ETV Bharat / state

West Bengal Weather Update: আরও চড়বে তাপমাত্রা, ফেব্রুয়ারির শেষেই চোখ রাঙাচ্ছে গরম

author img

By

Published : Feb 25, 2023, 7:01 AM IST

বসন্ত চললেও বেলা বাড়তেই গ্রীষ্মের মতো গরম অনুভূত হচ্ছে (West Bengal Weather News) ৷ বলা যায় ফেব্রুয়ারিতেই গরমের প্রিলিউড ৷ তার উপর সকালের মেঘলা আকাশের ফলে ভ্যবসা গরম বাড়ে ৷

West Bengal Weather Update
প্রতীকী ছবি

কলকাতা, 25 ফেব্রুয়ারি: চড়ছে পারদ, বাড়ছে গরম । বসন্ত এখন শুধুই নামে । ফেব্রুয়ারিতেই তাই গ্রীষ্মের প্রিলিউড। সকালের আকাশ মেঘলা ফলে অস্বস্তিকর গরম বাড়ে । গায়ে রোদের ছেঁকা সঙ্গে স্বস্তি মেলে না । চলতি সপ্তাহে গরম বাড়ল লাফিয়ে । দিন সাতেক আগেও মনে হচ্ছিল শীত হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত টেনে দেবে । কিন্তু বাস্তবে ছবিটা উলটে গেল । সর্বনিম্ন তাপমাত্রা এখনই 25 ডিগ্রি ছুঁইছুঁই (IMD Weather Forecast) ।

ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঘরে ঢুকে পড়েছে ৷ আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে । আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে ভরা গ্রীষ্মে দাবদাহ নিশ্চিত । এমনিতেই গ্রীষ্মকালে পারদ চড়ে । এবার সেই উর্ধ্বগতি একটু আগেই ফিরে এসেছে । আলিপুর আবহাওয়া অফিস আগামী 5 দিনের যে পূর্বাভাস দিয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে । রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে । ফলে অস্বস্তি বাড়বে ।

আরও পড়ুন: কাজের দুনিয়ায় সুনাম পাবেন কর্কট রাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী আছে পড়ুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 95 শতাংশ । দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । গরমের প্রকোপ বৃদ্ধিতে বৃষ্টি উপশম হতে পারত । কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাসেও বৃষ্টির উল্লেখ নেই । উত্তরবঙ্গে বর্তমান অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই । আগামী 4 দিন পারদ চড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে । দার্জিলিঙে আগামী 4 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে । শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে । যদিও রোদের তাপে চাঁদি ফাটার যোগাড় এখনই । কোকিলের ডাকে বসন্তকাল লাগলেও, তার বাস্তব ভিত্তি নেই । তাই মাঘ পেরোলে ফাল্গুনের হাত ধরে বসন্ত নয় গ্রীষ্মের প্রিলিউড বাজতে থাকে ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: চড়ছে পারদ, বাড়ছে গরম । বসন্ত এখন শুধুই নামে । ফেব্রুয়ারিতেই তাই গ্রীষ্মের প্রিলিউড। সকালের আকাশ মেঘলা ফলে অস্বস্তিকর গরম বাড়ে । গায়ে রোদের ছেঁকা সঙ্গে স্বস্তি মেলে না । চলতি সপ্তাহে গরম বাড়ল লাফিয়ে । দিন সাতেক আগেও মনে হচ্ছিল শীত হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত টেনে দেবে । কিন্তু বাস্তবে ছবিটা উলটে গেল । সর্বনিম্ন তাপমাত্রা এখনই 25 ডিগ্রি ছুঁইছুঁই (IMD Weather Forecast) ।

ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঘরে ঢুকে পড়েছে ৷ আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে । আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে ভরা গ্রীষ্মে দাবদাহ নিশ্চিত । এমনিতেই গ্রীষ্মকালে পারদ চড়ে । এবার সেই উর্ধ্বগতি একটু আগেই ফিরে এসেছে । আলিপুর আবহাওয়া অফিস আগামী 5 দিনের যে পূর্বাভাস দিয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে । রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে । ফলে অস্বস্তি বাড়বে ।

আরও পড়ুন: কাজের দুনিয়ায় সুনাম পাবেন কর্কট রাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী আছে পড়ুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 95 শতাংশ । দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । গরমের প্রকোপ বৃদ্ধিতে বৃষ্টি উপশম হতে পারত । কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাসেও বৃষ্টির উল্লেখ নেই । উত্তরবঙ্গে বর্তমান অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই । আগামী 4 দিন পারদ চড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে । দার্জিলিঙে আগামী 4 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে । শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে । যদিও রোদের তাপে চাঁদি ফাটার যোগাড় এখনই । কোকিলের ডাকে বসন্তকাল লাগলেও, তার বাস্তব ভিত্তি নেই । তাই মাঘ পেরোলে ফাল্গুনের হাত ধরে বসন্ত নয় গ্রীষ্মের প্রিলিউড বাজতে থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.