ETV Bharat / state

ISRO team in JU: মঙ্গলের পর বুধে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেল ঘুরে দেখলেন ইসরোর প্রতিনিধিরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 3:19 PM IST

ISRO team visits Jadavpur University: মঙ্গলবারের পর বুধবারও ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেল ঘুরে দেখলেন ইসরো থেকে আসা প্রতিনিধিরা ৷

ISRO team in JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধিরা

কলকাতা, 6 সেপ্টেম্বর: মঙ্গলবারের পর বুধবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখল ইসরোর প্রতিনিধিদল । এ দিন ইসরোর দুই প্রতিনিধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশাপাশি হস্টেলও পরিদর্শন করেন । পাঁচটি গেট-সহ বিশ্ববিদ্যালয়ের মূল জায়গাগুলি পরিদর্শন করেন তাঁরা । এমনকী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে নিউ বয়েজ হস্টেল ও গার্লস হস্টেল রয়েছে সেখানেও যান তাঁরা ।

বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের পর ইসরোর প্রতিনিধিরা যান মেইন হস্টেলে । যেখানে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের দেহ পাওয়া গিয়েছিল, সেই জায়গাও দেখেন তাঁরা ৷ এর পাশাপাশি এ2 ব্লকও ঘুরে দেখেন ইসরোর প্রতিনিধিরা । ইসরোর দুই প্রতিনিধির সঙ্গে এ দিন ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য । তাছাড়াও বিভাগের বিভিন্ন অধ্যাপক এবং আধিকারিকরাও নানা কাজে সাহায্য করেন ইসরোর প্রতিনিধিদের ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, হস্টেলে ফেসিয়াল রেকগনাইজ প্রযুক্তি লাগানো সম্ভব কি না তা খতিয়ে দেখছে ইসরো । তার সঙ্গে হস্টেলে থাকা পড়ুয়াদের ডেটাবেস তৈরির জন্য ক্লাউড তৈরি করা সম্ভবনা আছে কি না তাও দেখা হচ্ছে । ফেসিয়াল রেকগনাইজ প্রযুক্তির সাহায্যে বহিরাগতদের শনাক্ত করা সম্ভব হবে । ক্যাম্পাসের গেটে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহারের পরিকাঠামো রয়েছে কি না, তাও দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ইউজিসির পর যাদবপুরে ইসরো, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভাবনা

এর পাশাপাশি ভিডিয়ো অ্যানালিটিক্স ও টার্গেট ফিক্সিংয়ের পরিবেশ আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখেন ইসরোর প্রতিনিধিরা । তাঁদের রিপোর্ট জমা পড়বে ইসরোর মূল অফিসে । তারপরেই প্রস্তাবগুলি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে ।

উল্লেখ্য, ইসরোর প্রতিনিধি দল যাদবপুরে আসার আগেই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে যায় ইউজিসি-র প্রতিনিধি দল ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: মঙ্গলবারের পর বুধবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখল ইসরোর প্রতিনিধিদল । এ দিন ইসরোর দুই প্রতিনিধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশাপাশি হস্টেলও পরিদর্শন করেন । পাঁচটি গেট-সহ বিশ্ববিদ্যালয়ের মূল জায়গাগুলি পরিদর্শন করেন তাঁরা । এমনকী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে নিউ বয়েজ হস্টেল ও গার্লস হস্টেল রয়েছে সেখানেও যান তাঁরা ।

বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের পর ইসরোর প্রতিনিধিরা যান মেইন হস্টেলে । যেখানে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের দেহ পাওয়া গিয়েছিল, সেই জায়গাও দেখেন তাঁরা ৷ এর পাশাপাশি এ2 ব্লকও ঘুরে দেখেন ইসরোর প্রতিনিধিরা । ইসরোর দুই প্রতিনিধির সঙ্গে এ দিন ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য । তাছাড়াও বিভাগের বিভিন্ন অধ্যাপক এবং আধিকারিকরাও নানা কাজে সাহায্য করেন ইসরোর প্রতিনিধিদের ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, হস্টেলে ফেসিয়াল রেকগনাইজ প্রযুক্তি লাগানো সম্ভব কি না তা খতিয়ে দেখছে ইসরো । তার সঙ্গে হস্টেলে থাকা পড়ুয়াদের ডেটাবেস তৈরির জন্য ক্লাউড তৈরি করা সম্ভবনা আছে কি না তাও দেখা হচ্ছে । ফেসিয়াল রেকগনাইজ প্রযুক্তির সাহায্যে বহিরাগতদের শনাক্ত করা সম্ভব হবে । ক্যাম্পাসের গেটে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহারের পরিকাঠামো রয়েছে কি না, তাও দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ইউজিসির পর যাদবপুরে ইসরো, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভাবনা

এর পাশাপাশি ভিডিয়ো অ্যানালিটিক্স ও টার্গেট ফিক্সিংয়ের পরিবেশ আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখেন ইসরোর প্রতিনিধিরা । তাঁদের রিপোর্ট জমা পড়বে ইসরোর মূল অফিসে । তারপরেই প্রস্তাবগুলি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে ।

উল্লেখ্য, ইসরোর প্রতিনিধি দল যাদবপুরে আসার আগেই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে যায় ইউজিসি-র প্রতিনিধি দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.