কলকাতা, 27 নভেম্বর: উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঢুকছে । তার জেরেই শীতের আমেজ বজায় থাকছে (IMD Weather Forecast Now Mild Winter in kolkata) । উত্তরবঙ্গে ইতিমধ্যে শীত পড়েছে । এবার তা জাঁকিয়ে বসতে শুরু করেছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ৷ দার্জিলিঙে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে গিয়েছে। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশপাশে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে তাপমাত্রা কমতে শুরু করেছে।
দার্জিলিং 9.4 ডিগ্রি, কোচবিহার 13.7 ডিগ্রি, কালিম্পঙে 11.8 ডিগ্রি এবং মালদায় 17.6 ডিগ্রিতে পারদ ঘোরাফেরা করছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করবে বলে মনে করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের আগামী 5 দিনের পূর্বাভাস অনুযায়ী বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমে আসবে। তার ফলে বাতাস শুকনো হবে। উত্তরবঙ্গে ঠান্ডা পড়লেও দক্ষিণবঙ্গে খুব একটা ঠান্ডা পড়বে না এখনই। তবে শীতের আমেজ থাকবে ৷ ইতিমধ্যে জেলা শহরে তাপমাত্রা নামতে শুরু করলেও কলকাতায় ছবিটা একটু আলাদা। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে নেমে 16-17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। জাকিয়ে ঠান্ডা পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কাদের, জানুন রাশিফলে
তবে সন্ধ্যের দিকে হালকা শীতের আমেজ রয়েছে। শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 91 শতাংশ। রবিবার রৌদ্রজ্বল দিন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে।