কলকাতা, 16 জুলাই: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হামেশাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলতে শোনা গিয়েছে, তদন্তে সঠিকভাবে সহযোগিতা করছে না রাজ্য সরকার। তথ্য চাইলেও সময়ে তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। কিন্তু রবিবার এর উলটো সুর শোনা গেল নিয়োগ দুর্নীতিতে সবার প্রথমে যার তদন্ত রিপোর্ট সামনে এসেছিল সেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের গলায়। এদিন কলকাতার ভারত সভা হলে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়ে তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়নি। বরং রাজ্য সরকারের তরফ থেকে তিনি সব ধরনের সহযোগিতায় পেয়েছেন বলেও দাবি করেছেন বিচারপতি বাগ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন হাইকোর্টের তরফে তৈরি করে দেওয়া বাগ কমিটির প্রধান রঞ্জিত কুমার বাগ। এদিনের অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দেননি ৷
নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে প্রথম দিন থেকেই অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাগ কমিটির রিপোর্ট। কারণ তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিক থেকে শিক্ষামন্ত্রীর যোগের সম্ভাবনার কথা স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন বিচারপতি বাগ। শুধু তাই নয়, এই রিপোর্টে তারা কোন ধারাতে অভিযুক্ত হতে পারেন তারও একটা সুপারিশ করা হয়েছিল। এদিন প্রাক্তন বিচারপতি তাঁর বক্তব্যে যে বিষয়গুলি তুলে ধরেছেন, তার মধ্যে অন্যতম তদন্তের ক্ষেত্রে সরকারের সহযোগিতার বিষয়গুলি।
কারণ এদিন বিচারপতি জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলি মন্ত্রীর টেবিল পর্যন্ত আসবে, আর কোন বিষয়গুলি সচিবরা করবেন সবই রুলস অফ বিজনেসে বলা আছে। তিনি বলেন, "তদন্তের সময় আমি শিক্ষা দফতরের কাছ থেকে এই রুলস অফ বিজনেস সম্পর্কে জানতে চেয়েছিলাম। সে ক্ষেত্রে শিক্ষাসচিব নিজেই এই রুলস অফ বিজনেস আমার কাছে নিয়ে এসেছিল। বিচারপতির এই বক্তব্য থেকেই স্পষ্ট আজকে নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিতর্কই হোক না কেন, সরকারপক্ষ এই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে তার কাজে কোনও ভাবেই বাধা সৃষ্টি করেনি বা কোনও অসহযোগিতা তৈরি করেনি।" এখানেই শেষ নয়, বিচারপতি আরো জানিয়েছেন, রুলস অফ বিজনেস নিয়ে তদন্ত করতে গিয়েই ধীরে ধীরে শিক্ষা দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। এক্ষেত্রে শিক্ষাসচিব থেকে সরকার সকলেই তাকে সর্বতভাবে সাহায্য করেছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: 'গণতন্ত্র হত্যা হচ্ছে', ভাঙড়ে ঢোকার পথে পুলিশি বাধা পেয়ে বললেন নওশাদ
এদিন সরকারের সহযোগিতা প্রশ্নে রঞ্জিত বাগ বলেছেন, "আমার কমিটির উপর সরকারের কোনও চাপ ছিল না। কোনও রাজনৈতিক চাপও ছিল না। রাজ্য সরকার সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি কাজ করেছে। এখানে কেউ নাক গলাতে পারেননি।" এটাই তার বক্তব্যের সব থেকে তাৎপর্যপূর্ণ অংশ। বিচারপতির এই বক্তব্য কোন সন্দেহ নেই রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন যোগাবে। কারণ কথায় কথায় তদন্তকারী সংস্থাগুলি রাজ্যের বিরুদ্ধে যখন অসহযোগিতার অভিযোগ তোলে সেখানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন তিনি সরকারের থেকে সব রকম সাহায্য পেয়েছেন।