ETV Bharat / state

India Post Sells National Flags: স্বাধীনতা দিবসের আগে 2.5 কোটি জাতীয় পতাকা বিক্রি করবে ডাক বিভাগ

গত বছর ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাড়ে চার লক্ষ জাতীয় পতাকা বিক্রি করেছিল। টার্গেট ছিল পাঁচ লক্ষ। এবছর তা বৃদ্ধি করে 15 লক্ষ করা হয়েছে। দেশ জুড়ে অবশ্য স্বাধীনতার আগে আড়াই কোটি জাতীয় পতাকা বিক্রি করার লক্ষ্য স্থির করেছে ডাক বিভাগ ৷

Etv Bharat
জাতীয় পতাকা বিক্রি করবে ডাক বিভাগ
author img

By

Published : Aug 7, 2023, 4:18 PM IST

Updated : Aug 7, 2023, 4:55 PM IST

কলকাতা, 7 অগস্ট: স্বাধীনতার অমৃত কালে প্রতি ঘরে উত্তোলিত হোক জাতীয় পতাকা। এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার। যে কারণে 'হর ঘর তিরাঙ্গা' প্রচার কর্মসূচি চালানো হচ্ছে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। দেশের প্রতিটি ছোট-বড় পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে । এবছর দেশজুড়ে আড়াই কোটি জাতীয় পতাকা বিক্রির টার্গেট দেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগকে। প্রসঙ্গত, গত বছর দেড় কোটি জাতীয় পতাকা বিক্রি করেছিল ডাক বিভাগ ৷

ভারতীয় ডাক বিভাগের কর্মীরা জাতীয় পতাকা তুলে দিচ্ছেন দেশের প্রতিটি মানুষের হাতে। গত বছর দেড় কোটি জাতীয় পতাকা বিক্রি করেছিল ডাক বিভাগ। তবে, গোটা দেশের নিরিখে পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের টার্গেট এবার বৃদ্ধি পেয়েছে। এবছর পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলকে 15 লক্ষ জাতীয় পতাকা বিক্রির টার্গেট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, আন্দামান ও সিকিম মিলিয়ে পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিভিন্ন ডিভিসনের অধীনে থাকা পোস্ট অফিসগুলিতে ইতিমধ্যে জাতীয় পতাকা পৌঁছে গিয়েছে বলে খবর। এমনকী সোমবার থেকেই এই পতাকা বিক্রি শুরু হয়েছে বলেই ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন।

গত বছর ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাড়ে চার লক্ষ জাতীয় পতাকা বিক্রি করেছিল। টার্গেট ছিল পাঁচ লক্ষ। এবছর তা বৃদ্ধি করে 15 লক্ষ করা হয়েছে। ডাক বিভাগের তরফে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, 13 থেকে 15 অগস্ট যে কোনও ব্যক্তি দেশ ব্যাপী 'হর ঘর তিরঙ্গা' উৎসবে যোগ দিতে পারেন। আর সেই লক্ষ্যেই জাতীয় পতাকা যে কোনও ডাকঘর থেকে 25 টাকার বিনিময়ে কেনা যাবে। পাশাপাশি অনলাইনে অর্ডার দেওয়া জাতীয় পতাকা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায়। স্বাধীনতা দিবসের প্রাককালে এখনও অর্ডার করা যাবে জাতীয় পতাকা। যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী ডাকঘরে অথবা অনলাইনে অর্ডার করা যাবে www.epostoffice.gov.in এখান থেকে।


সোমবার ভারতীয় ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিডি এবং ফিলাটেলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভেন্দু বন্দ্যোপাধ্য়ায় বলেন, "গত বছর সাড়ে চার লক্ষ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছিল ভারতীয় পোস্ট অফিসের পশ্চিমবঙ্গ সার্কেল থেকে। এ বছর 15 লক্ষ টার্গেট দেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনে ইতিমধ্যে জাতীয় পতাকা পৌঁছে গিয়েছে। প্রত্যেকটি ডিভিশনকে আলাদা করে টার্গেট না দেওয়া থাকলেও যেখানে যেমন বিক্রি হচ্ছে চাহিদা অনুযায়ী প্রতিমুহূর্তে আপডেট রাখা হচ্ছে। চাহিদার ভিত্তিতে এক ডিভিশন থেকে আরও এক ডিভিশনে পতাকা পাঠানো হচ্ছে। আগামী 14 তারিখ পর্যন্ত প্রতিটি পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়া যাবে।"

আরও পড়ুন: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খানের

সূত্রের দাবি, ডাক কর্মীদের শুধুমাত্র জাতীয় পতাকা বিক্রি নয়, নিজেদের পরিবারের জন্যও জাতীয় পতাকা কেনার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। যদিও ফিলাটেলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দাবি, নির্দিষ্ট সংখ্যক জাতীয় পতাকা কিনতে হবে এমনটা কোথাও বলা হয়নি। কিন্তু ডাক কর্মীদের বাড়িতেও যাতে জাতীয় পতাকা উত্তেলিত হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভারতীয় ডাক বিভাগ সূত্রের দাবি, গত বছর স্বাধীনতা দিবসে দেশে 23 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তেলিত হয়েছিল। দেশের ছয় কোটি মানুষ জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল। এবছর সেই সংখ্যাটা কয়েক গুণ বেশি করার টার্গেট নেওয়া হয়েছে। যে কারণে সার্বিকভাবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় এবং প্রতিটি মানুষের নিকটস্থ পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়ার সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা, 7 অগস্ট: স্বাধীনতার অমৃত কালে প্রতি ঘরে উত্তোলিত হোক জাতীয় পতাকা। এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার। যে কারণে 'হর ঘর তিরাঙ্গা' প্রচার কর্মসূচি চালানো হচ্ছে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। দেশের প্রতিটি ছোট-বড় পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে । এবছর দেশজুড়ে আড়াই কোটি জাতীয় পতাকা বিক্রির টার্গেট দেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগকে। প্রসঙ্গত, গত বছর দেড় কোটি জাতীয় পতাকা বিক্রি করেছিল ডাক বিভাগ ৷

ভারতীয় ডাক বিভাগের কর্মীরা জাতীয় পতাকা তুলে দিচ্ছেন দেশের প্রতিটি মানুষের হাতে। গত বছর দেড় কোটি জাতীয় পতাকা বিক্রি করেছিল ডাক বিভাগ। তবে, গোটা দেশের নিরিখে পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের টার্গেট এবার বৃদ্ধি পেয়েছে। এবছর পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলকে 15 লক্ষ জাতীয় পতাকা বিক্রির টার্গেট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, আন্দামান ও সিকিম মিলিয়ে পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিভিন্ন ডিভিসনের অধীনে থাকা পোস্ট অফিসগুলিতে ইতিমধ্যে জাতীয় পতাকা পৌঁছে গিয়েছে বলে খবর। এমনকী সোমবার থেকেই এই পতাকা বিক্রি শুরু হয়েছে বলেই ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন।

গত বছর ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাড়ে চার লক্ষ জাতীয় পতাকা বিক্রি করেছিল। টার্গেট ছিল পাঁচ লক্ষ। এবছর তা বৃদ্ধি করে 15 লক্ষ করা হয়েছে। ডাক বিভাগের তরফে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, 13 থেকে 15 অগস্ট যে কোনও ব্যক্তি দেশ ব্যাপী 'হর ঘর তিরঙ্গা' উৎসবে যোগ দিতে পারেন। আর সেই লক্ষ্যেই জাতীয় পতাকা যে কোনও ডাকঘর থেকে 25 টাকার বিনিময়ে কেনা যাবে। পাশাপাশি অনলাইনে অর্ডার দেওয়া জাতীয় পতাকা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায়। স্বাধীনতা দিবসের প্রাককালে এখনও অর্ডার করা যাবে জাতীয় পতাকা। যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী ডাকঘরে অথবা অনলাইনে অর্ডার করা যাবে www.epostoffice.gov.in এখান থেকে।


সোমবার ভারতীয় ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিডি এবং ফিলাটেলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভেন্দু বন্দ্যোপাধ্য়ায় বলেন, "গত বছর সাড়ে চার লক্ষ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছিল ভারতীয় পোস্ট অফিসের পশ্চিমবঙ্গ সার্কেল থেকে। এ বছর 15 লক্ষ টার্গেট দেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনে ইতিমধ্যে জাতীয় পতাকা পৌঁছে গিয়েছে। প্রত্যেকটি ডিভিশনকে আলাদা করে টার্গেট না দেওয়া থাকলেও যেখানে যেমন বিক্রি হচ্ছে চাহিদা অনুযায়ী প্রতিমুহূর্তে আপডেট রাখা হচ্ছে। চাহিদার ভিত্তিতে এক ডিভিশন থেকে আরও এক ডিভিশনে পতাকা পাঠানো হচ্ছে। আগামী 14 তারিখ পর্যন্ত প্রতিটি পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়া যাবে।"

আরও পড়ুন: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খানের

সূত্রের দাবি, ডাক কর্মীদের শুধুমাত্র জাতীয় পতাকা বিক্রি নয়, নিজেদের পরিবারের জন্যও জাতীয় পতাকা কেনার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। যদিও ফিলাটেলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দাবি, নির্দিষ্ট সংখ্যক জাতীয় পতাকা কিনতে হবে এমনটা কোথাও বলা হয়নি। কিন্তু ডাক কর্মীদের বাড়িতেও যাতে জাতীয় পতাকা উত্তেলিত হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভারতীয় ডাক বিভাগ সূত্রের দাবি, গত বছর স্বাধীনতা দিবসে দেশে 23 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তেলিত হয়েছিল। দেশের ছয় কোটি মানুষ জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল। এবছর সেই সংখ্যাটা কয়েক গুণ বেশি করার টার্গেট নেওয়া হয়েছে। যে কারণে সার্বিকভাবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় এবং প্রতিটি মানুষের নিকটস্থ পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়ার সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে।

Last Updated : Aug 7, 2023, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.