কলকাতা, 21 মার্চ: ডিএ আন্দোলন নিয়ে আরও সুর চড়াচ্ছে আন্দোলনকারীরা ৷ ডিএ মেটানোর দাবিতে এবার একাধিক কর্মসূচির ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা । আগামী 30 তারিখ মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা । এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ওইদিন গণছুটি নিয়ে শিয়ালদহ এবং হাওড়া থেকে মিছিল হবে ।
ডিএ-এর দাবিতে লাগাতার ধর্না, অনশন কর্মসূচি চালাচ্ছে আন্দোলনকারীরা ৷ ইতিমধ্যে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন ৷ তবে আন্দোলনের পথ থেকে যে তারা সরে আসছে না তাও এদিন ফের স্পষ্ট করে দিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ৷ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, 30 মার্চ মিছিল করে আন্দোলনকারীরা যোগ দেবেন শহীদ মিনারের ধর্নামঞ্চে । সেখানেই পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে ৷
অন্যদিকে আগামী 10 ও 11 এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসার কথা আছে আন্দোলনকারীদের ৷ যদিও আন্দোলনকারীদের দাবি, এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়ে আদতে শাপে বর হয়েছে তাদের ৷ কারণ হিসাবে আন্দোলনকারীদের ব্যাখ্যা, যেহেতু দিল্লিতে ধর্নায় বসার পূর্ব পরিকল্পনা তাদের ছিলই, এবং সে সময়তেই সুপ্রিম কের্টে শুনানির দিন ধার্য করা হয়েছে ফলে আন্দোলনকারীদের সকলেই থাকতে পারবেন ৷
এছাড়াও বেশ কিছু কর্মসূচিও এদিন নিয়েছেন তাঁরা ৷ আগামী 26 তারিখ রাষ্ট্রপতিকে গণমেইল করে ডিএ বঞ্চনার কথা যেমন তাঁরা তুলে ধরবেন, তেমনই অন্যদিকে 27 তারিখ গণমেইল করবেন মুখমন্ত্রীকেও। এক্ষেত্রে আন্দোলনকারীরা জানাচ্ছেন, রাজ্য অচল হয়ে পড়লেও কর্মীদেরকে কোনও ভাবে যাতে দায়ী না-করতে পারে সেই বিষয়টি তুলে ধরবেন। এর সঙ্গে চলছে সর্বত্র লিফলেট বিলিও।
আরও পড়ুন: সিবিআইয়ের পেশ করা প্রমাণ বিকৃত নয় তো ? ডিভিশন বেঞ্চে প্রশ্ন 'চাকরিহারা অযোগ্যদের' !
দীর্ঘ 54 দিন ধরে শহীদ মিনারে ধর্ণা চালাচ্ছেন সরকারি কর্মীরা । 40 দিন ধরে চলছে তাঁদের অনশন আন্দোলনও । অভিযোগ, এরপরও সরকারের তরফে কোনও সদুত্তর পাচ্ছেন না তারা । এদিনও সাংবাদিক বৈঠক শেষ করা মাত্র জ্ঞান হারিয়ে ফেলেন ওই মঞ্চের রাজ্য কনভেনর ভাস্কর ঘোষ । তবে যতদিন না এই সরকারের কোনও পদক্ষেপ নিচ্ছে ততদিন তারা ধর্না অবস্থান চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা ।