কলকাতা, 27 মার্চ: সারা দিন ধরে বাড়তে থাকা গরমে স্বস্তি দিল রবিবার সন্ধ্যার ঝড়বৃষ্টি (West Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ায় ফলে বাড়তে থাকা গরমের অস্বস্তি কিছুটা হলেও কমেছে ৷
শুধু জেলা শহর নয়, রবিবার কলকাতায় সকাল থেকেই গুমোট ভাব ছিল । গরম আর ঘামে নাজেহাল জনজীবনে স্বস্তির ইঙ্গিত মিলতে থাকে দুপুরের দিকে। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা । হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে জলীয় বাষ্পভরা বাতাস প্রবেশ করেছে ।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে ৷ এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত ৷ আগামী 5 দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ৷ রবিবার রাতে একাধিক জেলায় বজ্রধিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হয়েছে । হালকা থেকে মাঝারি মানের ঝড়বৃষ্টির ফলে বাতাসে গুমোটভাবটা কেটে যাবে ৷ ঠান্ডা ভাবটা ফিরে আসবে । আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । দুই 24 পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আগামী 24 ঘণ্টায় সমতলে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89 শতাংশ । আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ করে খুন, পুলিশি গাফিলতির অভিযোগে উত্তাল তিলজলা