কলকাতা, 12 অক্টোবর: শালবনিতে জিন্দালদের অব্যবহৃত জমিতে তৈরি হবে শিল্প পার্ক । বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এদিকে এই ঘোষণার পরই অন্য একটি বিষয়ে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে শালবনিতে ইস্পাত করাখানা তৈরির কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই শালবনিতেই শিল্প পার্ক তৈরি হচ্ছে। তবে ভারতের প্রাক্তন অধিনায়কের সেই কারখানা এই পার্কেই হবে কিনা তা স্পষ্ট নয়।
2008 সালে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের 1979 একর জমি দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার । এর মধ্যে 850 একর জমিতে সিমেন্ট কারখানা, পাওয়ার প্ল্যান্ট এবং রেলওয়ে সাইডিং তৈরি করা হয়েছে । বাকি জমি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল । অতীতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই জমি জিন্দালদের থেকে ফিরিয়ে নেবে রাজ্য সরকার । এই জমি ব্যবহৃত হবে অন্য শিল্প তৈরিতে । পরে জানা যায়, জিন্দালদের ফেরত দেওয়া জমির কিছু অংশে ইস্পাত কারখানা হবে । যদিও তারও পরে শোনা যায়, সংস্থার তরফ থেকেই জানানো হয়েছে যে, তারা ওই জমিতে শিল্প পার্ক করতে চায় ।
সম্প্রতি রাজ্য সরকার জমি নীতিতে বদল এনেছে ৷ লিজে দেওয়া জমিকে ফ্রি হোল্ড জমিতে পরিবর্তন করার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে । তারপরই জমি ফেরত দেওয়া নিয়ে আগের সিদ্ধান্তের পুনর্বিবেচনা শুরু করে জিন্দালরা । আর এ দিন ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়, শালবনিতে 1979 একর জমিতে শিল্প পার্ক গড়বে রাজ্য সরকার ।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদ বলেন, "শালবনিতে জিন্দলদের যে জমি দেওয়া আছে, তা বাদে বাকি জমিতে শিল্প পার্ক গড়ে তোলা হবে। 1979 একর জমিতে গ়ড়ে উঠবে সেই পার্ক। বাকি 132 একর জমি থাকবে বাণিজ্যিক ব্যবহারের জন্য। অন্য কোনও সংস্থার সঙ্গে যৌথভাবে এটি তৈরি হবে ।