ETV Bharat / state

দলের একজন কর্মী গেলেও আমাদের ক্ষতি : ব্রাত্য বসু - শুভেন্দু প্রসঙ্গে কী বললেন ব্রাত্য

শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে আজ তেমন কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা ব্রাত্য বসু । তবে তিনি জানিয়ে দেন, দল ছেড়ে কেউ চলে যাক, সেটা তাঁরা কখনই চান না ।

Bratya Basu
ব্রাত্য বসু
author img

By

Published : Dec 15, 2020, 5:10 PM IST

কলকাতা , 15 ডিসেম্বর : 19 ডিসেম্বর বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী । এই জল্পনার মাঝেই আজ তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, "আমরা চাই না দল থেকে কেউ চলে যাক । একজন কর্মী গেলেও তা আমাদের জন্য ক্ষতি ।"

আজ ব্রাত্য বসু বলেন , "আমরা বিজেপির মতো ফ্যাসিস্ট দল নই । মোদি বিরোধী হওয়ার জন্য শত্রুঘ্ন সিনহাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কখনই তা করব না । মহম্মদ আলি জিন্নার প্রশংসা করার জন্য লালকৃষ্ণ আদবানিকে দলে কোণঠাসা করা হয়েছে । এটা কি দলীয় গণতন্ত্রের নমুনা ? "

আরও পড়ুন , পদের লোভ নেই, মানুষের সঙ্গে সম্পর্ক আত্মিক; বার্তা শুভেন্দুর

সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকেও আক্রমণ করেন তিনি । কৃষি আইন নিয়ে বলেন, "আইনে ছোটো চাষিদের জায়গা নেই । কৃষকদের জন্য ভাবেনি কেন্দ্র । কৃষকদের সঙ্গে কথা না বলে, সেখানে সমস্যার সমাধান না করে অমিত শাহ এখানে আসছেন ! " তিনি আরও বলেন , "ইতিবাচক রাজনীতির পাশাপাশি আর একদিক থেকে হিংসার রাজনীতি হচ্ছে । কর্মীদের মৃত্যুর বিনিময়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে । বিজেপি কথায় কথায় আগুন ছড়াচ্ছে । বিদ্বেষের কথা বলছে । কুৎসা করছে , কিন্তু আমরা কাজ করছি । বিজেপি বিভাজনের রাজনীতি করছে । আর আমরা ভালোবাসার কথা বলব । "

কলকাতা , 15 ডিসেম্বর : 19 ডিসেম্বর বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী । এই জল্পনার মাঝেই আজ তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, "আমরা চাই না দল থেকে কেউ চলে যাক । একজন কর্মী গেলেও তা আমাদের জন্য ক্ষতি ।"

আজ ব্রাত্য বসু বলেন , "আমরা বিজেপির মতো ফ্যাসিস্ট দল নই । মোদি বিরোধী হওয়ার জন্য শত্রুঘ্ন সিনহাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কখনই তা করব না । মহম্মদ আলি জিন্নার প্রশংসা করার জন্য লালকৃষ্ণ আদবানিকে দলে কোণঠাসা করা হয়েছে । এটা কি দলীয় গণতন্ত্রের নমুনা ? "

আরও পড়ুন , পদের লোভ নেই, মানুষের সঙ্গে সম্পর্ক আত্মিক; বার্তা শুভেন্দুর

সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকেও আক্রমণ করেন তিনি । কৃষি আইন নিয়ে বলেন, "আইনে ছোটো চাষিদের জায়গা নেই । কৃষকদের জন্য ভাবেনি কেন্দ্র । কৃষকদের সঙ্গে কথা না বলে, সেখানে সমস্যার সমাধান না করে অমিত শাহ এখানে আসছেন ! " তিনি আরও বলেন , "ইতিবাচক রাজনীতির পাশাপাশি আর একদিক থেকে হিংসার রাজনীতি হচ্ছে । কর্মীদের মৃত্যুর বিনিময়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে । বিজেপি কথায় কথায় আগুন ছড়াচ্ছে । বিদ্বেষের কথা বলছে । কুৎসা করছে , কিন্তু আমরা কাজ করছি । বিজেপি বিভাজনের রাজনীতি করছে । আর আমরা ভালোবাসার কথা বলব । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.