ETV Bharat / state

IMD Weather Forecast: উত্তরবঙ্গে ভারী, দক্ষিণে মাঝারি বৃষ্টির পূর্বাভাস - মৌসুমী অক্ষরেখা

WB Weather Forecast: মেঘ-বৃষ্টির খেলা ৷ মৌসুমী অক্ষরেখা ফের উত্তরের দিকে সরে যাওয়ায় আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে । ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে ৷ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিামাণ বাড়বে দক্ষিণবঙ্গে ৷ পশ্চিমের জেলাগুলোয় বাড়বে বৃষ্টি।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2023, 7:26 AM IST

Updated : Aug 21, 2023, 7:43 AM IST

কলকাতা, 21 অগস্ট: কালো মেঘের হালকা আস্তরন সরতেই দেখা মিলছে ঝকঝকে রোদের। মেঘ-বৃষ্টির লুকোচুরি চলছে যেন ৷ মৌসুমী অক্ষরেখা ফের উত্তরের দিকে সরায় আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনিতেই উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকলে এই ধরনের সতর্কতা জারি করে হাওয়া অফিস। সপ্তাহের মাঝের তিনদিন উত্তরবঙ্গের উপরের জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহজুড়ে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আজ পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে ৷ 22 অগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ৷

হাওয়া অসিফ সূত্রে খবর, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হবে। উপকুলবর্তী জেলা এবং পশ্চিমের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হলেও দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । রবিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেভাবে বৃষ্টি হয়নি বলেলই চলে ৷

আরও পড়ুন: সপ্তাহ শুরুর দিন কেমন কাটবে, কী বলছে ভাগ্য ?

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তি গত কয়েকদিন ধরেই রয়েছে। আজও তা অব্যাহত থাকবে। আগামিকাল থেকে কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং তা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ । গত 24 ঘণ্টায় খুব বেশি বৃষ্টি হয়নি। আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

কলকাতা, 21 অগস্ট: কালো মেঘের হালকা আস্তরন সরতেই দেখা মিলছে ঝকঝকে রোদের। মেঘ-বৃষ্টির লুকোচুরি চলছে যেন ৷ মৌসুমী অক্ষরেখা ফের উত্তরের দিকে সরায় আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনিতেই উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকলে এই ধরনের সতর্কতা জারি করে হাওয়া অফিস। সপ্তাহের মাঝের তিনদিন উত্তরবঙ্গের উপরের জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহজুড়ে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আজ পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে ৷ 22 অগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ৷

হাওয়া অসিফ সূত্রে খবর, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হবে। উপকুলবর্তী জেলা এবং পশ্চিমের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হলেও দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । রবিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেভাবে বৃষ্টি হয়নি বলেলই চলে ৷

আরও পড়ুন: সপ্তাহ শুরুর দিন কেমন কাটবে, কী বলছে ভাগ্য ?

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তি গত কয়েকদিন ধরেই রয়েছে। আজও তা অব্যাহত থাকবে। আগামিকাল থেকে কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং তা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ । গত 24 ঘণ্টায় খুব বেশি বৃষ্টি হয়নি। আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

Last Updated : Aug 21, 2023, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.