ETV Bharat / state

পামেলা বিজেপিতে আসার পরেই কি মাদককাণ্ডে আলোকপাত লালবাজারের ?

অনেকে মনে করছেন, বিজেপিতে যোগদানের পর পর রাকেশ সিং এবং পামেলার মধ্যে মাদক কারবারের যে লেনদেন চলত তার ওপর আলোকপাত করে কলকাতা পুলিশ ।

পামেলা গোস্বামী মাদক মামলা
ছবি
author img

By

Published : Mar 13, 2021, 3:29 PM IST

কলকাতা, 13 মার্চ :পামেলা গোস্বামী ও রাকেশ সিংয়ের যোগাযোগ ঠিক কবে থেকে ? তদন্তে নেমে সেই প্রশ্নই আসছে তদন্তকারীদের কাছে । তবে সঠিক যোগাযোগের দিন এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে । একটি মহলের দাবি, রাকেশ সিং এবং পামেলা গোস্বামী বিজেপিতে যোগদানের পরে মাদক কাণ্ডে আলোকপাত করেছে লালবাজার ।

এক্ষেত্রে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অনুমান বিজেপিতে যোগদানের আগেই রাকেশ সিং এবং পামেলা গোস্বামীর যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগ থেকেই মাদক কারবার শুরু বলে অনুমান করছেন লালবাজারের গোয়েন্দারা ।

সম্প্রতি পামেলা গোস্বামীকে নিউ আলিপুর থেকে গ্রেফতারের পরপরই পামেলার পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁরা কলকাতা পুলিশের তৎকালীন নগরপালকে একটি চিঠি লিখেছিলেন ।সেই চিঠিতে বিস্তারিতভাবে বলা ছিল পামেলা গোস্বামী মাদক আসক্ত । কে বা কারা তাঁকে মাদক সরবরাহ করছে সেটা যাতে পুলিশ আলোকপাত করে । কিন্তু পামেলার পরিবারের অভিযোগ সেই সময় পুলিশকে এমনকি খোদ কলকাতা পুলিশের তৎকালীন নগরপালকে চিঠি দেওয়ার পরেও এই ঘটনার তদন্ত বিন্দুমাত্র এগোয়নি ।

আরও পড়ুন : রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

এখানেই একটি প্রশ্ন উঠছে ৷ এরপর যখন পামেলা গোস্বামী বিজেপিতে যোগদান করল তার পরপরই দেখা গেল রাকেশ সিং এবং পামেলা গোস্বামীর মধ্যে মাদক লেনদেন কারবারে আলোকপাত করতে শুরু করল লালবাজার । আর এরপরই নিউ আলিপুর এলাকা থেকে গ্রেফতার হলেন পামেলা গোস্বামী এবং তার একজন বন্ধু । লালবাজারের অভিযোগ ছিল ঘটনার দিন পামেলার গাড়ি থেকে কোকেন উদ্ধার হয় ৷ এই মাদক তাঁর কাছে কীভাবে এল তা জানার চেষ্টা করেন লালবাজারে দুঁদে গোয়েন্দারা ।

তদন্তে যখন পামেলা গোস্বামী পুলিশের কাছে একাধিকবার রাকেশ সিংয়ের নাম নেয়, তার পরেই দেখা যায় রাকেশ সিংকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । এর থেকেই অনেকে মনে করছেন, বিজেপিতে যোগদানের পর পর রাকেশ সিং এবং পামেলার মধ্যে মাদক কারবারের যে লেনদেন চলত তার ওপর আলোকপাত করে কলকাতা পুলিশ । পাশাপাশি পামেলা গোস্বামী বিজেপিতে যোগদানের আগেও যে ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছিলেন এবং মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে মনে করছেন অনেকে ৷

কলকাতা, 13 মার্চ :পামেলা গোস্বামী ও রাকেশ সিংয়ের যোগাযোগ ঠিক কবে থেকে ? তদন্তে নেমে সেই প্রশ্নই আসছে তদন্তকারীদের কাছে । তবে সঠিক যোগাযোগের দিন এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে । একটি মহলের দাবি, রাকেশ সিং এবং পামেলা গোস্বামী বিজেপিতে যোগদানের পরে মাদক কাণ্ডে আলোকপাত করেছে লালবাজার ।

এক্ষেত্রে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অনুমান বিজেপিতে যোগদানের আগেই রাকেশ সিং এবং পামেলা গোস্বামীর যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগ থেকেই মাদক কারবার শুরু বলে অনুমান করছেন লালবাজারের গোয়েন্দারা ।

সম্প্রতি পামেলা গোস্বামীকে নিউ আলিপুর থেকে গ্রেফতারের পরপরই পামেলার পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁরা কলকাতা পুলিশের তৎকালীন নগরপালকে একটি চিঠি লিখেছিলেন ।সেই চিঠিতে বিস্তারিতভাবে বলা ছিল পামেলা গোস্বামী মাদক আসক্ত । কে বা কারা তাঁকে মাদক সরবরাহ করছে সেটা যাতে পুলিশ আলোকপাত করে । কিন্তু পামেলার পরিবারের অভিযোগ সেই সময় পুলিশকে এমনকি খোদ কলকাতা পুলিশের তৎকালীন নগরপালকে চিঠি দেওয়ার পরেও এই ঘটনার তদন্ত বিন্দুমাত্র এগোয়নি ।

আরও পড়ুন : রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

এখানেই একটি প্রশ্ন উঠছে ৷ এরপর যখন পামেলা গোস্বামী বিজেপিতে যোগদান করল তার পরপরই দেখা গেল রাকেশ সিং এবং পামেলা গোস্বামীর মধ্যে মাদক লেনদেন কারবারে আলোকপাত করতে শুরু করল লালবাজার । আর এরপরই নিউ আলিপুর এলাকা থেকে গ্রেফতার হলেন পামেলা গোস্বামী এবং তার একজন বন্ধু । লালবাজারের অভিযোগ ছিল ঘটনার দিন পামেলার গাড়ি থেকে কোকেন উদ্ধার হয় ৷ এই মাদক তাঁর কাছে কীভাবে এল তা জানার চেষ্টা করেন লালবাজারে দুঁদে গোয়েন্দারা ।

তদন্তে যখন পামেলা গোস্বামী পুলিশের কাছে একাধিকবার রাকেশ সিংয়ের নাম নেয়, তার পরেই দেখা যায় রাকেশ সিংকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । এর থেকেই অনেকে মনে করছেন, বিজেপিতে যোগদানের পর পর রাকেশ সিং এবং পামেলার মধ্যে মাদক কারবারের যে লেনদেন চলত তার ওপর আলোকপাত করে কলকাতা পুলিশ । পাশাপাশি পামেলা গোস্বামী বিজেপিতে যোগদানের আগেও যে ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছিলেন এবং মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে মনে করছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.