ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা - kolkata weather

আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি।

w
author img

By

Published : Mar 30, 2019, 3:11 PM IST


কলকাতা, 30 মার্চ : আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন রাজ্যে আবার ঝড়বৃষ্টি হবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। এই কয়েকদিনে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি করে বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি।

দক্ষিণ ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরেই আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।


কলকাতা, 30 মার্চ : আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন রাজ্যে আবার ঝড়বৃষ্টি হবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। এই কয়েকদিনে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি করে বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি।

দক্ষিণ ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরেই আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.