ETV Bharat / state

ভাইফোঁটার আনন্দে মাতলেও প্রস্তুতিতে ঢিলে দিতে চান না ঐহিকা - ঐহিকা মুখোপাধ্য়ায়

ঐহিকার ভাইবোনেরা সকলেই একত্রিত হয়েছিলেন । পারিবারিক রিইউনিয়ন দারুণভাবে উপভোগ করেছেন টেবিল টেনিস তারকা । আনন্দ উৎসব মানেই খাওয়া দাওয়ার নিয়মের দফারফা । একজন ক্রীড়াবিদের কাছে যা মূর্তিমান বেনিয়ম। কিন্তু ভাইফোঁটার দিনে নিজেকে নিয়মের বেড়াজাল থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন ঐহিকা ।

indian_table_tesnis_player_oihika_mukherjee_celebrate_the_bhai_fonta
ভাইফোটার আনন্দে মাতলেন জাতীয় টেবিল টেনিস তারকা ঐহিকা
author img

By

Published : Nov 16, 2020, 11:00 PM IST

কলকাতা, 16 নভেম্বর : ভাইফোঁটার আনন্দে মাতলেন টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্য়ায় । সোমবার ভাইফোঁটা হওয়ায় অনেকটা সময় পেয়েছিলেন ভারতীয় টেবিল টেনিস দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাছাড়া কোভিড পরিস্থিতি হওয়ায় টুর্নামেন্ট বন্ধ। ফলে অন্যান্য বছরগুলোর মত জাতীয় শিবির, টুর্নামেন্টের ব্যস্ত শিডিউল এখনও পর্যন্ত নেই। তাই এবছরের ভাইফোঁটায় বাড়িতেই ঐহিকা।

ঐহিকার ভাইবোনেরা সকলেই একত্রিত হয়েছিলেন । পারিবারিক রিইউনিয়ন দারুণভাবে উপভোগ করেছেন টেবিল টেনিস তারকা । আনন্দ উৎসব মানেই খাওয়া দাওয়ার নিয়মের দফারফা । একজন ক্রীড়াবিদের কাছে যা মূর্তিমান বেনিয়ম। কিন্তু ভাইফোঁটার দিনে নিজেকে নিয়মের বেড়াজাল থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন ঐহিকা । তাই ভাইফোঁটার আনন্দ উপভোগ করতে যাবতীয় খাবার চুটিয়ে খেয়েছেন তিনি । তবে কখনই বাঁধনছাড়া হননি। উৎসব শেষ, আগামীকাল থেকে ফের অনুশীলনে ঝাঁপিয়ে পড়তে চান তিনি । ইতিমধ্যে নিয়মিত অনুশীলন শুরু করে দিয়েছেন জাতীয় টেবিল টেনিস তারকা ৷ কোরোনা ভাইরাসের কারণে গত সাত মাস ঐহিকা তাঁর নিজের বাড়িতে । তবে বাড়িতে থাকলেও টেবিল টেনিস থেকে দূরে থাকেননি । ফিটনেস চর্চা করেছেন নিয়মিত ।

indian_table_tesnis_player_oihika_mukherjee_celebrate_the_bhai_fonta
ভাইফোটার আনন্দে মাতলেন জাতীয় টেবিল টেনিস তারকা ঐহিকা

এখন বোর্ডে নেমে দু’বেলা ঘাম ঝরাচ্ছেন ঐহিকা। সামনেই রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার তোড়জোড় । নিজেকে সেরা প্রমাণ করতে তাই ভাইফোঁটা পালনের আনন্দের পাশাপাশি টেবিল টেনিসে মন ঐহিকা মুখোপাধ্য়ায়ের । অন্যদিকে মন ভালো নেই ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাসের। পরিবারে অঘটন ঘটায় এবারের ভাইফোঁটার আনন্দ উৎসব বন্ধ কাটোয়ার দাস পরিবারে।

indian_table_tesnis_player_oihika_mukherjee_celebrate_the_bhai_fonta
ভাইফোটার আনন্দে মাতলেন জাতীয় টেবিল টেনিস তারকা ঐহিকা

কলকাতা, 16 নভেম্বর : ভাইফোঁটার আনন্দে মাতলেন টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্য়ায় । সোমবার ভাইফোঁটা হওয়ায় অনেকটা সময় পেয়েছিলেন ভারতীয় টেবিল টেনিস দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাছাড়া কোভিড পরিস্থিতি হওয়ায় টুর্নামেন্ট বন্ধ। ফলে অন্যান্য বছরগুলোর মত জাতীয় শিবির, টুর্নামেন্টের ব্যস্ত শিডিউল এখনও পর্যন্ত নেই। তাই এবছরের ভাইফোঁটায় বাড়িতেই ঐহিকা।

ঐহিকার ভাইবোনেরা সকলেই একত্রিত হয়েছিলেন । পারিবারিক রিইউনিয়ন দারুণভাবে উপভোগ করেছেন টেবিল টেনিস তারকা । আনন্দ উৎসব মানেই খাওয়া দাওয়ার নিয়মের দফারফা । একজন ক্রীড়াবিদের কাছে যা মূর্তিমান বেনিয়ম। কিন্তু ভাইফোঁটার দিনে নিজেকে নিয়মের বেড়াজাল থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন ঐহিকা । তাই ভাইফোঁটার আনন্দ উপভোগ করতে যাবতীয় খাবার চুটিয়ে খেয়েছেন তিনি । তবে কখনই বাঁধনছাড়া হননি। উৎসব শেষ, আগামীকাল থেকে ফের অনুশীলনে ঝাঁপিয়ে পড়তে চান তিনি । ইতিমধ্যে নিয়মিত অনুশীলন শুরু করে দিয়েছেন জাতীয় টেবিল টেনিস তারকা ৷ কোরোনা ভাইরাসের কারণে গত সাত মাস ঐহিকা তাঁর নিজের বাড়িতে । তবে বাড়িতে থাকলেও টেবিল টেনিস থেকে দূরে থাকেননি । ফিটনেস চর্চা করেছেন নিয়মিত ।

indian_table_tesnis_player_oihika_mukherjee_celebrate_the_bhai_fonta
ভাইফোটার আনন্দে মাতলেন জাতীয় টেবিল টেনিস তারকা ঐহিকা

এখন বোর্ডে নেমে দু’বেলা ঘাম ঝরাচ্ছেন ঐহিকা। সামনেই রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার তোড়জোড় । নিজেকে সেরা প্রমাণ করতে তাই ভাইফোঁটা পালনের আনন্দের পাশাপাশি টেবিল টেনিসে মন ঐহিকা মুখোপাধ্য়ায়ের । অন্যদিকে মন ভালো নেই ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাসের। পরিবারে অঘটন ঘটায় এবারের ভাইফোঁটার আনন্দ উৎসব বন্ধ কাটোয়ার দাস পরিবারে।

indian_table_tesnis_player_oihika_mukherjee_celebrate_the_bhai_fonta
ভাইফোটার আনন্দে মাতলেন জাতীয় টেবিল টেনিস তারকা ঐহিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.