কলকাতা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন পড়ুয়া। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদীপের বেশ কয়েকজন রুমমেটকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁদের বয়ান রেকর্ড করার পর সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে যাদবপুর থানার পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি মেলায় রাতে সৌরভকে গ্রেফতার করা হয় ৷ শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে ৷
স্বপ্নদীপের মা ঘটনার পরে তদন্তকারীদের জানিয়েছেন যে, মাঝেমধ্যে সৌরভের সঙ্গে থাকত স্বপ্নদীপ। বেশ কয়েকবার স্বপ্নদীপের মায়ের সঙ্গে নাকি, কথাও বলেছিলেন সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে অবাধ বিচরণ ছিল তাঁর। এছাড়াও তদন্তকারীরা জানতে পেরেছেন, স্বপ্নদীপের অস্বাভাবিক আচরণ সম্পর্কে ৷ 'স্বপ্নদীপকে কেউ ব্রেনওয়াশ করাচ্ছে'-এমন কথাও নাকি মৃত ছাত্রের মাকে জানিয়েছিলেন সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তনী।
পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড়ের পর নতুন করে 10 থেকে 12 জন ছাত্রকে থানায় ডেকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাকিদের ছেড়ে দেওয়া হলেও সৌরভ চৌধুরী আটক করেছে পুলিশ ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার কার হয় ৷ আগামিকাল তাঁকে আদালতে তোলা হবে ৷
নদিয়ার বগুলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন স্বপ্নদীপ। বাংলা বিভাগের স্নাতকে প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি ৷ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-2 ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে ৷ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিকদের বিরুদ্ধে ৷ স্বপ্নদীপের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য । যেখানে সরাসরি উঠছে ব়্যাগিংয়ের তত্ত্ব । প্রশ্ন উঠছে, কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দিনের পর দিন অমানবিক এই অত্যাচার চলছে ? নেপথ্যেই বা কারা ?
আরও পড়ুন: চোখের সামনে ঝাঁপ স্বপ্নদীপের ! ভয়ঙ্কর অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া