কলকাতা , 20 সেপ্টেম্বর : ফের কোরোনার থাবা লালবাজারে ৷ এবার কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ৷ কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন নগরপাল অনুজ শর্মা ৷ এখন তিনি অনেকটাই সুস্থ ৷ ঘনিষ্ঠ মহল জানাচ্ছে কোরোনা জয়ের পথে রয়েছেন তিনি । এর মধ্যেই আবার গোয়েন্দা প্রধানের আক্রান্ত হওয়ার খবর আসে ৷ আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান IPS অফিসার মুরলীধর শর্মা ETV ভারতকে জানিয়েছেন , চলতি সপ্তাহে তিনি অসুস্থ বোধ করেন । শুক্রবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে । সেই কারণেই বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শ মেনেই চিকিৎসা চালাচ্ছেন তিনি । তাঁকে নিয়ে কলকাতা পুলিশের তিন শীর্ষ কর্তার কোভিড রিপোর্ট পজ়িটিভ এল। লালবাজারের শীর্ষ পুলিশকর্তাদের মধ্যে প্রথম সংক্রমিত হন যুগ্ম-কমিশনার সদর শুভংকর সিনহা সরকার । তিনি অবশ্য সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন । ফের লড়াই চালাচ্ছেন সামনের সারিতে দাঁড়িয়ে । সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন নগরপাল অনুজ শর্মা । তিনিও এখন অনেকটাই সুস্থ ।
গোয়েন্দা প্রধান আপাতত বিশ্রামে যাওয়ায় সাময়িকভাবে তাঁর দায়িত্বে আনা হয়েছে যুগ্ম কমিশনার ট্র্যাফিক সন্তোষ পান্ডেকে ।