ETV Bharat / state

"ট্যাব পেতে 28 ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের তথ্য দেওয়া সম্ভব নয়" - WBSED

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এত সংখ্যক ট্যাব কোনও সংস্থা একসঙ্গে সরবরাহ করতে পারবে না । তাই ট্যাবের বদলে ওই সাড়ে নয় লাখ পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়া হবে । গতকাল দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে বলা হয়, 28 ডিসেম্বরের মধ্যে পড়ুয়াদের ব্যাঙ্কের আপলোড করতে হবে । কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে কোনওভাবেই এই কাজ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ ।

bank information
ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা
author img

By

Published : Dec 24, 2020, 9:09 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর : 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাড়ে নয় লাখ ট্যাব একসঙ্গে জোগাড়ে সমস্যা হচ্ছে । তাই ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা দিয়ে দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়িত করতে গতকাল থেকেই উঠেপড়ে লেগেছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শক । গতকাল জেলা পরিদর্শকের তরফে বিজ্ঞপ্তি জারি করে 28 ডিসেম্বরের মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঙ্কের তথ্য আপলোড করতে বলা হয়েছে । এই বিজ্ঞপ্তি দেখে প্রধান শিক্ষকদের একাংশ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড করা সম্ভব নয় ।

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । এখনও পর্যন্ত খোলেনি স্কুল পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে ভরসা অনলাইন । তাই 2021-এর উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসার সাড়ে নয় লাখ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান, এত সংখ্যক ট্যাব কোনও সংস্থা একসঙ্গে সরবরাহ করতে পারবে না । তাই ট্যাবের বদলে ওই সাড়ে নয় লাখ পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়া হবে, যা দিয়ে ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবে পড়ুয়ারা । আগামী তিন সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই বুধবার দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । সেখানে বলা হয়, 23 ডিসেম্বর রাজ্য স্তরের বৈঠকে দেওয়া নির্দেশ অনুযায়ী, সব স্কুল কর্তৃপক্ষকে বলা হচ্ছে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঠিক ব্যাঙ্কের তথ্য, অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড ইত্যাদি ই-পোর্টালে 'স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড'-এ গিয়ে 28 ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে । রাজ্যের বাকি জেলাগুলিতেও এই নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে কোনওভাবেই এই কাজ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ ।

bank information
দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে বিজ্ঞপ্তি

স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "এটা একেবারেই অসম্ভব । কারণ, সামনেই বড়দিন । তার উপর কোরোনার । তাই সবার কাছে তথ্য পৌঁছানোয় সমস্যা হবে । সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই । পোর্টাল সঠিকভাবে কাজ না করলে সমস্যা । তাই ব্যাঙ্কের তথ্য আপলোডের কাজ সুষ্ঠুভাবে করতে সময়সীমা বাড়ানো হোক ।"

কলকাতা, 24 ডিসেম্বর : 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাড়ে নয় লাখ ট্যাব একসঙ্গে জোগাড়ে সমস্যা হচ্ছে । তাই ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা দিয়ে দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়িত করতে গতকাল থেকেই উঠেপড়ে লেগেছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শক । গতকাল জেলা পরিদর্শকের তরফে বিজ্ঞপ্তি জারি করে 28 ডিসেম্বরের মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঙ্কের তথ্য আপলোড করতে বলা হয়েছে । এই বিজ্ঞপ্তি দেখে প্রধান শিক্ষকদের একাংশ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড করা সম্ভব নয় ।

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । এখনও পর্যন্ত খোলেনি স্কুল পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে ভরসা অনলাইন । তাই 2021-এর উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসার সাড়ে নয় লাখ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান, এত সংখ্যক ট্যাব কোনও সংস্থা একসঙ্গে সরবরাহ করতে পারবে না । তাই ট্যাবের বদলে ওই সাড়ে নয় লাখ পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়া হবে, যা দিয়ে ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবে পড়ুয়ারা । আগামী তিন সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই বুধবার দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । সেখানে বলা হয়, 23 ডিসেম্বর রাজ্য স্তরের বৈঠকে দেওয়া নির্দেশ অনুযায়ী, সব স্কুল কর্তৃপক্ষকে বলা হচ্ছে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঠিক ব্যাঙ্কের তথ্য, অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড ইত্যাদি ই-পোর্টালে 'স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড'-এ গিয়ে 28 ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে । রাজ্যের বাকি জেলাগুলিতেও এই নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে কোনওভাবেই এই কাজ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ ।

bank information
দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে বিজ্ঞপ্তি

স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "এটা একেবারেই অসম্ভব । কারণ, সামনেই বড়দিন । তার উপর কোরোনার । তাই সবার কাছে তথ্য পৌঁছানোয় সমস্যা হবে । সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই । পোর্টাল সঠিকভাবে কাজ না করলে সমস্যা । তাই ব্যাঙ্কের তথ্য আপলোডের কাজ সুষ্ঠুভাবে করতে সময়সীমা বাড়ানো হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.