কলকাতা , 17 সেপ্টেম্বর : দুর্গা পুজোর মাত্র দুই সপ্তাহ বাকি ৷ তার আগে কলকাতার কয়েকজন মহিলা পুজো উদ্যোক্তাকে নিয়ে মঞ্চ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঞ্চের নাম 'বাংলার দুগ্গা' ৷ গতকাল রোটারি সদনে শহরের মহিলা পরিচালিত 25 টি পুজো কমিটির কর্ণধারের সঙ্গে চন্দ্রিমা বৈঠক করেন ৷ তিনি বলেন, "মহিলারা পুজো করলে কোনও অমঙ্গল হয় না, ভালো হয় । "
চন্দ্রিমা বলেন, "বাংলার মহিলা পুরোহিত, মহিলা ঢাকিদের স্বীকৃতি দিতে চান ৷ বাংলার দুগ্গা একটি অরাজনৈতিক মঞ্চ ৷ এই মঞ্চে স্বেচ্ছায় মহিলা পুজো কমিটিগুলি যোগ দিতে পারে । মহিলাদের পুজো করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এই বিষয় নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়েছে । দুর্গা শব্দের বদলে দুগ্গা শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ আমরা মাটির সঙ্গে যোগ রাখতে চাই ৷ এখানে কোনও রাজনৈতিক রং নেই । মহিলা শাড়ি প্রস্তুতকারী , মহিলা ঢাকি এবং মহিলা পুরোহিত সহ পুজোর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মহিলাদের এই অরাজনৈতিক মঞ্চের দ্বারা স্বীকৃতি দেওয়া হবে । মহিলারা পুজো করলে অমঙ্গল হয় না । ভালো হয় । " চন্দ্রিমা আরও জানান, এই মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে জাতীয় কার্নিভাল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে ।
তৃণমূলের পাশাপাশি দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে BJP-র মহিলা মোর্চা । 'দুয়ারে দুয়ারে আগমনী' নাম দিয়ে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচি নিচ্ছে তারা ।