কলকাতা , 22 নভেম্বর : রাজ্যজুড়ে শীতের আমেজ ৷ উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে রাজ্যে । তাই সর্বত্রই রয়েছে শীতের অনুভূতি । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন তাপমাত্রা এইরকমই থাকবে । তবে দুই থেকে তিনদিন সিকিম সহ উত্তরবঙ্গের 5 জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।
বাতাসে আর্দ্রতার পরিমাণ 40 থেকে 96 শতাংশ রয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ ও আগামীকাল জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । কেরালা সংলগ্ন এলাকায় নিম্নচাপের অক্ষরেখা থাকায় তামিলনাড়ু উপকূলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । এর কারণে সকালে ও সন্ধেয় শীতের আমেজ থাকবে রাজ্যে ।
কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে । সকালের দিকে থাকবে হালকা কুয়াশা ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।