ETV Bharat / state

Dengue Issue: রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা - রাজ্যে ডেঙ্গির প্রকোপ

রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি ৷ এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং চেয়ে জনস্বার্থ মামলা করলেন চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় (Case filed in the High Court Regarding Dengue) ৷

Dengue Issue
ডেঙ্গি নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
author img

By

Published : Nov 23, 2022, 8:01 PM IST

কলকাতা, 23 নভেম্বর: রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে, গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছে ডেঙ্গিতে । গত 16 নভেম্বর মালদায় এক 13 বছরের ছেলে মারা যায় ডেঙ্গিতে । কলকাতা পৌরনিগম-সহ অন্যান্য পৌরনিগমগুলি ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ ৷ রাজ্যের সমস্ত পৌরসভা ও পঞ্চায়েতগুলো ডেঙ্গি মোকাবিলায় সচেষ্ট নয় । হাসপাতালগুলিতে প্লেটলেটের আকাল, রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং চেয়ে জনস্বার্থ মামলা করলেন কলকাতার খ্যাতনামা চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় (Case filed in the High Court Regarding Dengue) ৷

মামলার আইনজীবী শমীক বাগচী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছে এবং আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

ডেঙ্গি নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

যদিও মঙ্গলবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 371 জন । 5 হাজার 721টি রক্তের পরীক্ষা করা হয় । তার মধ্যে প্রায় 350-র বেশি মানুষের ডেঙ্গি ধরা পড়েছে । এর আগে দৈনিক আক্রন্তের সংখ্যাটা অনেকটা বেশি ছিল । গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম । শনিবার রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 378 । সেই তুলনায় কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা ।

আরও পড়ুন: মশারি বিতরণ করে ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ শুভেন্দুর

কলকাতা, 23 নভেম্বর: রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে, গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছে ডেঙ্গিতে । গত 16 নভেম্বর মালদায় এক 13 বছরের ছেলে মারা যায় ডেঙ্গিতে । কলকাতা পৌরনিগম-সহ অন্যান্য পৌরনিগমগুলি ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ ৷ রাজ্যের সমস্ত পৌরসভা ও পঞ্চায়েতগুলো ডেঙ্গি মোকাবিলায় সচেষ্ট নয় । হাসপাতালগুলিতে প্লেটলেটের আকাল, রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং চেয়ে জনস্বার্থ মামলা করলেন কলকাতার খ্যাতনামা চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় (Case filed in the High Court Regarding Dengue) ৷

মামলার আইনজীবী শমীক বাগচী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছে এবং আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

ডেঙ্গি নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

যদিও মঙ্গলবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 371 জন । 5 হাজার 721টি রক্তের পরীক্ষা করা হয় । তার মধ্যে প্রায় 350-র বেশি মানুষের ডেঙ্গি ধরা পড়েছে । এর আগে দৈনিক আক্রন্তের সংখ্যাটা অনেকটা বেশি ছিল । গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম । শনিবার রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 378 । সেই তুলনায় কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা ।

আরও পড়ুন: মশারি বিতরণ করে ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.