ETV Bharat / state

20 জন আক্রান্ত, ফের সংক্রমণের আশঙ্কায় ভারতীয় জাদুঘরের CISF বদলি - কোরোনা ভাইরাস

ভারতীয় জাদুঘরের 40 জন CISF কর্মীর মধ্যে 20 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । চলতি মাসের শুরুতেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন CISF-এর ASI মারা গিয়েছেন ।

সংক্রমণের আশঙ্কায় ভারতীয় জাদুঘরের CISF বদলি
সংক্রমণের আশঙ্কায় ভারতীয় জাদুঘরের CISF বদলি
author img

By

Published : May 13, 2020, 9:45 PM IST

কলকাতা, 13 মে: নতুন করে কোরোনা সংক্রমণের ভয়ে জাদুঘরে কর্মরত CISF-এর পুরো ব্যাটেলিয়নকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরের কর্তব্যরত 20 জন CISF কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । নতুন করে কারও যাতে কোরোনা সংক্রমণ না হয় তাই গোটা CISF ব্যাটেলিয়নকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ ।

ভারতীয় জাদুঘরের 40 জন CISF কর্মীর মধ্যে 20 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । চলতি মাসের শুরুতেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন CISF-এর ASI মারা গিয়েছেন । গতকাল ফের একজনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । এই পরিস্থিতিতে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ মিউজিয়ামে কর্তব্যরত সমগ্র CISF ব্যাটেলিয়নকে তারা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সেই জায়গায় নতুন করে CISF ব্যাটেলিয়ন চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ ।

বুধবার ভারতীয় জাদুঘরের অধিকর্তা ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে সমগ্ৰ বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন । উদ্বিগ্ন জাদুঘর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সy অফিস বন্ধ করে দিয়েছে । অফিসার এবং কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে । একাধিকবার জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়েছে জাদুঘর চত্বরে । আগামী কালও CPWD-কে দিয়ে জাদুঘর চত্বরে জীবাণুমুক্তির কাজ হবে বলে জানা গিয়েছে ।

কীভাবে 20 জন CISF জওয়ান এবং ASI কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । ভারতীয় জাদুঘরে CISF-এর ব‍্যারাকটিতে জীবাণুমুক্তির কাজ শুরু হয়েছে । সমগ্ৰ ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ । ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে সমগ্ৰ বিষয়টির উপর নজর রাখা হচ্ছে ।

কলকাতা, 13 মে: নতুন করে কোরোনা সংক্রমণের ভয়ে জাদুঘরে কর্মরত CISF-এর পুরো ব্যাটেলিয়নকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরের কর্তব্যরত 20 জন CISF কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । নতুন করে কারও যাতে কোরোনা সংক্রমণ না হয় তাই গোটা CISF ব্যাটেলিয়নকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ ।

ভারতীয় জাদুঘরের 40 জন CISF কর্মীর মধ্যে 20 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । চলতি মাসের শুরুতেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন CISF-এর ASI মারা গিয়েছেন । গতকাল ফের একজনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । এই পরিস্থিতিতে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ মিউজিয়ামে কর্তব্যরত সমগ্র CISF ব্যাটেলিয়নকে তারা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সেই জায়গায় নতুন করে CISF ব্যাটেলিয়ন চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ ।

বুধবার ভারতীয় জাদুঘরের অধিকর্তা ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে সমগ্ৰ বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন । উদ্বিগ্ন জাদুঘর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সy অফিস বন্ধ করে দিয়েছে । অফিসার এবং কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে । একাধিকবার জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়েছে জাদুঘর চত্বরে । আগামী কালও CPWD-কে দিয়ে জাদুঘর চত্বরে জীবাণুমুক্তির কাজ হবে বলে জানা গিয়েছে ।

কীভাবে 20 জন CISF জওয়ান এবং ASI কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । ভারতীয় জাদুঘরে CISF-এর ব‍্যারাকটিতে জীবাণুমুক্তির কাজ শুরু হয়েছে । সমগ্ৰ ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ । ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে সমগ্ৰ বিষয়টির উপর নজর রাখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.