ETV Bharat / state

আগামী 15 দিন কলকাতায় 145টি স্বাস্থ্যকেন্দ্রে চলবে টিকাকরণ - all emergency services would be in operation in kolkata

আজ থেকে রাজ্যে করোনা বিধি-নিষেধ আরও কড়াকড়ি করা হল ৷ শনিবারই নবান্নের তরফে এই সংক্রান্ত ফের নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তারপরই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানালেন, করোনার টিকাকরণ-সহ সব জরুরি পরিষেবা সচল থাকবে শহরে ৷ আগামী 15 দিন সমস্ত বিধি-নিষেধ মেনেই শহরে সমস্ত পরিষেবা সচল রাখতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে ৷

কলকাতা করোনা টিকা
কলকাতা করোনা টিকা
author img

By

Published : May 16, 2021, 7:24 AM IST

কলকাতা, 16 মে: আজ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্যজুড়ে শুরু হচ্ছে কড়া বিধি-নিষেধ । শনিবারই নবান্ন থেকে এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে । কলকাতা পৌরনিগম নবান্ন থেকে জারি করা নির্দেশিকা বলবৎ করবে । কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা থাকবে । করোনার ভ্যাকসিনেশন কেন্দ্র, জঞ্জাল সাফাই, স্বাস্থ্য দফতর নিয়মমাফিক খোলা থাকবে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের 145টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ করা হচ্ছে । আগামী 15দিন পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণের কাজ চলবে । আগামী কয়েকদিন সরকারি নিয়ম মেনেই করোনার টিকাকরণ-সহ সব জরুরি পরিষেবা সচল থাকবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ।

ফিরহাদ আরও জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার কর্মীরা যেভাবে কাজ করছিলেন তাঁরা ঠিক একইভাবে কাজ করবেন আগামী 15 দিন । সেইসঙ্গে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুম । এদিন তিনি জানিয়েছেন কলকাতা পৌরনিগমের সঙ্গে জড়িত জরুরি পরিষেবাগুলি আগামী 15 দিন একইভাবে চলবে । কলকাতা পৌরনিগমের যাঁরা শিক্ষক-শিক্ষিকা আছেন তাঁদের পৌরনিগমের স্বাস্থ্যবিভাগে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখার কাজের দায়িত্ব দেওয়া হবে ।

আগামী পনেরো দিন কলকাতায় চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা, জানালেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌরনিগমের কর্মীদের আসা-যাওয়ার জন্য চালু করা হচ্ছে বিশেষ বাস পরিষেবা । জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও কর্মীদের কলকাতা পৌরনিগমে থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে । সেইসঙ্গে ডাক্তার স্বাস্থ্যবিভাগের আধিকারিক, ল্যাবরেটরি টেকনিশিয়ানদের শহরেই রেখে পরিষেবা সচল রাখা হবে । প্রয়োজনে কলকাতার বিভিন্ন এলাকায় করোনা টেস্টের জন্য গাড়ি পাঠাবে পৌরনিগম কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: করোনা যুদ্ধে এবার দাদা, দান করলেন 50টি অক্সিজেন কনসেটট্রেটর

কলকাতা, 16 মে: আজ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্যজুড়ে শুরু হচ্ছে কড়া বিধি-নিষেধ । শনিবারই নবান্ন থেকে এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে । কলকাতা পৌরনিগম নবান্ন থেকে জারি করা নির্দেশিকা বলবৎ করবে । কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা থাকবে । করোনার ভ্যাকসিনেশন কেন্দ্র, জঞ্জাল সাফাই, স্বাস্থ্য দফতর নিয়মমাফিক খোলা থাকবে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের 145টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ করা হচ্ছে । আগামী 15দিন পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণের কাজ চলবে । আগামী কয়েকদিন সরকারি নিয়ম মেনেই করোনার টিকাকরণ-সহ সব জরুরি পরিষেবা সচল থাকবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ।

ফিরহাদ আরও জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার কর্মীরা যেভাবে কাজ করছিলেন তাঁরা ঠিক একইভাবে কাজ করবেন আগামী 15 দিন । সেইসঙ্গে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুম । এদিন তিনি জানিয়েছেন কলকাতা পৌরনিগমের সঙ্গে জড়িত জরুরি পরিষেবাগুলি আগামী 15 দিন একইভাবে চলবে । কলকাতা পৌরনিগমের যাঁরা শিক্ষক-শিক্ষিকা আছেন তাঁদের পৌরনিগমের স্বাস্থ্যবিভাগে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখার কাজের দায়িত্ব দেওয়া হবে ।

আগামী পনেরো দিন কলকাতায় চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা, জানালেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌরনিগমের কর্মীদের আসা-যাওয়ার জন্য চালু করা হচ্ছে বিশেষ বাস পরিষেবা । জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও কর্মীদের কলকাতা পৌরনিগমে থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে । সেইসঙ্গে ডাক্তার স্বাস্থ্যবিভাগের আধিকারিক, ল্যাবরেটরি টেকনিশিয়ানদের শহরেই রেখে পরিষেবা সচল রাখা হবে । প্রয়োজনে কলকাতার বিভিন্ন এলাকায় করোনা টেস্টের জন্য গাড়ি পাঠাবে পৌরনিগম কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: করোনা যুদ্ধে এবার দাদা, দান করলেন 50টি অক্সিজেন কনসেটট্রেটর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.