ETV Bharat / state

রাস্তায় বসা মমতার অভ্যেস : দিলীপ

সম্প্রতি কলকাতার একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর ৷ প্রতিবাদে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ এনিয়ে দিলীপ ঘোষ বলেন, "রাস্তায় বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস ৷"

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 12, 2019, 8:20 PM IST

Updated : Aug 13, 2019, 12:38 AM IST

কলকাতা, 12 অগাস্ট : রাস্তায় বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস ৷ তাই ধরনায় বসার জন্য মাঝেমধ্যেই তিনি কোনও ছুঁতের খোঁজ করেন ৷ কলকাতার পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানোর প্রতিবাদে ধরনায় বসার সিদ্ধান্ত সেই অভ্যেসের পরিণতি ৷ আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷

সম্প্রতি কলকাতার একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর । এর প্রতিবাদে আগামীকাল সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস । এনিয়ে আজ দিলীপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কাউকে কোনও হিসাব দেননি ৷ কেন্দ্রীয় সরকারের টাকারও হিসাব দেন না ৷ আর হিসাব চাইলে তিনি আন্দোলন করে ভয় দেখান ৷ "

এই সংক্রান্ত আরও খবর : পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল

এর আগেও, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ধরনায় বসেছিলেন মমতা ৷ সেই প্রসঙ্গ উত্থাপন না করেই দিলীপ বলেন, "তাঁর (মমতা) একটা অভ্যেস আছে, মাঝে মধ্যে রাস্তায় বসার । সেই সুযোগও খোঁজেন ৷ অনেকদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না ৷ মাঝখানে তো গাড়ি থেকে নেমে ট্য্রাফিকও সামলাচ্ছিলেন ৷ আপনি সরকারটা চালান না, ট্য্রাফিক চালানোর জন্য লোক আছে ৷ তিনি বোঝেন না, তাঁর কাজটা কী? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপের দাবি, কলকাতার একাধিক পুজো কমিটিগুলিতে দেদারে চিটফান্ডের টাকা ব্যবহার করা হয়েছে ৷ তাঁর কথায়, "গত কয়েক বছর ধরেই পুজোগুলি চিটফান্ডের টাকায় ফুলেফেঁপে উঠেছে ৷ তাতে যদি বেআইনি টাকা ব্যবহার হয়ে থাকে, সেটা যদি সরকার খোঁজ করার চেষ্টা করে, তাতে ভয় কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে কেন? এর জন্য তিনি কেন প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা তাঁর স্বভাব হয়ে গেছে ৷ তাঁর মোটেই দুর্গাপুজোর জন্য দুঃখ নেই ৷ তিনি যদি দুর্গাপুজোর শুভাকাঙ্খি হতেন তাহলে আমাদের হাইকোর্টে গিয়ে নিরঞ্জনের অনুমতি আনতে হত না ৷" নিজের স্বার্থেই মমতা ধরনায় বসছেন বলে দাবি করেন দিলীপ ৷ তিনি বলেন, "আয়কর দপ্তর যদি দেখতে যায় তাতে ভয় কিসের? এর থেকে বোঝা যাচ্ছে, তাঁর লোকেরা এটার (দুর্নীতির) সঙ্গে যুক্ত ৷ কেউ ফেঁসে যেতে পারেন ৷"

কলকাতা, 12 অগাস্ট : রাস্তায় বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস ৷ তাই ধরনায় বসার জন্য মাঝেমধ্যেই তিনি কোনও ছুঁতের খোঁজ করেন ৷ কলকাতার পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানোর প্রতিবাদে ধরনায় বসার সিদ্ধান্ত সেই অভ্যেসের পরিণতি ৷ আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷

সম্প্রতি কলকাতার একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর । এর প্রতিবাদে আগামীকাল সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস । এনিয়ে আজ দিলীপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কাউকে কোনও হিসাব দেননি ৷ কেন্দ্রীয় সরকারের টাকারও হিসাব দেন না ৷ আর হিসাব চাইলে তিনি আন্দোলন করে ভয় দেখান ৷ "

এই সংক্রান্ত আরও খবর : পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল

এর আগেও, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ধরনায় বসেছিলেন মমতা ৷ সেই প্রসঙ্গ উত্থাপন না করেই দিলীপ বলেন, "তাঁর (মমতা) একটা অভ্যেস আছে, মাঝে মধ্যে রাস্তায় বসার । সেই সুযোগও খোঁজেন ৷ অনেকদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না ৷ মাঝখানে তো গাড়ি থেকে নেমে ট্য্রাফিকও সামলাচ্ছিলেন ৷ আপনি সরকারটা চালান না, ট্য্রাফিক চালানোর জন্য লোক আছে ৷ তিনি বোঝেন না, তাঁর কাজটা কী? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপের দাবি, কলকাতার একাধিক পুজো কমিটিগুলিতে দেদারে চিটফান্ডের টাকা ব্যবহার করা হয়েছে ৷ তাঁর কথায়, "গত কয়েক বছর ধরেই পুজোগুলি চিটফান্ডের টাকায় ফুলেফেঁপে উঠেছে ৷ তাতে যদি বেআইনি টাকা ব্যবহার হয়ে থাকে, সেটা যদি সরকার খোঁজ করার চেষ্টা করে, তাতে ভয় কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে কেন? এর জন্য তিনি কেন প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা তাঁর স্বভাব হয়ে গেছে ৷ তাঁর মোটেই দুর্গাপুজোর জন্য দুঃখ নেই ৷ তিনি যদি দুর্গাপুজোর শুভাকাঙ্খি হতেন তাহলে আমাদের হাইকোর্টে গিয়ে নিরঞ্জনের অনুমতি আনতে হত না ৷" নিজের স্বার্থেই মমতা ধরনায় বসছেন বলে দাবি করেন দিলীপ ৷ তিনি বলেন, "আয়কর দপ্তর যদি দেখতে যায় তাতে ভয় কিসের? এর থেকে বোঝা যাচ্ছে, তাঁর লোকেরা এটার (দুর্নীতির) সঙ্গে যুক্ত ৷ কেউ ফেঁসে যেতে পারেন ৷"

Intro:
12-08-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: "মুখ্যমন্ত্রীর একটা অভ্যাস আছে মাঝে মধ্যে রাস্তায় বসা। অনেক দিন ধরে তিনি সুযোগ পাচ্ছিলেন না" দূর্গাপূজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না ইশুতে মুখ্যমন্ত্রী কে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।



দিলীপ ঘোষ বলেন, "আয়কর দপ্তর যদি কোনও হিসাব চায়। সেটা ভয়ের কী আছে। এর থেকে বোঝা যাচ্ছে ওনার লোক এতে যুক্ত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দুরনীতির পক্ষে, অনিয়ম এর পক্ষে, অন্যাই এর পক্ষে দাঁড়ানো এখন ওনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। উনি জীবনে কাউকে কোনও দিন হিসাব দেয় না। কেউ হিসাব চাইলে উনি আন্দোলন করার ভয় দেখান। মাঝখানে আবার গাড়ি থেকে নেমে ট্রাফিক ও কন্ট্রোল করেছেন। আপনি সরকার টা চালান ট্রাফিক চালানোর জন্য লোক আছে। উনি ভুলে যান ওনার কাজ টা কী?


টালিগঞ্জ থানায় কাল রাতে পুলিশ কে নিগ্রহ ইশুতে দিলীপ ঘোষ বলেন, " এখন আমাদের যারা সুরক্ষাদেবে পুলিশ। কিন্তু এখন পুলিশের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষার প্রয়োজন আছে। যে সমাজে শিক্ষক, ডাক্তার, আইনজীবি এদের মত প্রথম শ্রেনীর নাগরিকদের সুরক্ষা নেই। সেখানে আমরা কোনও পরিষেবা কী আশাকরি কী ভাবে? সাধারণ মানুষের জীবন জীবিকার কী পরিস্থিতি হবে। এই রাস্তা প্রশান্ত কিশোরের কাছে আছে কিনা আমার জানা নেই। যে ভাবে প্রশান্ত কিশোরের হাতে পাটি তথা প্রশাসনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় সরকারটাকে লিজে দিয়ে দেওয়া উচিত। আমরা তো লিজে নয়। জিতে ক্ষমতায় আসতে চাই।
Body:কপিConclusion:
Last Updated : Aug 13, 2019, 12:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.