কলকাতা , 21 জুন : বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। কোথাও সশরীরে, কোথাও ভার্চুয়ালি। বিশ্ববাসীর মতো যোগ দিবস পালন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ রাজভবনে মুখে মাস্ক পরে সস্ত্রীক যোগাভ্যাস করেন তিনি।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ক্রীড়া ভারতীর তরফ থেকে রাজভবনে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে রাজ্যপাল, রাজ্যপাল পত্নী সুদেশ ধনকড়সহ রাজভবনের অন্যান্য আধিকারিকরা অংশগ্রহণ করেন । যোগ দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যপাল বলেন, "যোগ অ্যাট হোম, যোগ উইথ ফ্যামিলি । যোগে অংশগ্রহণ করুন, যোগাভ্যাস করুন । যোগ করলে স্ট্রেসের হাত থেকে মুক্তি পাবেন । স্ট্রেস না থাকলে ফ্রেশ ফিল করবেন এবং তা COVID-19-এর থেকে বাঁচতে সাহায্য করবে।"