ETV Bharat / state

Abbas Siddiqui: বনগাঁয় আব্বাস সিদ্দিকীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, মামলা হাইকোর্টে - সভার অনুমতি দিচ্ছে না পুলিশ

আগামী 30 নভেম্বর উত্তর 24 পরগনার (North 24 Parganas) বনগাঁর গোপালনগরে আব্বাস সিদ্দিকীর সভা ৷ অভিযোগ, সেই সভার অনুমতি দিচ্ছে না পুলিশ ৷ তাই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা ৷

isf-leader-abbas-siddiqui-disallowed-to-conduct-meeting-in-bongaon-by-police-moves-calcutta-high-court
Abbas Siddiqui: বনগাঁয় আব্বাস সিদ্দিকীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, মামলা হাইকোর্টে
author img

By

Published : Nov 21, 2022, 8:06 PM IST

কলকাতা, 21 নভেম্বর: আইএসএফ (ISF) নেতা আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা ৷

অভিযোগ, উত্তর 24 পরগনার (North 24 Parganas) বনগাঁর গোপালনগরে আব্বাস সিদ্দিকীর সভার অনুমতি দেয়নি পুলিশ । অনুমতি দিচ্ছে না স্থানীয় পুলিশ-প্রশাসন । মামলাকারীর বক্তব্য, যাঁর জমিতে সভা হবে, তিনি অনুমতি দিলেও 30 নভেম্বর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ । মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

এই অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জমা পড়ে হাইকোর্টে । সোমবার মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । মামলার শুনানি হবে আগামী 23 নভেম্বর ।

উল্লেখ্য, ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকী গত বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বামেদের সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন । কিন্তু তাঁর রাজনৈতিক সভায় যেভাবে জনসমাগম হতে দেখা গিয়েছিল, ভোট বাক্সে তেমন প্রভাব পড়েনি । অভিযোগ, রাজ্যের শাসক দলের রোষের মুখে পড়েন তিনি । নির্বাচনে তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় আসার পর থেকেই আব্বাস সিদ্দিকীকে নানা ভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে ৷

অন্যদিকে বাম (Left Front) ও কংগ্রেসের (Congress) জোট করে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল আব্বাস সিদ্দিকীর আইএসএফ ৷ ভোটে বাম ও কংগ্রেসকে শূন্যহাতে ফিরতে হলেও আইএসএফের একজন প্রার্থী জিতেছেন ৷ ভাঙড় থেকে জেতেন জোটের প্রার্থী নওশাদ সিদ্দিকী ৷

আরও পড়ুন: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল

কলকাতা, 21 নভেম্বর: আইএসএফ (ISF) নেতা আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা ৷

অভিযোগ, উত্তর 24 পরগনার (North 24 Parganas) বনগাঁর গোপালনগরে আব্বাস সিদ্দিকীর সভার অনুমতি দেয়নি পুলিশ । অনুমতি দিচ্ছে না স্থানীয় পুলিশ-প্রশাসন । মামলাকারীর বক্তব্য, যাঁর জমিতে সভা হবে, তিনি অনুমতি দিলেও 30 নভেম্বর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ । মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

এই অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জমা পড়ে হাইকোর্টে । সোমবার মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । মামলার শুনানি হবে আগামী 23 নভেম্বর ।

উল্লেখ্য, ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকী গত বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বামেদের সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন । কিন্তু তাঁর রাজনৈতিক সভায় যেভাবে জনসমাগম হতে দেখা গিয়েছিল, ভোট বাক্সে তেমন প্রভাব পড়েনি । অভিযোগ, রাজ্যের শাসক দলের রোষের মুখে পড়েন তিনি । নির্বাচনে তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় আসার পর থেকেই আব্বাস সিদ্দিকীকে নানা ভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে ৷

অন্যদিকে বাম (Left Front) ও কংগ্রেসের (Congress) জোট করে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল আব্বাস সিদ্দিকীর আইএসএফ ৷ ভোটে বাম ও কংগ্রেসকে শূন্যহাতে ফিরতে হলেও আইএসএফের একজন প্রার্থী জিতেছেন ৷ ভাঙড় থেকে জেতেন জোটের প্রার্থী নওশাদ সিদ্দিকী ৷

আরও পড়ুন: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.