কলকাতা: মকর সংক্রান্তিতে কমল তাপমাত্রা । ফিরল শীতের অনুভূতি । যদিও সর্বনিম্ন তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি রয়েছে । তবে গত কয়েকদিন যে হারে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল তা তার থেকে বেশ খানিকটা কমেছে । বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট ।
সকাল থেকেই শীত অনুভুত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় । তবে এই শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দু'দিন পর থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে ।
আরও পড়ুন দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের
আজ সকালে কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন ছিল । সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যায় । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ।
আরও পড়ুন গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানে কোরোনামুক্তির প্রার্থনা
আগামী 24 ঘণ্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67 শতাংশ ।
আগামী দু'তিন দিন পঞ্জাব , হরিয়ানা, চণ্ডিগড় , দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন । দক্ষিণ ভারতে আগামী 48 ঘণ্টায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে । তামিলনাড়ু ,পুদুচেরি ও কেরালায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ।