ETV Bharat / state

মহিলা পুরোহিত, ঢাকিদের স্বীকৃতি দিতে গঠিত হল "বাংলার দুগ্গা" - Durga Puja 2019

দুর্গা পুজো উপলক্ষে 'বাংলার দুগ্গা' নামে একটি অরাজনৈতিক মঞ্চ তৈরি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ 25টি কমিটি এই মঞ্চে যোগ দিয়েছে । গতকাল মঞ্চের বৈঠক হয় ।

Chandrima Bhattacharya
author img

By

Published : Sep 17, 2019, 12:41 PM IST

কলকাতা , 17 সেপ্টেম্বর : দুর্গা পুজোর মাত্র দুই সপ্তাহ বাকি ৷ তার আগে কলকাতার কয়েকজন মহিলা পুজো উদ্যোক্তাকে নিয়ে মঞ্চ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঞ্চের নাম 'বাংলার দুগ্গা' ৷ গতকাল রোটারি সদনে শহরের মহিলা পরিচালিত 25 টি পুজো কমিটির কর্ণধারের সঙ্গে চন্দ্রিমা বৈঠক করেন ৷ তিনি বলেন, "মহিলারা পুজো করলে কোনও অমঙ্গল হয় না, ভালো হয় । "

চন্দ্রিমা বলেন, "বাংলার মহিলা পুরোহিত, মহিলা ঢাকিদের স্বীকৃতি দিতে চান ৷ বাংলার দুগ্গা একটি অরাজনৈতিক মঞ্চ ৷ এই মঞ্চে স্বেচ্ছায় মহিলা পুজো কমিটিগুলি যোগ দিতে পারে । মহিলাদের পুজো করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এই বিষয় নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়েছে । দুর্গা শব্দের বদলে দুগ্গা শব্দটি ব্​যবহার করা হয়েছে কারণ আমরা মাটির সঙ্গে যোগ রাখতে চাই ৷ এখানে কোনও রাজনৈতিক রং নেই । মহিলা শাড়ি প্রস্তুতকারী , মহিলা ঢাকি এবং মহিলা পুরোহিত সহ পুজোর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মহিলাদের এই অরাজনৈতিক মঞ্চের দ্বারা স্বীকৃতি দেওয়া হবে । মহিলারা পুজো করলে অমঙ্গল হয় না । ভালো হয় । " চন্দ্রিমা আরও জানান, এই মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে জাতীয় কার্নিভাল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে ।

গতকাল বৈঠকের ছবি

তৃণমূলের পাশাপাশি দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে BJP-র মহিলা মোর্চা । 'দুয়ারে দুয়ারে আগমনী' নাম দিয়ে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচি নিচ্ছে তারা ।

কলকাতা , 17 সেপ্টেম্বর : দুর্গা পুজোর মাত্র দুই সপ্তাহ বাকি ৷ তার আগে কলকাতার কয়েকজন মহিলা পুজো উদ্যোক্তাকে নিয়ে মঞ্চ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঞ্চের নাম 'বাংলার দুগ্গা' ৷ গতকাল রোটারি সদনে শহরের মহিলা পরিচালিত 25 টি পুজো কমিটির কর্ণধারের সঙ্গে চন্দ্রিমা বৈঠক করেন ৷ তিনি বলেন, "মহিলারা পুজো করলে কোনও অমঙ্গল হয় না, ভালো হয় । "

চন্দ্রিমা বলেন, "বাংলার মহিলা পুরোহিত, মহিলা ঢাকিদের স্বীকৃতি দিতে চান ৷ বাংলার দুগ্গা একটি অরাজনৈতিক মঞ্চ ৷ এই মঞ্চে স্বেচ্ছায় মহিলা পুজো কমিটিগুলি যোগ দিতে পারে । মহিলাদের পুজো করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এই বিষয় নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়েছে । দুর্গা শব্দের বদলে দুগ্গা শব্দটি ব্​যবহার করা হয়েছে কারণ আমরা মাটির সঙ্গে যোগ রাখতে চাই ৷ এখানে কোনও রাজনৈতিক রং নেই । মহিলা শাড়ি প্রস্তুতকারী , মহিলা ঢাকি এবং মহিলা পুরোহিত সহ পুজোর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মহিলাদের এই অরাজনৈতিক মঞ্চের দ্বারা স্বীকৃতি দেওয়া হবে । মহিলারা পুজো করলে অমঙ্গল হয় না । ভালো হয় । " চন্দ্রিমা আরও জানান, এই মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে জাতীয় কার্নিভাল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে ।

গতকাল বৈঠকের ছবি

তৃণমূলের পাশাপাশি দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে BJP-র মহিলা মোর্চা । 'দুয়ারে দুয়ারে আগমনী' নাম দিয়ে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচি নিচ্ছে তারা ।

Intro:

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: শহরের মহিলা পুজো উদ্যোক্তাদের নিয়ে পৃথক মঞ্চ গড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ রোটারি সদনে আনুষ্ঠানিক ভাবে মঞ্চের আত্মপ্রকাশ ঘটালেন তিনি। মঞ্চের নাম দিলেন 'বাংলার দুগ্গা'। এটিকে অরাজনৈতিক মঞ্চ বলে দাবি করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি যাই দাবি করুন না কেন, এর পেছনে রাজনৈতিক গন্ধ পেতে শুরু করেছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দুর্গাপুজোতে জন সংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। চন্দ্রিমা ভট্টাচার্যদের মঞ্চ গড়ার কর্মসূচি এরই পাল্টা বলেই মনে করছেন তাঁরা।




Body:

'দুয়ারে দুয়ারে আগমনী' নামে একটি ব্যানারকে সামনে রেখে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দুর্গাপুজোয় জন সংযোগ কর্মসূচি নিচ্ছে বিজেপির মহিলা মোর্চা। তৃণমূলের তরফ থেকে অবশ্য এর পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে আজ তৃণমূলের মহিলা ব্রিগেডকে সঙ্গে নিয়ে সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর অরাজনৈতিক মঞ্চ গড়ার উদ্যোগ জল্পনা উসকে দিয়েছে। ' বাংলার দুগ্গা' মঞ্চকে সামনে রেখে তৃণমূলের প্রমীলা বাহিনী যে এবারের পুজোয় জন সংযোগে ঝাঁপিয়ে পড়বে, আজ তা অনেকটাই স্পষ্ট হল। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর অরাজনৈতিক মঞ্চে সকল মহিলাকেই শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আজ রোটারি সদনে শহরের মহিলা পরিচালিত ২৫ টি পুজো কর্ণধারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী। মহিলাদের পুজো করার ক্ষেত্রে নানা রকম সমস্যার কথা আলোচনা হয়। এর পর তিনি বলেন, 'এখানে রাজনৈতিক কোনও রং নেই। মহিলা শাড়ি প্রস্তুতকারী, মহিলা ঢাকি এবং মহিলা পুরোহিত সহ পুজোর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মহিলাদের এই অরাজনৈতিক মঞ্চের দ্বারা স্বীকৃতি দেওয়া হবে। মহিলারা পুজো করলে অমঙ্গল হয় না। ভালো হয়।' এছাড়াও এই নবগঠিত 'বাংলার দুগ্গা' মঞ্চের মাধ্যমে রেড রোডের দুর্গা কার্ণিভালকে জাতীয় কার্ণিভাল ঘোষণা করার দাবি জানাবেন চন্দ্রিমা ভট্টাচার্যরা। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'রাম চন্দ্রের অকাল বোধন বাংলায় সব থেকে বেশি হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাব রেড রোডের দুর্গা কার্ণিভালকে জাতীয় কার্ণিভালকে স্বীকৃতি দেওয়ার। আমরা এর জন্য যত দুরে যাওয়ার যাব।'


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.