ETV Bharat / state

বরদান মার্কেটের বেসমেন্টের লকার থেকে বাজেয়াপ্ত বিপুল টাকা, গয়না - jewellery

বেসমেন্টের লকারে থাকা টাকা ও গয়না বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। বরদান মার্কেটের 200 টি লকারে থাকা সাড়ে পাঁচ কোটি টাকা ও 13 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Mar 28, 2019, 8:27 PM IST

Updated : Mar 28, 2019, 9:40 PM IST

কলকাতা, 28 মার্চ : মালিকের হদিশ না পেয়ে বেসমেন্টের লকারে থাকা টাকা ও গয়না বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। শেক্সপিয়র সরণি থানা এলাকার বরদান মার্কেটের 200 টি লকারে থাকা সাড়ে পাঁচ কোটি টাকা ও 13 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

বরদান মার্কেটের বেসমন্টে মার্কেট কর্তৃপক্ষের একটি ভল্ট রয়েছে। ভল্টগুলি 1984 সাল থেকে চলছে। সেখানে 649 টি লকারের হদিশ পায় আয়কর দপ্তর। দেখা যায়, ভল্টগুলি চালাতে RBI-র কোনও গাইডলাইনই মানা হয়নি।

KOLKATA
বেসমেন্টের ভল্ট

আয়কর দপ্তর সূত্রে খবর, লকারগুলির মধ্যে 200টি-র মালিকের হদিশ পাওয়া যায়নি। পাশাপাশি, যে নাম ও ঠিকানা দিয়ে লকারগুলি ভাড়া নেওয়া হয়েছিল সেগুলিও ভুয়ো।

কলকাতা, 28 মার্চ : মালিকের হদিশ না পেয়ে বেসমেন্টের লকারে থাকা টাকা ও গয়না বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। শেক্সপিয়র সরণি থানা এলাকার বরদান মার্কেটের 200 টি লকারে থাকা সাড়ে পাঁচ কোটি টাকা ও 13 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

বরদান মার্কেটের বেসমন্টে মার্কেট কর্তৃপক্ষের একটি ভল্ট রয়েছে। ভল্টগুলি 1984 সাল থেকে চলছে। সেখানে 649 টি লকারের হদিশ পায় আয়কর দপ্তর। দেখা যায়, ভল্টগুলি চালাতে RBI-র কোনও গাইডলাইনই মানা হয়নি।

KOLKATA
বেসমেন্টের ভল্ট

আয়কর দপ্তর সূত্রে খবর, লকারগুলির মধ্যে 200টি-র মালিকের হদিশ পাওয়া যায়নি। পাশাপাশি, যে নাম ও ঠিকানা দিয়ে লকারগুলি ভাড়া নেওয়া হয়েছিল সেগুলিও ভুয়ো।

Last Updated : Mar 28, 2019, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.