কলকাতা, 18 ডিসেম্বর : অনলাইনে হচ্ছিল ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক । প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এই বৈঠকের তিন ঘণ্টা ফেসবুকে লাইভ করে বিতর্কের মুখে পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ছাত্র ইউনিয়ন এফইটিএসইউ । আর এই ঘটনায় সমালোচনায় মুখর হয়েছেন যাদবপুরের অধ্যাপক ও কর্তৃপক্ষ মহল ৷ তাঁদের মতে, ফ্যাকাল্টি কাউন্সিলের মতো অভ্যন্তরীণ একটি বৈঠক এভাবে ফেসবুকে লাইভ সম্প্রচার করাটা অনুচিত । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলন নৈতিকতার মাত্রা দিন দিন লঙ্ঘন করছে বলেও মতপ্রকাশ করেছেন অনেকেই ।
ঘটনায় এফইটিএসইউ-এর বক্তব্য, ভুলে ভরা রেজ়াল্ট এসেছে । তা সংশোধন করার কোনও প্রস্তাবই কর্তৃপক্ষ মানছেন না । উত্তর দিচ্ছেন না কোনও প্রশ্নেরও । তাই তাদের প্রতিনিধিদল শুধু ডেপুটেশন জমা দিতে গেছিল । আর শুধুমাত্র ওই সময়টাই অন্য পড়ুয়াদের দেখার জন্য ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়েছে । যদিও, ফেসবুকে এফইটিএসইউ-র পেজে সেই লাইভের সময়সীমা প্রায় তিন ঘণ্টার কাছাকাছি । একের পর এক ঘটনায় কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তার বেশিরভাগই ছাত্র ইউনিয়নের কর্মকাণ্ড । এর আগে এফইটিএসইউ-র তরফে এক সপ্তাহে দু'বার কর্তৃপক্ষকে গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখার ঘটনা, মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্করকে ফোনে হুমকি দেওয়া, আর্টস ফ্যাকাল্টির ডিন ওমপ্রকাশ মিশ্রকে নিগ্রহের অভিযোগ উঠেছে ।
এভাবেই একের পর এক ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে । প্রতিবারই আর্টস ফ্যাকাল্টি বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পড়ুয়াদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে । এই ধরনের ঘটনায় ছাত্র-শিক্ষক সম্পর্কের মধ্যে ভাঙন আনতে পারে এমনই আশঙ্কা করছে সংশ্লিষ্টমহল । তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক দিয়েছেন, ছাত্র-শিক্ষক সংহতির ৷ তাঁর মতে, এভাবে ছাত্র- শিক্ষক সম্পর্ক বিষিয়ে গেলে তা শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে ব্যাপক কুপ্রভাব ফেলবে । তাই এই পরিস্থিতির উন্নয়ন করা অত্যন্ত দরকারি ।
অন্যদিকে, গতকাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পর অনলাইনে আর্টস ফ্যাকাল্টির বৈঠক হয় । সেখানে এএফএসইউ-এর তরফে ভরতি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু-সহ বিভিন্ন বিষয়ে যে দাবিগুলি তোলা হয়েছিল তার অধিকাংশই মেনে নেওয়া হয়েছে বলে জানান । এদিনের বৈঠকে স্নাতক কোর্সগুলিতে ফাঁকা থাকা আসন পূরণে ভরতির সময়সীমা বৃদ্ধির জন্য উচ্চশিক্ষা দপ্তরের আবেদন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এই সংক্রান্ত খবর : অধ্যাপককে ফোনে হুমকি, ছাত্রকে শোকজ় করল যাদবপুর