কলকাতা, 4 এপ্রিল : বাংলাদেশি নাগরিক। অবলীলায় থাকছিল এরাজ্যে। শুধু থাকা নয়, ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট, কলিন লেন এলাকার হোটেলগুলিতে সরবরাহ করছিল নিষিদ্ধ মাদক। সেই মাদক আসছিল মায়ানমার থেকে বাংলাদেশ ঘুরে। সোর্স মারফত খবর পায় কলকাতা পুলিশ। পাতা হয় ফাঁদ। অবশেষে সেই ফাঁদে পা দিল আন্তর্জাতিক মাদক চক্রের ওই পান্ডা। তার কাছে উদ্ধার হয়েছে বেশকিছু নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম তাপস আহমেদ। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। কলকাতার কলিন লেনে থাকতে শুরু করেছিল। সেখান থেকেই বিস্তার করেছিল মাদক চক্রের জাল। মূলত কলকাতার হোটেলে থাকা বাংলাদেশিরা ছিল টার্গেট। তাদেরই বিক্রি করা হত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।
ইয়াবা মূলত তৈরি হয় মায়ানমারে। বাংলাদেশি যুবক যুবতিদের মধ্যে ওই নিষিদ্ধ মাদক বেশ জনপ্রিয়। সম্প্রতি কলকাতাতেও পার্টি ড্রাগ হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাপস কলকাতায় ঘাঁটি গাড়লেও মাঝে মধ্যেই বাংলাদেশে যেত বলে জানতে পেরেছে পুলিশ। সেখান থেকে সীমান্ত টপকে মাদক নিয়ে ঢুকত এদেশে। পুলিশ জানতে পারে পুরো চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু হোটেলের কর্মী। ওই হোটেলকর্মীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।