ETV Bharat / state

West Bengal Weather Update: ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি - আকাশ আংশিক মেঘলা

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ এটি দক্ষিণবঙ্গ থেকে অনেক দূরে অবস্থান করায় সরাসরি রাজ্যের উপর কোনও প্রভাব ফেলবে না ৷ তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে ৷

ETV Bharat
রাজ্যে বর্ষা
author img

By

Published : Jul 26, 2023, 9:36 AM IST

Updated : Jul 26, 2023, 9:49 AM IST

আবহাওয়ার পূর্বাভাস জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 26 জুলাই: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ৷ তার প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না ৷ আর পরোক্ষ প্রভাবের জেরে খানিকটা বৃষ্টি হতে পারে ৷ এমনিতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৷ আর তার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ আগামী 24 ঘণ্টায় ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হবে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় ৷

তিনি আরও জানিয়েছেন, 28 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ 29 জুলাই অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি না-পেলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঘাটতি পূরণের কোনও সম্ভাবনা নেই ৷ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে ৷ উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তবে আগামিকাল উত্তরবঙ্গের উপরের দিকের তিনটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান হাওয়া অফিসের ৷

এদিকে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী 24 ঘণ্টায় নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের পরিণত হতে পারে ৷ এর জেরে সমুদ্রে ঝোড়ো বাতাস বইছে ৷ তাই আজ থেকে 28 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন: আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা কোন রাশির, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 16.8 মিলিমিটার ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আবহাওয়ার পূর্বাভাস জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 26 জুলাই: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ৷ তার প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না ৷ আর পরোক্ষ প্রভাবের জেরে খানিকটা বৃষ্টি হতে পারে ৷ এমনিতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৷ আর তার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ আগামী 24 ঘণ্টায় ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হবে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় ৷

তিনি আরও জানিয়েছেন, 28 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ 29 জুলাই অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি না-পেলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঘাটতি পূরণের কোনও সম্ভাবনা নেই ৷ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে ৷ উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তবে আগামিকাল উত্তরবঙ্গের উপরের দিকের তিনটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান হাওয়া অফিসের ৷

এদিকে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী 24 ঘণ্টায় নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের পরিণত হতে পারে ৷ এর জেরে সমুদ্রে ঝোড়ো বাতাস বইছে ৷ তাই আজ থেকে 28 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন: আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা কোন রাশির, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 16.8 মিলিমিটার ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

Last Updated : Jul 26, 2023, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.