ETV Bharat / state

ভুয়ো খবর ছড়ালে 1 বছর পর্যন্ত জেল , জানিয়ে দিল পুলিশ - corona news updates

এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় কোনওরকম পোস্টের আগে সদাসতর্ক থাকতে হবে । কোনওরকম ভুয়ো খবর, ভুল তথ্য শেয়ার হলে সংশ্লিষ্ট ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল এবং জরিমানা অথবা জেল-জরিমানা দুটোই হতে পারে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 2, 2020, 11:35 PM IST

Updated : Apr 3, 2020, 12:38 AM IST

কলকাতা, 2 এপ্রিল : আবারও দায়িত্বশীল নাগরিক হওয়ার আবেদন কলকাতা পুলিশের। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় সক্রিয় থাকলেও কী করবেন আর কী করবেন না, আজ লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হল। পাশাপাশি পুলিশের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা না মানলে দিতে হতে পারে জরিমানা‌। সঙ্গে নির্দিষ্ট আইনের বলে জেল পর্যন্ত হতে পারে।

কী করবেন, কী করবেন না :

1) কোনওভাবেই কাউকে কোনও মিথ্যে এবং ভুয়ো তথ্য দেওয়া যাবে না ।

2) কোনওরকম গুজব ছড়ানো যাবে না । পাশাপাশি এধরনের কাজেও যুক্ত থাকা যাবে না ।

3) যেকোনও তথ্য সোশাল মিডিয়া কিংবা অন্য কোনওভাবে আপনার কাছে এলে, তা আগে সরকারি ওয়েবসাইটে যাচাই করুন । তারপর মন্তব্য করুন ।

4) কোনও মেসেজ হোয়াটসঅ্যাপ কিংবা সোশাল মিডিয়ায় ফরওয়ার্ড করার আগে বিষয়বস্তু ভাল করে দেখে নিন। প্রয়োজনে তা যাচাই করুন।

5) যদি কোনও সন্দেহজনক মেসেজ, পোস্ট কিংবা ফরওয়ার্ড মেসেজ পান তবে অবিলম্বে ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ‍্যমে কলকাতা পুলিশের নজরে আনুন

আজ কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, DMA অ্যাক্ট 2005-এর 54 নম্বর ধারা অনুযায়ী, "আপৎকালীন সময়ে কোনও গুজব, ভুয়ো খবর কিংবা মিথ্যা তথ্য পরিবেশন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল এবং জরিমানা অথবা জেল-জরিমানা দুটোই হতে পারে।" সঙ্গে যোগ করা হতে পারে ভারতীয় দণ্ডবিধির ধারা এবং টেকনোলজি অ্যাক্ট। তাতে সাজার মেয়াদ বাড়বে।

কলকাতা, 2 এপ্রিল : আবারও দায়িত্বশীল নাগরিক হওয়ার আবেদন কলকাতা পুলিশের। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় সক্রিয় থাকলেও কী করবেন আর কী করবেন না, আজ লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হল। পাশাপাশি পুলিশের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা না মানলে দিতে হতে পারে জরিমানা‌। সঙ্গে নির্দিষ্ট আইনের বলে জেল পর্যন্ত হতে পারে।

কী করবেন, কী করবেন না :

1) কোনওভাবেই কাউকে কোনও মিথ্যে এবং ভুয়ো তথ্য দেওয়া যাবে না ।

2) কোনওরকম গুজব ছড়ানো যাবে না । পাশাপাশি এধরনের কাজেও যুক্ত থাকা যাবে না ।

3) যেকোনও তথ্য সোশাল মিডিয়া কিংবা অন্য কোনওভাবে আপনার কাছে এলে, তা আগে সরকারি ওয়েবসাইটে যাচাই করুন । তারপর মন্তব্য করুন ।

4) কোনও মেসেজ হোয়াটসঅ্যাপ কিংবা সোশাল মিডিয়ায় ফরওয়ার্ড করার আগে বিষয়বস্তু ভাল করে দেখে নিন। প্রয়োজনে তা যাচাই করুন।

5) যদি কোনও সন্দেহজনক মেসেজ, পোস্ট কিংবা ফরওয়ার্ড মেসেজ পান তবে অবিলম্বে ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ‍্যমে কলকাতা পুলিশের নজরে আনুন

আজ কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, DMA অ্যাক্ট 2005-এর 54 নম্বর ধারা অনুযায়ী, "আপৎকালীন সময়ে কোনও গুজব, ভুয়ো খবর কিংবা মিথ্যা তথ্য পরিবেশন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল এবং জরিমানা অথবা জেল-জরিমানা দুটোই হতে পারে।" সঙ্গে যোগ করা হতে পারে ভারতীয় দণ্ডবিধির ধারা এবং টেকনোলজি অ্যাক্ট। তাতে সাজার মেয়াদ বাড়বে।

Last Updated : Apr 3, 2020, 12:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.