কলকাতা, 13 মে : করোনার প্রথম ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ বেশীরভাগ রাজ্যে সংক্রমণ রুখতে লকডাউন লাগু হয়েছে ৷ পাশপাশি একাধিক বেসরকারি অফিসে চলছে 'ওয়ার্ক ফ্রম হোম' ৷ এবার সেই 'ওয়ার্ক ফ্রম হোমের ' একঘেঁয়েমি কাটাতে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) নিয়ে এল 'ওয়ার্ক ফ্রম হোটেল ' এর পরিকল্পনা ৷
সংক্রমণের কারণে এমনিতেই যাত্রী সংখ্যা একেবারে নেই বললেই চলে। তাই ব্যবসার হাল ফেরাতে ও বিলাসবহুল হোটেলে মন ভালো করা কাজের পরিবেশ দিতে আইআরসিটিসি নিয়ে এল এই নতুন পরিষেবা ৷ অফিসের কাজ তার মতোই চলবে। তবে বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে নয় ৷ কেরলের সুন্দর ও পরিছন্ন হোটেলের কামরায় বসে।
এই প্যাকেজের তালিকায় কেরলের যে স্থানগুলির নাম রয়েছে সেগুলি হল- মুন্নার, থেককাডি, কুমারাকম, মারারি (এলাপি) ,কোভালাম, ওয়েনাড ও কোচি। প্রত্যেকটি জায়গায় বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলের নামের তালিকা থাকছে ৷ যেখান থেকে পর্যটকরা নিজেদের পছন্দমতো যেকোনও একটি হোটেল বেছে নিতে পারবে ৷ এটি পাঁচ রাতের প্যাকেজ।
আরও পড়ুন : জান বাজি রেখে লড়ব, মন্ত্রীর কুর্শিতে বসে বার্তা মনোজের
আইআরসিটিসি সূত্রে খবর, তিনজনের জন্য খরচ পড়বে 10 হাজার 126 টাকা। সংক্রমনের কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে ডিসইনফেক্টেড বা স্যানিটাইজিড হোটেল ঘর। সঙ্গে থাকছে তিনটি করে মিল, দিনে দুবার চা বা কফি, ওয়াইফাই, ট্রাভেল ইন্সুরেন্স ৷ নিজস্ব গাড়িতে করে ঘুরলে আলাদা গাড়ি রাখার ব্যবস্থাও থাকছে ।
পর্যটকরা অনলাইনে প্যাকেজ বুক করতে পারেন । অনলাইনে বুক করতে হলে www.irctctourism.com ওয়েবসাইটে ভিজ়িট করতে হবে ৷ তাছাড়াও আইআরসিটিসি-র অ্যাপেও এই প্যাকেজের বিবরন থাকবে ৷