কলকাতা, 23 মে : ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলার ছবি এখনও স্পষ্ট বঙ্গবাসীর মনে ৷ এরই মধ্যে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড় যশ ৷ তাই যশের তাণ্ডব থেকে বাঁচতে আগে ভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে প্রশাসন ৷ সেই কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷
21 টন মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের সামগ্রী নিয়ে পাটনা ও বারানসী থেকে কলকাতা ও আরাকোনাম থেকে পোর্ট ব্লেয়ার এল ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান C-130 ৷ একই সঙ্গে এয়ারলিফ্ট করে আনা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের 334 সদস্যকে ৷ এই কাজে বায়ু সেনার মোট 5টি C-130 বিমান ব্যবহার করা হয় ৷
আসন্ন ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় এই কাজ চলছে 21 মে থেকে ৷ এখনও পর্যন্ত এই কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের 606 জন সদস্যকে ও 57 টন সামগ্রী এয়ারলিফ্ট করে এনেছে বায়ু সেনার বিশেষ বিমান ৷
আরও পড়ুন : যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী
26 মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এলাকা দিয়ে ভূস্থলে প্রবেশ করবে ঘূর্ণিঝড় যশ ৷ আর এই ঝড়ের মোকাবিলা ও মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের সামগ্রী পরিবহণের জন্য ভারতীয় বায়ু সেনা একটি C-17, একটি IL-76, 3টি C-130, 4টি An-32s ও দুটি ডরনিয়ার ট্রান্সপোর্ট বিমান তৈরি রেখেছে ৷ এছাড়া অতিরিক্ত 11টি Mi-17V5s, 2টি চেতক, 3টি চিতা, 2টি ALH ধ্রুব এবং 7টি Mi17 হেলিকপ্টারকে অ্যালার্ট করে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷