ETV Bharat / state

কাশ্মীরে হত্যার জের, রাতেই ফেরানো হচ্ছে শ্রমিকদের - কাশ্মীর হত্যা

কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে 131 জন শ্রমিককে । মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের ফেরানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর ।

nabanna
author img

By

Published : Nov 1, 2019, 3:49 PM IST

Updated : Nov 1, 2019, 11:56 PM IST

কলকাতা, 1 নভেম্বর : কাশ্মীরে মুর্শিদাবাদের শ্রমিক হত্যার জেরে রাজ্যের 131 জন শ্রমিককে ফেরানোর উদ্যোগ নিল নবান্ন । কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে তাঁদের । নবান্ন সূত্রে খবর , মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফেরানো হচ্ছে শ্রমিকদের ।

কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত সেখানে কর্মরত শ্রমিকরা । অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন । নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার । ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে ফেরানো হয়েছে । বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।

মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের প্রচুর শ্রমিক রুজির টানে গেছেন কাশ্মীরে । কুলগামে জঙ্গি হানার পর সেই শ্রমিকদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন । মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যা পূর্বপরিকল্পিত ৷" পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একহাত নিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ ছিল , বর্তমানে কাশ্মীরে কোনও আইন-শৃঙ্খলা নেই ৷

  • West Bengal Chief Minister Mamata Banerjee: Total 131 workers who had gone to Kashmir are being brought back to West Bengal with the help of state government. They are from Murshidabad, Dinajpur & Malda. (File pic) pic.twitter.com/MEnX0xcITR

    — ANI (@ANI) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই সাংসদ বিধায়করা মুর্শিদাবাদে পৌঁছেছেন ৷ সব রকম সাহায্যের জন্য পরিবারগুলির পাশে রয়েছেন তাঁরা ৷

কলকাতা, 1 নভেম্বর : কাশ্মীরে মুর্শিদাবাদের শ্রমিক হত্যার জেরে রাজ্যের 131 জন শ্রমিককে ফেরানোর উদ্যোগ নিল নবান্ন । কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে তাঁদের । নবান্ন সূত্রে খবর , মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফেরানো হচ্ছে শ্রমিকদের ।

কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত সেখানে কর্মরত শ্রমিকরা । অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন । নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার । ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে ফেরানো হয়েছে । বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।

মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের প্রচুর শ্রমিক রুজির টানে গেছেন কাশ্মীরে । কুলগামে জঙ্গি হানার পর সেই শ্রমিকদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন । মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যা পূর্বপরিকল্পিত ৷" পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একহাত নিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ ছিল , বর্তমানে কাশ্মীরে কোনও আইন-শৃঙ্খলা নেই ৷

  • West Bengal Chief Minister Mamata Banerjee: Total 131 workers who had gone to Kashmir are being brought back to West Bengal with the help of state government. They are from Murshidabad, Dinajpur & Malda. (File pic) pic.twitter.com/MEnX0xcITR

    — ANI (@ANI) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই সাংসদ বিধায়করা মুর্শিদাবাদে পৌঁছেছেন ৷ সব রকম সাহায্যের জন্য পরিবারগুলির পাশে রয়েছেন তাঁরা ৷

Intro:কলকাতা, ১ নভেম্বর: কাশ্মীরে মুর্শিদাবাদের বাস শ্রমিক হত্যার জেরে ৮০ শ্রমিককে রাজ্যে ফেরানোর উদ্যোগ নিল নবান্ন। সূত্রের খবর, কাশ্মীর থেকে আজই রাতের ট্রেনে ফেরানো হচ্ছে শ্রমিকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের ফেরানো হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Nov 1, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.