ETV Bharat / state

আগামী বছর বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ - ঘোষণা হল আগামী বছরের বইমেলার 'থিম কান্ট্রি' ।

আজ আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে ঘোষণা হল আগামী বছরের বইমেলার "থিম কান্ট্রি" ।

kolkata
কলকাতা বইমেলা
author img

By

Published : Feb 9, 2020, 11:47 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : ঘোষণা হল আগামী বছরের বইমেলার "থিম কান্ট্রি" । শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ 2020 আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে এই ঘোষণা করা হয় । আগামী বছর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে । অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই ছাত্র ।

এ'বছর বইমেলায় 25 লাখ মানুষ এসেছিল । গিল্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে । 23 কোটি টাকার বই বিক্রি হয়েছে । গতবারের তুলনায় দু'কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে । ডিজিটাল যুগেও বই বিক্রির পরিমাণ বাড়ায় খুশি গিল্ড ।

গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ডিজিটাল মিডিয়া বইয়ের বিক্রিতে কোনও বাধা নয় বরং তা বই বিক্রিতে সহযোগিতাই করেছে । বইমেলা আগামী বছরও সল্টলেকেই হতে চলেছে ।

অন্যদিকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশ্ব হিন্দু পরিষদ স্টলের সামনে আজ দুই বামপন্থী ছাত্র ব্যানার নিয়ে ছবি তুলছিলেন । তাঁদের ব্যানারে লেখা ছিল, "উই অপোজ় CAA" । হাতে ছিল জাতীয় পতাকাও । এই সময় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাঁদের বাধা দেন । ওই ছাত্রদের হাত থেকে ব্যানারটি কেড়ে নেওয়া হয় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

কলকাতা, 9 ফেব্রুয়ারি : ঘোষণা হল আগামী বছরের বইমেলার "থিম কান্ট্রি" । শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ 2020 আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে এই ঘোষণা করা হয় । আগামী বছর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে । অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই ছাত্র ।

এ'বছর বইমেলায় 25 লাখ মানুষ এসেছিল । গিল্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে । 23 কোটি টাকার বই বিক্রি হয়েছে । গতবারের তুলনায় দু'কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে । ডিজিটাল যুগেও বই বিক্রির পরিমাণ বাড়ায় খুশি গিল্ড ।

গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ডিজিটাল মিডিয়া বইয়ের বিক্রিতে কোনও বাধা নয় বরং তা বই বিক্রিতে সহযোগিতাই করেছে । বইমেলা আগামী বছরও সল্টলেকেই হতে চলেছে ।

অন্যদিকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশ্ব হিন্দু পরিষদ স্টলের সামনে আজ দুই বামপন্থী ছাত্র ব্যানার নিয়ে ছবি তুলছিলেন । তাঁদের ব্যানারে লেখা ছিল, "উই অপোজ় CAA" । হাতে ছিল জাতীয় পতাকাও । এই সময় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাঁদের বাধা দেন । ওই ছাত্রদের হাত থেকে ব্যানারটি কেড়ে নেওয়া হয় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Intro:রবিবার শেষ হল বইমেলা। আর শেষ দিনে এই ঘোষণা হল পরের বছরের থিম কান্ট্রি। জানা গেছে আগামী বছরের থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে আগামী বছর বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে প্রতিবেশী ওপার বাংলা। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।Body:এবছর বইমেলায় 25 লক্ষ মানুষ এসেছিলেন এমনটাই জানিয়েছে গিল্ড। এবছর 23 লক্ষ টাকা 23 কোটি টাকার বই বিক্রি হয়েছে ।গতবারের তুলনায় দুই কোটি টাকা বেশি বিক্রি হয়েছে। গতবার বিক্রি হয়েছিল 21 কোটি টাকার। ডিজিটাল যুগেও বই বিক্রির পরিমাণ বাড়ায় খুশি গিল্ড। গিল্ডের তরফ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান ডিজিটাল মিডিয়া বইয়ের বিক্রিতে কোনো বাধা নয় বরং ডিজিটাল মিডিয়া বই বিক্রিতে সহযোগিতা করেছে। বইমেলা আগামী বছরও সল্টলেকেই হতে চলেছে।Conclusion:অন্যদিকে শেষদিনেও অশান্তি পিছু ছাড়েনি বইমেলায়। সেধে দিনে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশ্ব হিন্দু পরিষদ স্টলের সামনে দুজন বামপন্থী ছাত্র হাতে ব্যানার নিয়ে ছবি তুলছিল। সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাদের বাধা দেয়। ওই ছাত্রদের হাত থেকে ব্যানারটি কেড়ে নেয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। বেশ কিছুক্ষণ ধরে ওই ছাত্রদের সঙ্গে হিন্দুত্ববাদী ছাত্রদের ধাক্কাধাক্কি চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.