কলকাতা, 10 জুলাই : ইসকনের (ISKCON) রথযাত্রা এবার 50 বছরে পা রাখতে চলেছে । করোনা আবহে রথযাত্রার স্বর্ণ জয়ন্তী উপলক্ষে তাই বিশেষ উদ্যোগ নিতে চলেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ISKCON) কলকাতা শাখা । তবে এবারেও অনাড়ম্বর ও জাঁকজমকহীন হবে রথযাত্রা । জানালেন ইসকনের কলকাতা শাখার সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস।
12 জুলাই, সোমবার রথযাত্রা । গতবছরের যেমন জৌলুসহীনভাবে পালন করা হয়েছিল রথযাত্রা, এবারেও হবে তেমন ভাবেই । করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হলেও জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে ও সামাজিক দূরত্বকে বজায় রেখে এবারেও অনলাইনেই জগন্নাথদেব দর্শন করার আবেদন জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ । দর্শনার্থীদের জন্য অনলাইন ও ফেসবুক লাইভের মাধ্যমে দর্শনের ব্যবস্থা করা হয়েছে ।
ইসকনের কলকাতা শাঁখার তরফে রাধারমণ দাস বলেন যে, "প্রতিবছর রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ দর্শনার্থী ও ভক্তদের সমাগম হয় । এবার আমাদের রথযাত্রার স্বর্ণ জয়ন্তী । তাই এই বছরের উৎসবের পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল । তবে এই সঙ্কটময় পরিস্থিতিতে আর কিছুই করা সম্ভব নয় । তাই রথযাত্রা হবে মন্দিরের ভেতরেই ।"
রথযাত্রার দিন দুপুর 12 টার সময় অ্যালবার্ট রোডের মন্দির থেকে 22 নম্বর গুরুসদয় রোডের ইসকন হাউজ়ে নিয়ে যাওয়া হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে । 20 জুলাই বিকেল পর্যন্ত সেখানেই থাকবেন তারা । করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে উপস্থিত থাকতে না পারলেও, জগন্নাথ দেবের উদ্দেশে ভোগ ও পূজার্চনা পাঠাবেন।
আরও পড়ুন : রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও
রথযাত্রার দিন বেলা 12টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য ভোগ ও পূজা পাঠাবেন । পূজার্চনার পর মাসির বাড়ির জন্য রওনা দেবে । তাঁদের যে গাড়িতে নিয়ে যাওয়া হবে তার সঙ্গে থাকবে আরও 15টি গাড়ির একটি কনভয় । এছাড়াও থাকবে কলকাতা পুলিশের পাইলট কার । আবার উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে বিকেল পাঁচটার সময় রথ রওনা দেবে অ্যালবার্ট রোডের মন্দিরের উদ্দেশে ।