ETV Bharat / state

একুশের নির্বাচনে রাজ্যে তেরোটি কেন্দ্রে বিজেপির হারের কারণ দুয়ারে সরকার - বৈষ্ণবনগর

একুশের বিধানসভা নির্বাচনে 77 টি আসন পেয়েছে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি ৷ আরো 13টি বিধানসভা কেন্দ্রে জেতার সম্ভাবনা থাকলেও কম ব্যবধানে হেরেছে এই দল ৷ এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের জনপ্রিয়তা ৷ এ নিয়ে একটি গোপন রিপোর্ট এসেছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছে ৷

বিজেপির সভা
বিজেপির সভা
author img

By

Published : May 12, 2021, 8:17 AM IST

Updated : Oct 25, 2022, 6:48 PM IST

কলকাতা, 12 এপ্রিল : পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে 77 টি আসন পেয়েছে বিজেপি । তবে আরও 13 টি আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনা ছিল বলে বিজেপি সূত্রে খবর। ওই কেন্দ্রগুলিতে বিজেপি ৪ হাজারেরও কম ব্যবধানে হেরেছে ৷ এ নিয়ে একটি গোপন রিপোর্ট জমা পড়ল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ।

রিপোর্ট অনুযায়ী, দাঁতন বিধানসভা কেন্দ্রে 775, তমলুকে 793, জলপাইগুড়ি সদর 941, মহিষাদলে 2384, নারায়ণগড় 2416, বারওয়ানে 2749, বড়জোড়ায় 3262, রানিগঞ্জে 3369, দুর্গাপুর পূর্বে 3746, পাণ্ডবেশ্বরে 3803, হাবড়ায় 3841, রানিবাঁধে 3939, বৈষ্ণবনগরে 2471 ভোটে হেরে যায় বিজেপি ।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিজেপি যদি এই বিধানসভা কেন্দ্রগুলিতে জয়লাভ করতে পারত, তাহলে রাজ্যে মোট আসন সংখ্যা 77 থেকে বেড়ে 90-তে পৌঁছে যেত ।

আরো পড়ুন : বিএসএফের কপ্টারে বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে রাজ্যপাল

এই কেন্দ্রগুলিতে এত কম ব্যবধান হারের কারণ-
এই গোপন রিপোর্টে বলা হয়েছে, বিজেপির এই কেন্দ্রগুলিতে হারের অন্যতম প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের "দুয়ারে সরকার" প্রকল্পের জনপ্রিয়তা ৷ মমতার সরকারের এই প্রকল্পের জন্য বিজেপির একটা বড় অংশের ভোটার সিপিএম ও বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । যার জন্য খুব কম ব্যবধানে লোকসভায় বিজেপির এগিয়ে থাকা আসনগুলিও তৃণমূল ছিনিয়ে নিয়েছে ।
এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "দল এই আসনগুলির স্কুটিনি করছে । কেন এই 13টি আসনে এত কম ব্যবধানে পরাজয় হল ? সব দিকই খতিয়ে দেখা হবে ৷"

কলকাতা, 12 এপ্রিল : পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে 77 টি আসন পেয়েছে বিজেপি । তবে আরও 13 টি আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনা ছিল বলে বিজেপি সূত্রে খবর। ওই কেন্দ্রগুলিতে বিজেপি ৪ হাজারেরও কম ব্যবধানে হেরেছে ৷ এ নিয়ে একটি গোপন রিপোর্ট জমা পড়ল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ।

রিপোর্ট অনুযায়ী, দাঁতন বিধানসভা কেন্দ্রে 775, তমলুকে 793, জলপাইগুড়ি সদর 941, মহিষাদলে 2384, নারায়ণগড় 2416, বারওয়ানে 2749, বড়জোড়ায় 3262, রানিগঞ্জে 3369, দুর্গাপুর পূর্বে 3746, পাণ্ডবেশ্বরে 3803, হাবড়ায় 3841, রানিবাঁধে 3939, বৈষ্ণবনগরে 2471 ভোটে হেরে যায় বিজেপি ।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিজেপি যদি এই বিধানসভা কেন্দ্রগুলিতে জয়লাভ করতে পারত, তাহলে রাজ্যে মোট আসন সংখ্যা 77 থেকে বেড়ে 90-তে পৌঁছে যেত ।

আরো পড়ুন : বিএসএফের কপ্টারে বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে রাজ্যপাল

এই কেন্দ্রগুলিতে এত কম ব্যবধান হারের কারণ-
এই গোপন রিপোর্টে বলা হয়েছে, বিজেপির এই কেন্দ্রগুলিতে হারের অন্যতম প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের "দুয়ারে সরকার" প্রকল্পের জনপ্রিয়তা ৷ মমতার সরকারের এই প্রকল্পের জন্য বিজেপির একটা বড় অংশের ভোটার সিপিএম ও বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । যার জন্য খুব কম ব্যবধানে লোকসভায় বিজেপির এগিয়ে থাকা আসনগুলিও তৃণমূল ছিনিয়ে নিয়েছে ।
এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "দল এই আসনগুলির স্কুটিনি করছে । কেন এই 13টি আসনে এত কম ব্যবধানে পরাজয় হল ? সব দিকই খতিয়ে দেখা হবে ৷"

Last Updated : Oct 25, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.