ETV Bharat / state

দেশের প্রথম ট্রাম লাইব্রেরি, চলবে বইপাড়ার রাস্তায়

author img

By

Published : Sep 24, 2020, 9:50 PM IST

এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত রোজ যাতায়াত করবে ট্রামটি । যাত্রীরা যেতে যেতেই বই পড়তে পারবেন । দেশের প্রথম ট্রাম লাইব্রেরি এটি ।

tram libray
tram libray

কলকাতা, 24 সেপ্টেম্বর : এইবার ট্রামে যেতে যেতেই বই পড়তে পারবে শহরবাসী । কলকাতার প্রথম ট্রাম লাইব্রেরি । শুধু কলকাতা না, দেশেও এই প্রথম ! 'ট্রাম লাইব্রেরি'র টানেই হয়তো ট্রামটিতে চড়বেন অনেকেই । ধর্মতলা থেকে শ্যামবাজারের রাস্তায় পড়তে পারবেন ইচ্ছেমতো বই । আজ এই ট্রাম লাইব্রেরির উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রঞ্জনবীর সিং কাপুর ।

এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত রোজ যাতায়াত করবে ট্রামটি । যাত্রীরা তাঁদের যাত্রা পথেই ট্রামের ভিতরে গ্রন্থাগারে বই পড়তে পারবেন । চলমান গ্রন্থাগারে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন বইও । 32 টি আসনের এই এক বগি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম । দেখে মনে হবে একটা লাইব্রেরিই । বিনামূল্যে ওয়াই-ফাই ও হটস্পটের ব্যবস্থাও রয়েছে । যাত্রীরা নিজেদের স্মার্টফোনেও পড়ে নিতে পারবেন যাত্রাপথে । এসপ্ল্যানেডে অনেক আগেই উদ্বোধন হয়েছিল ট্রাম মিউজ়িয়াম । যা একটি ছোট্টো রেস্তরাঁও বটে । কিন্তু সেই রেস্তরাঁ ভ্রাম্যমান নয় । সেখানে কলকাতা ট্রামের অনেক পুরাতন তথ্য রাখা আছে । সাজানো হয়েছে সংগ্রহশালার ধাঁচে । আর এইবার ট্রামেই লাইব্রেরি ।

রঞ্জনবীর সিং কাপুর বলেন , "ধর্মতলা থেকে শ্যামবাজারের মধ্যে পড়ছে 22 টি স্টপেজ । রয়েছে কলেজ স্ট্রিটও । কলেজ স্ট্রিটকে এডুকেশন হাব বা শিক্ষার পীঠস্থান বলা হয় । তাই বইপাড়ার কথা মাথায় রেখে এবং নতুন প্রজন্মের কাছে ট্রামের সফরকে আরও বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলার জন্য এই অভিনব উদ্যোগ । "

TRAM library
বইয়ের সঙ্গেই সময়যাপন

ট্রাম লাইব্রেরিতে থাকছে বিভিন্ন ধরনের গল্পের বই । শিশু সাহিত্যের বই এবং উপন্যাসও রয়েছে । পাশাপাশি রয়েছে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও । ট্রাম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রামটির জনপ্রিয়তা দেখে ভবিষ্যতে এটিকে আরও বিস্তার করার পরিকল্পনা রয়েছে । ভবিষ্যতে এই ট্রামেই হবে নিয়মিত বই প্রকাশের অনুষ্ঠানগুলি । এছাড়াও এখানে একটি গল্প পড়ে শোনানোর আসরের পরিকল্পনা করা হয়েছে । পুজোর পরে ট্রাম সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে ।

কেমন সেই লাইব্রেরি ?

লকডাউনের মধ্যেই পুরো আয়োজন করা হয়েছে । কলকাতা ট্রাম লাইব্রেরির ভাড়া 20 টাকা । তবে বই পড়ার ক্ষেত্রে দিতে হবে না কোনও বাড়তি মূল্য । উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামে চড়লে যাত্রীদের বিনামূল্যে একটি কলম উপহার দেওয়া হবে । একবার ট্রামে উঠে পড়তে পারলে সম্পূর্ণ রাস্তাই বইয়ের সঙ্গে । থাকছে ট্রামের ভিনটেজ ছোঁয়াও । এরকম সৃষ্টিশীলতার সাক্ষীই বারবার থাকে তিলোত্তমা কলকাতা !

কলকাতা, 24 সেপ্টেম্বর : এইবার ট্রামে যেতে যেতেই বই পড়তে পারবে শহরবাসী । কলকাতার প্রথম ট্রাম লাইব্রেরি । শুধু কলকাতা না, দেশেও এই প্রথম ! 'ট্রাম লাইব্রেরি'র টানেই হয়তো ট্রামটিতে চড়বেন অনেকেই । ধর্মতলা থেকে শ্যামবাজারের রাস্তায় পড়তে পারবেন ইচ্ছেমতো বই । আজ এই ট্রাম লাইব্রেরির উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রঞ্জনবীর সিং কাপুর ।

এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত রোজ যাতায়াত করবে ট্রামটি । যাত্রীরা তাঁদের যাত্রা পথেই ট্রামের ভিতরে গ্রন্থাগারে বই পড়তে পারবেন । চলমান গ্রন্থাগারে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন বইও । 32 টি আসনের এই এক বগি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম । দেখে মনে হবে একটা লাইব্রেরিই । বিনামূল্যে ওয়াই-ফাই ও হটস্পটের ব্যবস্থাও রয়েছে । যাত্রীরা নিজেদের স্মার্টফোনেও পড়ে নিতে পারবেন যাত্রাপথে । এসপ্ল্যানেডে অনেক আগেই উদ্বোধন হয়েছিল ট্রাম মিউজ়িয়াম । যা একটি ছোট্টো রেস্তরাঁও বটে । কিন্তু সেই রেস্তরাঁ ভ্রাম্যমান নয় । সেখানে কলকাতা ট্রামের অনেক পুরাতন তথ্য রাখা আছে । সাজানো হয়েছে সংগ্রহশালার ধাঁচে । আর এইবার ট্রামেই লাইব্রেরি ।

রঞ্জনবীর সিং কাপুর বলেন , "ধর্মতলা থেকে শ্যামবাজারের মধ্যে পড়ছে 22 টি স্টপেজ । রয়েছে কলেজ স্ট্রিটও । কলেজ স্ট্রিটকে এডুকেশন হাব বা শিক্ষার পীঠস্থান বলা হয় । তাই বইপাড়ার কথা মাথায় রেখে এবং নতুন প্রজন্মের কাছে ট্রামের সফরকে আরও বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলার জন্য এই অভিনব উদ্যোগ । "

TRAM library
বইয়ের সঙ্গেই সময়যাপন

ট্রাম লাইব্রেরিতে থাকছে বিভিন্ন ধরনের গল্পের বই । শিশু সাহিত্যের বই এবং উপন্যাসও রয়েছে । পাশাপাশি রয়েছে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও । ট্রাম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রামটির জনপ্রিয়তা দেখে ভবিষ্যতে এটিকে আরও বিস্তার করার পরিকল্পনা রয়েছে । ভবিষ্যতে এই ট্রামেই হবে নিয়মিত বই প্রকাশের অনুষ্ঠানগুলি । এছাড়াও এখানে একটি গল্প পড়ে শোনানোর আসরের পরিকল্পনা করা হয়েছে । পুজোর পরে ট্রাম সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে ।

কেমন সেই লাইব্রেরি ?

লকডাউনের মধ্যেই পুরো আয়োজন করা হয়েছে । কলকাতা ট্রাম লাইব্রেরির ভাড়া 20 টাকা । তবে বই পড়ার ক্ষেত্রে দিতে হবে না কোনও বাড়তি মূল্য । উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামে চড়লে যাত্রীদের বিনামূল্যে একটি কলম উপহার দেওয়া হবে । একবার ট্রামে উঠে পড়তে পারলে সম্পূর্ণ রাস্তাই বইয়ের সঙ্গে । থাকছে ট্রামের ভিনটেজ ছোঁয়াও । এরকম সৃষ্টিশীলতার সাক্ষীই বারবার থাকে তিলোত্তমা কলকাতা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.