কলকাতা, 22 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিকে বাংলার সঙ্গেও শুক্রবার তুলনা করে বলেন, "কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি বাংলার চেয়ে ভালো। অনুগ্রহ করে ওই রাজ্যে যান এবং আপনি পার্থক্য দেখতে পাবেন।" পরে মনোজ সিনহা স্পষ্ট করে বলেন, "আমার মন্তব্যকে রাজনৈতিকভাবে দেগে দেওয়া উচিত নয়, কারণ আমি বলতে চেয়েছিলাম যে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি বাংলার মতোই ভাল।" পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা করে উপরাজ্যপালের মন্তব্যে শাসক তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মনোজ সিনহাকে "লেফটেন্যান্ট গভর্নরের চেয়ারের অপব্যবহার না করার" অনুরোধ করেছেন ৷ একই সঙ্গে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করার জন্য তীব্র নিন্দা করেছেন।
মহম্মদ সেলিম বলেন, "আমি এই বক্তব্যের কঠোরভাবে নিন্দা করছি। বাংলার অবস্থা এতটা খারাপ নয় যে তাকে জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা করতে হবে। জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মানেই বিজেপির ভার্সন। আর এস এসের কথা। তাহলে কি মমতা সরকারের উপর থেকে আস্থা হারাচ্ছে আরএসএস।"
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শুক্রবার জানিয়েছেন, 370 ধারা বাতিলের পরে কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে ৷ একই সঙ্গে, তিনি জোর দিয়ে জানান, উপত্যকায় সন্ত্রাসবাদ এখন কার্যত শেষ পর্যায়ে রয়েছে ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা কনভয়ের উপর সন্ত্রাসী হামলা 'দুর্ভাগ্যজনক' বলেও জানান উপরাজ্যপাল ৷ সন্ত্রাসী হামলার জেরে পুঞ্চে পাঁচজন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন ৷ যার এদিন তীব্র নিন্দাও করেন মনোজ সিনহা ৷ একই সঙ্গে, তিনি উপত্যকায় শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টার জন্য প্রতিবেশী পাকিস্তানকেই কার্যত দায়ী করেছেন ৷
মনোজ সিনহা জোর দিয়ে বলেন, "এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। আমরা এই ধরনের হিংসার তীব্র নিন্দা করছি ৷ আমাদের প্রতিবেশী উপত্যকায় শান্তি বিঘ্নিত করার জন্য এই ধরনের কাজ করছে। কিন্তু এসবই বৃথা, কারণ কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ পর্যায়ে রয়েছে।" কলকাতায় 'ক্যালকাটা চেম্বার অফ কমার্স' আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সম্বোধন করে মনোজ সিনহা বলেন, "আর্টিকেল 370 বাতিল করার পরে নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেকাংশে উন্নত হয়েছে।"
আরও পড়ুন
'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
দম্পতিকে খুনের মামলায় 9 বছর পর আসামীকে ফাঁসির সাজা কালিম্পংয়ের জেলা আদালতের