মঙ্গলবার উপাচার্যকে জানান তররুণকান্তি নস্কর । তারপরই অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত ছাত্রকে শোকজ় করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । শোকজ়ের উত্তর পাওয়ার পরে ওই ছাত্রের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা বিবেচনা করা হবে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয় সূত্রে ।

কলকাতা, 17 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে ৷ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রের বিরুদ্ধে । অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে শোকজ় করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চিঠিতে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্কর লেখেন, ব্যাচেলর অফ কেমিকাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্র সোমবার আমায় ফোন করে হুমকি দেয় ৷ বলে, 'আমার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে'। কেন হঠাৎ ওই ছাত্র তাঁকে ফোন করে হুমকি দেয় সেবিষয়ে তরুণকান্তি নস্কর জানান, 2019-20 শিক্ষাবর্ষে তাঁর একটি ক্লাসে ওই ছাত্র ছিল । কিন্তু, সেই ক্লাসে কোনও দিন অংশগ্রহণ করেনি সে । তাই 2019 সালের ডিসেম্বর মাসে তাঁকে সিজ়নাল মার্কশিটে অনুপস্থিত উল্লেখ করে তা জেইউএমএস-এ আপলোড করা হয় । তারপরই সোমবার ওই ছাত্র ফোন করে অধ্যাপককে ৷ ফোনে সে দাবি জানায়, তাকে সিজ়নাল বিষয়ে পাশ করিয়ে দিতে । তরুণকান্তি নস্করের বক্তব্য, যেহেতু ওই ছাত্র কোনওদিন ক্লাস অ্যাটেন্ড করেনি তাই কোনও শিক্ষকের পক্ষে এই দাবি মানা সম্ভব নয় ।

আরও পড়ুন : জানুয়ারি থেকে খুলতে হবে ক্যাম্পাস, দাবি SFI-র

এই ঘটনায় কিছুটা ভীত বলেও মঙ্গলবার উপাচার্যকে জানান তররুণকান্তি নস্কর । তারপরই অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত ছাত্রকে শোকজ় করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । শোকজ়ের উত্তর পাওয়ার পরে ওই ছাত্রের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা বিবেচনা করা হবে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয় সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.