ETV Bharat / state

উপনির্বাচনের প্রস্তুতিতে ভিডিয়ো কনফারেন্স, সম্ভবত সব বুথ থাকছে না কেন্দ্রীয় বাহিনী - Kolkata

তিন বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কোনও অশান্তি চায় না কমিশন । যার জন্য কেন্দ্র পিছু ২ জন করে পর্যবেক্ষক ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে । আসতে শুরু করেছে 15 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হয়ে গেল ভিডিয়ো কনফারেন্স ।

কমিশন
author img

By

Published : Nov 18, 2019, 4:42 PM IST

Updated : Nov 18, 2019, 10:43 PM IST

কলকাতা, 18 নভেম্বর : উপনির্বাচন হতে হবে অবাধ । কোনও রকম অশান্তি উপনির্বাচনে বরদাস্ত করা হবে না । আজ পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনকে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন । পাশাপাশি নেওয়া হল নির্বাচনের প্রস্তুতির খতিয়ান ।

আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভিডিয়ো কনফারেন্স হয় । কনফারেন্সে ছিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা । কালিয়াগঞ্জ, করিমগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ২৫ নভেম্বর উপনির্বাচন । এজন্য উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিয়ো কনফারেন্স করেন । নির্বাচন প্রস্তুতি কেমন হয়েছে তা জানতে চান । বুথগুলির অবস্থা কী, ভোটকর্মীদের সব ধরনের ট্রেনিং হয়ে গেছে কি না, অ্যাপ ঠিকমত কাজ করছে কি না, সেই সব বিষয়েও জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক । জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমনি ব্যক্তিদের গ্রেপ্তারের উপর জোর দেওয়া হয় । সূত্র জানাচ্ছে, তিন বিধানসভা এলাকায় কয়েকশো ব্য়ক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে । তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস । কমিশন চাইছে সংখ্যাটা পারলে শূন্যে নামিয়ে আনতে ।

তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে 15 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে আগেই জানিয়েছিল কমিশন । এই হিসেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না । সে ক্ষেত্রে বুথগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে ভিডিয়ো কনফারেন্সে । এছাড়া ঠিক হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও থাকবে বুথে । কনফারেন্সে আজ পুলিশ সুপারদের বলা হয়েছে, নির্বাচনে নিরাপত্তায় নির্দিষ্ট পরিকল্পনা করতে । কোনও অশান্তি বরদাস্ত করা হবে না ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 18 নভেম্বর : উপনির্বাচন হতে হবে অবাধ । কোনও রকম অশান্তি উপনির্বাচনে বরদাস্ত করা হবে না । আজ পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনকে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন । পাশাপাশি নেওয়া হল নির্বাচনের প্রস্তুতির খতিয়ান ।

আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভিডিয়ো কনফারেন্স হয় । কনফারেন্সে ছিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা । কালিয়াগঞ্জ, করিমগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ২৫ নভেম্বর উপনির্বাচন । এজন্য উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিয়ো কনফারেন্স করেন । নির্বাচন প্রস্তুতি কেমন হয়েছে তা জানতে চান । বুথগুলির অবস্থা কী, ভোটকর্মীদের সব ধরনের ট্রেনিং হয়ে গেছে কি না, অ্যাপ ঠিকমত কাজ করছে কি না, সেই সব বিষয়েও জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক । জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমনি ব্যক্তিদের গ্রেপ্তারের উপর জোর দেওয়া হয় । সূত্র জানাচ্ছে, তিন বিধানসভা এলাকায় কয়েকশো ব্য়ক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে । তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস । কমিশন চাইছে সংখ্যাটা পারলে শূন্যে নামিয়ে আনতে ।

তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে 15 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে আগেই জানিয়েছিল কমিশন । এই হিসেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না । সে ক্ষেত্রে বুথগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে ভিডিয়ো কনফারেন্সে । এছাড়া ঠিক হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও থাকবে বুথে । কনফারেন্সে আজ পুলিশ সুপারদের বলা হয়েছে, নির্বাচনে নিরাপত্তায় নির্দিষ্ট পরিকল্পনা করতে । কোনও অশান্তি বরদাস্ত করা হবে না ।

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, 18 নভেম্বর: নির্বাচন হতে হবে অবাধ। কোনও রকম অশান্তি উপনির্বাচনে বরদাস্ত করা হবে না। আজ পশ্চিম মেদনীপুর, নদীয়া এবং উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনকে কড়া ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি নেওয়া হলো প্রস্তুতির খতিয়ান।



Body:আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে হয়ে গেল গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স। হাজির ছিলেন রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নেতৃত্বে হয় এই ভিডিও কনফারেন্স। যাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকরাও। মূলত তিন জেলার জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে হয় এই ভিডিও কনফারেন্স। সেখানে নির্বাচনের প্রস্তুতির শেষ মুহূর্তে খতিয়ান নেওয়া হয়। নির্বাচনী বুথগুলির অবস্থা কি, ভোট কর্মীদের সব ধরনের ট্রেনিং হয়ে গেছে কিনা, সব কপি অ্যাপ ঠিকমত কাজ করছে কিনা সেসব বিষয়ে জানতে চাওয়া হয় নির্বাচনী আধিকারিকদের কাছে। পাশাপাশি non-bailable অ্যারেস্ট ওয়ারান্ট থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে জোর দেওয়া হয়। সূত্র জানাচ্ছে ঐদিন বিধানসভা এলাকায় কয়েকশো জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে এই মামলা রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন চাইছে সংখ্যাটা পারলে শূন্যে নামিয়ে আনতে। তাই সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।



Conclusion:তিন বিধানসভা উপনির্বাচনে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। হিসেব বলছে, সব বুঝে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে দুধগুলি নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে ভিডিও কনফারেন্সে। ঠিক হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশ নিয়োগ করা হবে সব বুথে। সেই বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে পুলিশ সুপারদের।
Last Updated : Nov 18, 2019, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.