ETV Bharat / state

West Bengal Weather Update: আরও বাড়বে বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা জারি হাওয়া অফিসের - আরও বাড়বে বৃষ্টি

রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল ৷ শুষ্ক গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল ৷ এর মধ্যে গতকাল সন্ধ্যায় দমকা হাওয়া আর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বঙ্গজীবনে ৷ আগামী ক'দিন এরকম ঝড়-বৃষ্টি চলবে ৷ ফলে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

Rain in Bengal
বৃষ্টি
author img

By

Published : Apr 22, 2023, 7:04 AM IST

আগামী কয়েকদিন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 এপ্রিল: সন্ধ্যার বৃষ্টিতে প্রাণ জুড়লো ৷ প্রায় ন'দিন প্রখর তাপের লম্বা একটা ইনিংস ৷ তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকাটাই বড় কথা হয়ে উঠেছিল ৷ তবে তাপমাত্রার এই মাস্টারব্লাস্টার ইনিংসে আপাতত ইতি ৷ এবার গরমের দাপট খানিকটা কমবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই আকাশে মেঘ, সঙ্গে এক পশলা হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া মিলেছে ৷ ফলে পারদ পতন হয়েছে 3-5 ডিগ্রি ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "22 থেকে 25 এপ্রিল পর্যন্ত রাজ্যের আর কোনও জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে না ৷"

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে বেশির ভাগ জেলায় 4-5 ডিগ্রি করে তাপমাত্রা কমেছে ৷ শনিবার আরও কমবে ৷ তার জেরে 22 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে ৷ মধ্য উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গতকাল মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে ৷ আজও তা চলবে ৷ 23 ও 24 এপ্রিল অর্থাৎ রবি-সোম দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে ৷ এমনকী শিলাবৃষ্টিও হয়েছে ৷ এ প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে ৷ এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ 25 এপ্রিলও দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷"

এই ঝড়-বৃষ্টিতে আরাম মিললেও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ এই আবাহওয়ায় 22 এপ্রিল হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার ৷ 23-24 তারিখ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে । যেহেতু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সেই সময় বাইরে বেরিয়ে বৃষ্টিতে না ভেজার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ শুক্রবার রাজ্যের উষ্ণতম জায় ছিল আসানসোল এবং উলুবেড়িয়া ৷ দুই জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস ৷ রাজ্যের বাকি অংশের সব জায়গায় তাপমাত্রা গত 24 ঘণ্টার তুলনায় 5 ডিগ্রি নেমে গিয়েছে ৷ শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই অক্ষয় তৃতীয়া, ঈদের আনন্দ এবং আইপিএলের ক্রিকেট উৎসবের আবহে স্বস্তি দিল আবহাওয়া ৷

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় শুভযোগ কোন রাশির, জানতে পড়ুন ইটিভি ভারতের রাশিফল

আগামী কয়েকদিন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 এপ্রিল: সন্ধ্যার বৃষ্টিতে প্রাণ জুড়লো ৷ প্রায় ন'দিন প্রখর তাপের লম্বা একটা ইনিংস ৷ তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকাটাই বড় কথা হয়ে উঠেছিল ৷ তবে তাপমাত্রার এই মাস্টারব্লাস্টার ইনিংসে আপাতত ইতি ৷ এবার গরমের দাপট খানিকটা কমবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই আকাশে মেঘ, সঙ্গে এক পশলা হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া মিলেছে ৷ ফলে পারদ পতন হয়েছে 3-5 ডিগ্রি ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "22 থেকে 25 এপ্রিল পর্যন্ত রাজ্যের আর কোনও জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে না ৷"

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে বেশির ভাগ জেলায় 4-5 ডিগ্রি করে তাপমাত্রা কমেছে ৷ শনিবার আরও কমবে ৷ তার জেরে 22 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে ৷ মধ্য উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গতকাল মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে ৷ আজও তা চলবে ৷ 23 ও 24 এপ্রিল অর্থাৎ রবি-সোম দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে ৷ এমনকী শিলাবৃষ্টিও হয়েছে ৷ এ প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে ৷ এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ 25 এপ্রিলও দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷"

এই ঝড়-বৃষ্টিতে আরাম মিললেও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ এই আবাহওয়ায় 22 এপ্রিল হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার ৷ 23-24 তারিখ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে । যেহেতু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সেই সময় বাইরে বেরিয়ে বৃষ্টিতে না ভেজার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ শুক্রবার রাজ্যের উষ্ণতম জায় ছিল আসানসোল এবং উলুবেড়িয়া ৷ দুই জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস ৷ রাজ্যের বাকি অংশের সব জায়গায় তাপমাত্রা গত 24 ঘণ্টার তুলনায় 5 ডিগ্রি নেমে গিয়েছে ৷ শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই অক্ষয় তৃতীয়া, ঈদের আনন্দ এবং আইপিএলের ক্রিকেট উৎসবের আবহে স্বস্তি দিল আবহাওয়া ৷

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় শুভযোগ কোন রাশির, জানতে পড়ুন ইটিভি ভারতের রাশিফল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.