ETV Bharat / state

School Reopening in KMC : রাজ্যের নির্দেশের পরই পৌর প্রাথমিকে স্কুল খোলার তৎপরতা, রিপোর্ট তলব মেয়রের

রাজ্য সরকারি নির্দেশ অনুযায়ী 16 ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল ৷ নির্দেশের পরই স্কুল খোলার তৎপরতা কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলিতে (School Reopening in KMC) ৷ কীভাবে ক্লাস হবে, স্কুলগুলির বর্তমান পরিকাঠামো কী এই সব বিষয় উল্লেখ করে দু'দিনের মধ্যে মেয়রের কাছে রিপোর্ট জমার নির্দেশ ৷

School Reopening in KMC
পৌর প্রাথমিকে স্কুল খোলার তৎপরতা
author img

By

Published : Feb 15, 2022, 8:16 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : সরকারি নির্দেশিকা জারি হতেই কলকাতা কর্পোরেশনে প্রাথমিক স্কুল খোলা নিয়ে শুরু হল তৎপরতা (School Reopening in Kolkata) । বন্ধ থাকা ক্লাসরুম কী অবস্থায় রয়েছে তা দেখার নির্দেশ দেওয়া হল কলকাতা পৌরসভার তরফে । মেয়র ফিরহাদ হাকিমের কাছে স্কুল বিভাগের চিফ ম্যানেজারকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর ।

16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । সেই নির্দেশ আসার পরই সোমবার সন্ধ্যায় কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ তড়িঘড়ি ভার্চুয়ালি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে (Primary and Upper Primary School Reopening in KMC) । সেই বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দেন শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহাকে । স্কুল বিভাগের চিফ ম্যানেজারের কাছ থেকে আগামী দু'দিনের মধ্যে কলকাতা পৌরনিগমের অন্তর্গত 175টি স্কুল ভবনের পরিকাঠামোগত রিপোর্ট চেয়েছেন তিনি । স্কুলগুলি কী অবস্থায় রয়েছে, সেখানে সামাজিক দূরত্ব মেনে পড়ুয়াদের বসানো কতটা সম্ভব, স্কুলগুলোর স্যানিটাইজেশন প্রক্রিয়া কতটা শেষ হয়েছে, সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে কি না, স্কুলে পড়ুয়ারা যেখানে বসবে সেখান বেঞ্চ বা শিক্ষক-শিক্ষিকারা যেখানে বসবেন সেই টেবিল-চেয়ার ঠিকমতো রয়েছে কি না এই সব কিছুরই উল্লেখ রিপোর্টে থাকবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা পৌরনিগম এলাকায় 175টি স্কুল ভবনে সকাল-দুপুর মিলিয়ে মোট 241টি স্কুল চলে । বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি এবং ওড়িয়া মাধ্যমের স্কুল আছে । এতদিন যে সমস্ত স্কুল খুলেছে তার জন্য একটি এসওপি ছিল । এক্ষেত্রেও শিক্ষা বিভাগের রিপোর্ট দেখে এসওপি তৈরি করে সেই অনুসারে স্কুল চালু করতে পারে কলকাতা কর্পোরেশন ।

আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল

কলকাতা, 15 ফেব্রুয়ারি : সরকারি নির্দেশিকা জারি হতেই কলকাতা কর্পোরেশনে প্রাথমিক স্কুল খোলা নিয়ে শুরু হল তৎপরতা (School Reopening in Kolkata) । বন্ধ থাকা ক্লাসরুম কী অবস্থায় রয়েছে তা দেখার নির্দেশ দেওয়া হল কলকাতা পৌরসভার তরফে । মেয়র ফিরহাদ হাকিমের কাছে স্কুল বিভাগের চিফ ম্যানেজারকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর ।

16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । সেই নির্দেশ আসার পরই সোমবার সন্ধ্যায় কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ তড়িঘড়ি ভার্চুয়ালি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে (Primary and Upper Primary School Reopening in KMC) । সেই বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দেন শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহাকে । স্কুল বিভাগের চিফ ম্যানেজারের কাছ থেকে আগামী দু'দিনের মধ্যে কলকাতা পৌরনিগমের অন্তর্গত 175টি স্কুল ভবনের পরিকাঠামোগত রিপোর্ট চেয়েছেন তিনি । স্কুলগুলি কী অবস্থায় রয়েছে, সেখানে সামাজিক দূরত্ব মেনে পড়ুয়াদের বসানো কতটা সম্ভব, স্কুলগুলোর স্যানিটাইজেশন প্রক্রিয়া কতটা শেষ হয়েছে, সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে কি না, স্কুলে পড়ুয়ারা যেখানে বসবে সেখান বেঞ্চ বা শিক্ষক-শিক্ষিকারা যেখানে বসবেন সেই টেবিল-চেয়ার ঠিকমতো রয়েছে কি না এই সব কিছুরই উল্লেখ রিপোর্টে থাকবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা পৌরনিগম এলাকায় 175টি স্কুল ভবনে সকাল-দুপুর মিলিয়ে মোট 241টি স্কুল চলে । বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি এবং ওড়িয়া মাধ্যমের স্কুল আছে । এতদিন যে সমস্ত স্কুল খুলেছে তার জন্য একটি এসওপি ছিল । এক্ষেত্রেও শিক্ষা বিভাগের রিপোর্ট দেখে এসওপি তৈরি করে সেই অনুসারে স্কুল চালু করতে পারে কলকাতা কর্পোরেশন ।

আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.