ETV Bharat / state

অপছন্দের তালিকায় ফেসবুক; ইতিহাস নিয়ে এগোতে চায় CBSE-র রাজ্যে সম্ভাব‍্য প্রথম - kolkata

পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস । প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৯৩ । হিউম্যানিটিজ় নিয়ে পড়াশোনা করেছে সে । ETV ভারতের মুখোমুখি হয়ে বহু প্রশ্নের উত্তর দিল ।

দেবাঞ্জন দাস
author img

By

Published : May 3, 2019, 4:01 AM IST

Updated : May 3, 2019, 4:28 AM IST

কলকাতা, ৩ মে : প্রকাশিত হয়েছে CBSC-র দ্বাদশ শ্রেণির ফলাফল । পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস । প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৯৩ । শুধু পশ্চিমবঙ্গ নয়, ৯৮.৬ শতাংশ পেয়ে CBSC ইস্টার্ন রিজিয়নে (পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের একাংশ) দেবাঞ্জন প্রথম বলে জানাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ।

রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় অশোক হল গার্লস হাইস্কুলের শিখা মাহেশ্বরী । প্রাপ্ত নম্বর ৪৯১ । সম্ভাব্য তৃতীয় স্থানে রয়েছে মডেল স্কুল দুর্গাপুরের হেম শীলা ও GB বিদ্যামন্দির সল্টলেকের সৌম্যদীপ ভট্টাচার্য । তাদের প্রাপ্ত নম্বর ৪৯০ ।

দেবাঞ্জন হিউম্যানিটিজ় নিয়ে পড়াশোনা করেছে । ETV ভারতের মুখোমুখি হয়ে বহু প্রশ্নের উত্তর দিল সে ।

প্রশ্ন : শুধু পশ্চিমবঙ্গে নয়, ইস্টার্ন রিজিয়নে প্রথম । কেমন লাগছে?

উত্তর : দেখুন, এটা আনএক্সপেক্টেড তো বটেই । তার উপর এত নম্বর পাব কোনদিনও আশাই করিনি । খুবই আনএক্সপেক্টেড ব্যাপার । খুশি তো বটেই ।

প্রশ্ন : এই সাফল্যের পিছনে কাকে ক্রেডিট দেবে?

উত্তর : একজনকে তো দেওয়া যায় না । ফ‍্যামিলি বলুন, স্কুল বলুন, টিউশন, টিচার্সরা বলুন, বন্ধুরা সকলেই সাহায‍্য করেছে । একটু একটু সকলেই নিজেদের মতো সাহায্য করেছেন । সকলেরই ক্রেডিট ।

প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে?

উত্তর : সেরকম ফিক্সড স্ট্র্যাটেজি বলতে কিছু ছিল না । খুব রিডিং পড়তাম। NCERT-র বইগুলো রিডিং পড়তাম । কোয়েশ্চেন পেপার সলভ করতাম। পুরোনো বছরেরগুলো সলভ করেছি প্রচুর । তবে ফিক্সড আওয়ার মেনে পড়তাম না । যেটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম।

প্রশ্ন : পড়াশোনার পাশাপাশি নিজের হবিকে কতটা সময় দিতে পারতে?

উত্তর : স্পোর্টস বলুন বা নাচ, গান, আঁকায় খুব একটা ইন্টারেস্ট কোনওদিনই ছিল না । নানা রকম বই পড়তে বেশি ভালো লাগে। বই পড়াটাকেই একমাত্র হবি বলা যায় । এছাড়া, কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, নিউজ় বলুন, অনলাইন নিউজের ট্র্যাক রাখতাম । পলিটিকসের খুব ভালো খবর রাখি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশ্ন : প্রিয় লেখক কে?

উত্তর : জে কে রাওলিং।

প্রশ্ন : ইন্টারনেট সার্ফিং বা সোশাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ ছিলে?

উত্তর : সোশাল মিডিয়ায় আমার ফেসবুক, ইনস্টাগ্রাম নেই । তবে, হোয়াইসঅ্যাপ হেল্প করত। কিছু বুঝতে পারছি না পড়তে পড়তে বা কিছু ইনফরমেশন দরকার সেটা বন্ধুদের থেকে পেয়ে যেতাম । ওদের সঙ্গে কথা বললেও ভালো লাগে মাঝে মধ্যে । ইন্টারনেটটাও একইভাবে কাজে লাগে‌ । পড়তে পড়তে কিছু বুঝতে না পারলে ইন্টারনেট কাজে আসে । তারপর পড়ার ফাঁকে সিনেমা দেখা, গান শোনার জন্যও ইন্টারনেটটা আমার খুব কাজে এসেছে ।

প্রশ্ন : হিউম্যানিটিজ় স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছ । কোন কোন বিষয় ছিল ? আর সবথেকে পছন্দের বিষয় কোনটা ?

উত্তর : ইংলিশ, ইতিহাস, পলিটিকাল সায়েন্স, সাইকোলজি ও লিগ‍্যাল স্টাডিজ় । পছন্দের বিষয় ইতিহাস আর পলিটিকাল সায়েন্স।

প্রশ্ন : ভবিষ্যতে কোন পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করবে ?

উত্তর : ইতিহাস নিয়েই এগোতে চাই । আপাতত ব্যাচেলরস্ করতে চাই । তারপর মাস্টার্স পর্যন্ত তো পড়বই সিওর । নিজে সেটা জানি । তারপরে আরও হায়ার স্টাডিজ় করব কি না সেটা নিয়ে এখনও কোনও পরিকল্পনা করিনি ।

প্রশ্ন : কোথায় করতে চাও উচ্চশিক্ষা ?

উত্তর : দিল্লি ইউনিভার্সিটি । আমার প্রথম পছন্দ সেন্ট স্টিফেন্স কলেজ । দেখা যাক ।

কলকাতা, ৩ মে : প্রকাশিত হয়েছে CBSC-র দ্বাদশ শ্রেণির ফলাফল । পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস । প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৯৩ । শুধু পশ্চিমবঙ্গ নয়, ৯৮.৬ শতাংশ পেয়ে CBSC ইস্টার্ন রিজিয়নে (পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের একাংশ) দেবাঞ্জন প্রথম বলে জানাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ।

রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় অশোক হল গার্লস হাইস্কুলের শিখা মাহেশ্বরী । প্রাপ্ত নম্বর ৪৯১ । সম্ভাব্য তৃতীয় স্থানে রয়েছে মডেল স্কুল দুর্গাপুরের হেম শীলা ও GB বিদ্যামন্দির সল্টলেকের সৌম্যদীপ ভট্টাচার্য । তাদের প্রাপ্ত নম্বর ৪৯০ ।

দেবাঞ্জন হিউম্যানিটিজ় নিয়ে পড়াশোনা করেছে । ETV ভারতের মুখোমুখি হয়ে বহু প্রশ্নের উত্তর দিল সে ।

প্রশ্ন : শুধু পশ্চিমবঙ্গে নয়, ইস্টার্ন রিজিয়নে প্রথম । কেমন লাগছে?

উত্তর : দেখুন, এটা আনএক্সপেক্টেড তো বটেই । তার উপর এত নম্বর পাব কোনদিনও আশাই করিনি । খুবই আনএক্সপেক্টেড ব্যাপার । খুশি তো বটেই ।

প্রশ্ন : এই সাফল্যের পিছনে কাকে ক্রেডিট দেবে?

উত্তর : একজনকে তো দেওয়া যায় না । ফ‍্যামিলি বলুন, স্কুল বলুন, টিউশন, টিচার্সরা বলুন, বন্ধুরা সকলেই সাহায‍্য করেছে । একটু একটু সকলেই নিজেদের মতো সাহায্য করেছেন । সকলেরই ক্রেডিট ।

প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে?

উত্তর : সেরকম ফিক্সড স্ট্র্যাটেজি বলতে কিছু ছিল না । খুব রিডিং পড়তাম। NCERT-র বইগুলো রিডিং পড়তাম । কোয়েশ্চেন পেপার সলভ করতাম। পুরোনো বছরেরগুলো সলভ করেছি প্রচুর । তবে ফিক্সড আওয়ার মেনে পড়তাম না । যেটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম।

প্রশ্ন : পড়াশোনার পাশাপাশি নিজের হবিকে কতটা সময় দিতে পারতে?

উত্তর : স্পোর্টস বলুন বা নাচ, গান, আঁকায় খুব একটা ইন্টারেস্ট কোনওদিনই ছিল না । নানা রকম বই পড়তে বেশি ভালো লাগে। বই পড়াটাকেই একমাত্র হবি বলা যায় । এছাড়া, কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, নিউজ় বলুন, অনলাইন নিউজের ট্র্যাক রাখতাম । পলিটিকসের খুব ভালো খবর রাখি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশ্ন : প্রিয় লেখক কে?

উত্তর : জে কে রাওলিং।

প্রশ্ন : ইন্টারনেট সার্ফিং বা সোশাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ ছিলে?

উত্তর : সোশাল মিডিয়ায় আমার ফেসবুক, ইনস্টাগ্রাম নেই । তবে, হোয়াইসঅ্যাপ হেল্প করত। কিছু বুঝতে পারছি না পড়তে পড়তে বা কিছু ইনফরমেশন দরকার সেটা বন্ধুদের থেকে পেয়ে যেতাম । ওদের সঙ্গে কথা বললেও ভালো লাগে মাঝে মধ্যে । ইন্টারনেটটাও একইভাবে কাজে লাগে‌ । পড়তে পড়তে কিছু বুঝতে না পারলে ইন্টারনেট কাজে আসে । তারপর পড়ার ফাঁকে সিনেমা দেখা, গান শোনার জন্যও ইন্টারনেটটা আমার খুব কাজে এসেছে ।

প্রশ্ন : হিউম্যানিটিজ় স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছ । কোন কোন বিষয় ছিল ? আর সবথেকে পছন্দের বিষয় কোনটা ?

উত্তর : ইংলিশ, ইতিহাস, পলিটিকাল সায়েন্স, সাইকোলজি ও লিগ‍্যাল স্টাডিজ় । পছন্দের বিষয় ইতিহাস আর পলিটিকাল সায়েন্স।

প্রশ্ন : ভবিষ্যতে কোন পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করবে ?

উত্তর : ইতিহাস নিয়েই এগোতে চাই । আপাতত ব্যাচেলরস্ করতে চাই । তারপর মাস্টার্স পর্যন্ত তো পড়বই সিওর । নিজে সেটা জানি । তারপরে আরও হায়ার স্টাডিজ় করব কি না সেটা নিয়ে এখনও কোনও পরিকল্পনা করিনি ।

প্রশ্ন : কোথায় করতে চাও উচ্চশিক্ষা ?

উত্তর : দিল্লি ইউনিভার্সিটি । আমার প্রথম পছন্দ সেন্ট স্টিফেন্স কলেজ । দেখা যাক ।

Intro:কলকাতা, 2 মে: আজ প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস তার প্রাপ্ত নম্বর 500 তে 493। শুধু পশ্চিমবঙ্গের নয়। 98.6 শতাংশ নম্বর পেয়ে দেবাঞ্জন সিবিএসসি ইস্টার্ন রিজিয়ন পশ্চিমবঙ্গ ওড়িশা ঝারখান্ড এবং ছত্রিশগড়ের একটা অংশ প্রথম বলে জানাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল পছন্দের বিষয় ইতিহাস নিয়ে উচ্চশিক্ষায় যাবেন বলে জানাচ্ছেন দেবাঞ্জন। রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় অশোক হল গার্লস হাইস্কুলের শিখা মাহেশ্বরি। তার প্রাপ্ত নম্বর 500 তে 491। রাজি সম্ভাব্য তৃতীয় স্থানে রয়েছেন হেম শীলা মডেল স্কুল দুর্গাপুর ও ভবন এর জিবি বিদ্যামন্দির সল্টলেকের সৌম্যদীপ ভট্টাচার্য। তাদের প্রাপ্ত নম্বর 500 তে 490।




Body:সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র দেবাঞ্জন দাস হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করেছেন। ETV Bharat-এর মুখোমুখি হয়ে বহু প্রশ্নের উত্তর দিলেন তিনি।

প্র: শুধু পশ্চিমবঙ্গে নয়, ইস্টার্ন রিজিওনে প্রথম কেমন লাগছে?
উ: দেখুন, এটা আনএক্সপেক্টেড তো বটেই। আজ রেজাল্ট বেরোনোর তো কোন কথাই ছিল না। তার উপর এত নম্বর পাব কোনদিনও আশাই করিনি। খুবই আনএক্সপেক্টেড ব্যাপার। খুশি তো বটেই।


প্র: এই সাফল্যের পিছনে কাকে ক্রেডিট দেবেন?
উ: একজনকে তো দেওয়া যায় না। ফ‍্যামিলি বলুন, স্কুল বলুন, টিউশন টিচার্সরা বলুন, বন্ধুরা সকলেই সাহায‍্য করেছে। একটু একটু, অল্প অল্প সকলেই নিজেদের মতো সাহায্য করেছেন। সকলেরই ক্রেডিট।

প্র: প্রস্তুতি কীভাবে নিয়েছিলেন?
উ: ওরম কোনও ফিক্সড স্ট্র্যাটেজি বলতে কিছু ছিল না। খুব রিডিং পড়তাম। NCERT-র বইগুলো রিডিং পড়তাম। কোয়েস্টেন পেপার সলভ করতাম। পুরনো বছরের সেগুলো সলভ করেছি প্রচুর। তারপর ফিক্সড আওয়ার মেনে পড়তাম না। যে 8 ঘন্টা বা 12 ঘন্টা পড়তে হবে। যেটুকু সময় পড়তাম ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তাম।

প্র: পড়াশোনার পাশাপাশি নিজের হবিকে কতটা সময় দিতে পারতেন?
উ: স্পোর্টস বলুন বা নাচ, গান, আঁকায় খুব একটা ইনট্রেস্ট কোনওদিনই ছিল না। বই পড়তে, নানা রকম বই পড়তে বেশ ভালো লাগে। বই পড়াটাকেই একমাত্র হবি হিসেবে বলা যায়। এ ছাড়া, কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, নিউজ বলুন, অনলাইন নিউজের ট্র‍্যাক রাখতাম। পলিটিকসের খুব ভালো ট্র‍্যাক রাখি।

প্র: সবথেকে ফেভারিট লেখক কে?
উ: জে কে রাওলিং।

প্র: ইন্টারনেট সার্ফিং বা সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ ছিলেন?
উ: সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুক, ইনস্টাগ্রাম নেই। তবে, হোয়াইসঅ্যাপে হেল্প করত। দারুন কিছু বুঝতে পারছি না পড়তে পড়তে বা কিছু ইনফর্মেশন দরকার সেটা বন্ধুদের থেকে পেয়ে যায়। ওদের সঙ্গে কথা বললেও ভালো লাগে মাঝে মধ্যে। ইন্টারনেটটাও একইভাবে কাজে লাগে‌। পড়তে পড়তে কিছু বুঝতে না পারলে ইন্টারনেট কাজে আসে। তারপর পড়ার ফাঁকে সিনেমা দেখা গান শোনার জন্যও ইন্টারনেটটা আমার খুব কাজে এসেছে।

প্র: হিউম্যানিটিস স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছ। কোন কোন বিষয় ছিল? আর সবথেকে পছন্দের বিষয় কোনটা?
উ: ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, সাইকোলজি ও লিগ‍্যাল স্টাডিজ। পছন্দের বিষয় হিস্ট্রি আর পল সায়েন্স।

প্র: ভবিষ্যতে কোন পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করবেন?
উ: হিস্ট্রি নিয়েই এগোতে চাই। আপাতত ব্যাচেলর করতে চাই। তারপর মাস্টার্স পর্যন্ত তো পড়বই সিওর। নিজে সেটা জানি। তারপরে আরো হায়ার স্টাডিজ করব কিনা সেটা নিয়ে এখনও কোনও পরিকল্পনা করিনি।

প্র: কোথায় করতে চান উচ্চশিক্ষা?
উ: দিল্লী ইউনিভার্সিটি। প্রিফারেবলি যদি সেন্ট স্টিফেন্স কলেজে পেয়ে যায়। দেখা যাক।



Conclusion:
Last Updated : May 3, 2019, 4:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.